ETV Bharat / bharat

কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কদের স্পিকারের কাছে ইস্তফা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কদের স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ।

সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jul 11, 2019, 5:47 PM IST

দিল্লি, 11 জুলাই : বেঙ্গালুরু থেকে মুম্বই হয়ে একেবারে সুপ্রিম কোর্টে পৌঁছেছে কর্নাটকের সমস্যা । স্পিকার রমেশ কুমারের বিরুদ্ধে অসাংবিধানিক কাজের অভিযোগ এনে বিক্ষুব্ধ বিধায়করা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে । সেই মামলার প্রেক্ষিতে বিক্ষুব্ধ বিধায়কদের স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।

একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষকে শীর্ষ আদালতের নির্দেশ, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে । স্পিকারের সিদ্ধান্ত আগামীকাল শুনবে সুপ্রিম কোর্ট ।

স্পিকার তাঁদের ইস্তফা গ্রহণ না করায় গতকালই সুপ্রিম কোর্টে যান বিদ্রোহী বিধায়করা । সুপ্রিম কোর্টে আবেদন করেন, তাঁদের ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণ করুক স্পিকার ।

এর আগে একপ্রস্থ নাটক হয়েছে মুম্বইয়ের হোটেলে । বিক্ষুব্ধ বিধায়কদের বুঝিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করতে ও বিধায়কদের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার । সেখানে পৌঁছালেই পুলিশের বাধার মুখে পড়েন তিনি । স্লোগান ওঠে, "শিবকুমার গো ব্যাক" ।

শিবকুমারকে পুলিশ বাধা দিলে তিনি বলেন, হোটেলে তাঁর ঘর বুক করা সত্ত্বেও পুলিশ তাঁকে ঢুকতে বাধা দিচ্ছে । সারা দিন অপেক্ষা করবেন বলেও জানান তিনি । হোটেলে তাঁর কয়েকজন বন্ধুদের সঙ্গে দেখা করে কফি খাবেন, পুলিশকে এই কথা বলেও বোঝানোর চেষ্টা করেন । কিন্তু পুলিশ পালটা তাঁকে জানিয়ে দেয়, কিছুতেই হোটেলে ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে পাশেই একটা গেস্ট হাউজ়ের ব্যবস্থা করে দেওয়া হবে তাঁকে ।

দিল্লি, 11 জুলাই : বেঙ্গালুরু থেকে মুম্বই হয়ে একেবারে সুপ্রিম কোর্টে পৌঁছেছে কর্নাটকের সমস্যা । স্পিকার রমেশ কুমারের বিরুদ্ধে অসাংবিধানিক কাজের অভিযোগ এনে বিক্ষুব্ধ বিধায়করা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে । সেই মামলার প্রেক্ষিতে বিক্ষুব্ধ বিধায়কদের স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।

একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষকে শীর্ষ আদালতের নির্দেশ, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে । স্পিকারের সিদ্ধান্ত আগামীকাল শুনবে সুপ্রিম কোর্ট ।

স্পিকার তাঁদের ইস্তফা গ্রহণ না করায় গতকালই সুপ্রিম কোর্টে যান বিদ্রোহী বিধায়করা । সুপ্রিম কোর্টে আবেদন করেন, তাঁদের ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণ করুক স্পিকার ।

এর আগে একপ্রস্থ নাটক হয়েছে মুম্বইয়ের হোটেলে । বিক্ষুব্ধ বিধায়কদের বুঝিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করতে ও বিধায়কদের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার । সেখানে পৌঁছালেই পুলিশের বাধার মুখে পড়েন তিনি । স্লোগান ওঠে, "শিবকুমার গো ব্যাক" ।

শিবকুমারকে পুলিশ বাধা দিলে তিনি বলেন, হোটেলে তাঁর ঘর বুক করা সত্ত্বেও পুলিশ তাঁকে ঢুকতে বাধা দিচ্ছে । সারা দিন অপেক্ষা করবেন বলেও জানান তিনি । হোটেলে তাঁর কয়েকজন বন্ধুদের সঙ্গে দেখা করে কফি খাবেন, পুলিশকে এই কথা বলেও বোঝানোর চেষ্টা করেন । কিন্তু পুলিশ পালটা তাঁকে জানিয়ে দেয়, কিছুতেই হোটেলে ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে পাশেই একটা গেস্ট হাউজ়ের ব্যবস্থা করে দেওয়া হবে তাঁকে ।

New Delhi, Jul 06 (ANI): A recent research may enable doctors to use the genetic profiles of patients to predict with great accuracy which treatment and prevention protocols will work for them, but requires greater inclusion of ethnic minorities as well. Sandra Soo-Jin Lee, an anthropologist, and bioethicist said that to improve medical care researchers need more data about the individual differences that make each of us unique. "Without engaging underrepresented communities in genetic studies, efforts to move precision science forward may recapitulate ongoing inequities in health care and limit and bias the research. The early stages of precision medicine offer a critical window in which to intervene before research practices and their consequences become locked in," Lee said in the study which was published in the journal of Science. Lee warned that building a diverse genetic database may prove challenging. He also stressed that, as a result, recruiting for diverse participation alone is not nearly enough. "An ethics of inclusion demands transparency and a culture of openness. Precision medicine studies must open themselves up to multidisciplinary teams that include social scientists, ethicists, and policymakers who can identify and implement practices that respect the histories and concern of diverse populations-and recognize where reform is needed," she said.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.