ETV Bharat / bharat

সন্ধ্যা 6টার মধ্যেই আস্থাভোট, সময়সীমা বেঁধে দিলেন স্পিকার - আস্থা ভোট

আজ (মঙ্গলবার) সন্ধ্যা 6টা মধ্যে আস্থাভোট কর্নাটকে ৷

সংকট অব্যাহত কর্নাটকে
author img

By

Published : Jul 23, 2019, 8:42 AM IST

Updated : Jul 23, 2019, 1:33 PM IST

বেঙ্গালুরু, 23 জুলাই : সংকট অব্যাহত কর্নাটকে ৷ সোমবার রাতে স্পিকার রমেশ কুমার জানিয়ে দিয়েছেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যা 6টা মধ্যে আস্থাভোট । তিনি বলেন, '' রাত 11টার দিকে যাওয়ার প্রশ্নই নেই ৷ শরীরের অবস্থা খুব একটা ভালো নয় কারও ৷'' মনে করা হচ্ছে, আজই ঠিক হতে পারে জোট সরকারের ভবিষ্যৎ ৷

গতকাল স্পিকার প্রথমে জানিয়েছিলেন, আস্থাভোটের জন্য রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করতেও তিনি রাজি । তবে কংগ্রেস ও JDS বিধায়করা দাবি করেন, আজ সুপ্রিম কোর্টে কর্নাটক মামলার শুনানির পরেই ভোটাভুটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক । পরে আস্থা ভোটের সময় নিয়ে সিদ্ধান্ত বদলান স্পিকার ।

BJP-র দাবি, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আস্থাভোটে দেরি করছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী নিজেই ৷ কর্নাটকের বিদ্রোহী বিধায়কদের সমন পাঠিয়েছেন স্পিকার । ক্ষমতাসীন জোট সরকারের অনুরোধ, এঁদের বহিষ্কার করা হোক । এদিকে কুমারস্বামী আবেদন জানিয়েছেন, বিদ্রোহী বিধায়করা ফিরে আসলে BJP-র চক্রান্ত ফাঁস করা সম্ভব হবে৷

কর্নাটকের একমাত্র BSP বিধায়ক জানিয়েছিলেন, হাইকম্যান্ডের নির্দেশে ভোটদানে বিরত থাকবেন তিনি । কিন্তু মায়াবতী তাঁর দলের বিধায়ককে কুমারস্বামীর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন ৷ তাই খানিকটা হলেও স্বস্তি মিলেছে তাঁর । এদিকে, কংগ্রেস নেতা শিবকুমার তাঁর দলের বিক্ষুব্ধ বিধায়কদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন, জোট সরকারকে সমর্থন না করলে তাঁদের সদস্যপদ বাতিল হবে । তাতে বিদ্রোহীদেরই ক্ষতি হবে ৷

224 সদস্যের বিধানসভায় 118 জন জোট সরকারের সদস্য । যদি 15 জন বিধায়ক যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের পদত্যাগপত্র যদি সুপ্রিম কোর্ট স্বীকার করে নেয় তাহলে সরকার এসে দাঁড়াবে 101 সদস্যতে । দুই নির্দল বিধায়কের সমর্থন পেলে BJP এসে দাঁড়াবে 107 সদস্যে, যা সরকার গঠনের ন্যূনতম সংখ্যা 105টি আসনের থেকে দুই বেশি । সবমিলিয়ে কন্নড়ভূমির ভাগ্য জানতে আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷

বেঙ্গালুরু, 23 জুলাই : সংকট অব্যাহত কর্নাটকে ৷ সোমবার রাতে স্পিকার রমেশ কুমার জানিয়ে দিয়েছেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যা 6টা মধ্যে আস্থাভোট । তিনি বলেন, '' রাত 11টার দিকে যাওয়ার প্রশ্নই নেই ৷ শরীরের অবস্থা খুব একটা ভালো নয় কারও ৷'' মনে করা হচ্ছে, আজই ঠিক হতে পারে জোট সরকারের ভবিষ্যৎ ৷

গতকাল স্পিকার প্রথমে জানিয়েছিলেন, আস্থাভোটের জন্য রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করতেও তিনি রাজি । তবে কংগ্রেস ও JDS বিধায়করা দাবি করেন, আজ সুপ্রিম কোর্টে কর্নাটক মামলার শুনানির পরেই ভোটাভুটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক । পরে আস্থা ভোটের সময় নিয়ে সিদ্ধান্ত বদলান স্পিকার ।

BJP-র দাবি, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আস্থাভোটে দেরি করছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী নিজেই ৷ কর্নাটকের বিদ্রোহী বিধায়কদের সমন পাঠিয়েছেন স্পিকার । ক্ষমতাসীন জোট সরকারের অনুরোধ, এঁদের বহিষ্কার করা হোক । এদিকে কুমারস্বামী আবেদন জানিয়েছেন, বিদ্রোহী বিধায়করা ফিরে আসলে BJP-র চক্রান্ত ফাঁস করা সম্ভব হবে৷

কর্নাটকের একমাত্র BSP বিধায়ক জানিয়েছিলেন, হাইকম্যান্ডের নির্দেশে ভোটদানে বিরত থাকবেন তিনি । কিন্তু মায়াবতী তাঁর দলের বিধায়ককে কুমারস্বামীর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন ৷ তাই খানিকটা হলেও স্বস্তি মিলেছে তাঁর । এদিকে, কংগ্রেস নেতা শিবকুমার তাঁর দলের বিক্ষুব্ধ বিধায়কদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন, জোট সরকারকে সমর্থন না করলে তাঁদের সদস্যপদ বাতিল হবে । তাতে বিদ্রোহীদেরই ক্ষতি হবে ৷

224 সদস্যের বিধানসভায় 118 জন জোট সরকারের সদস্য । যদি 15 জন বিধায়ক যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের পদত্যাগপত্র যদি সুপ্রিম কোর্ট স্বীকার করে নেয় তাহলে সরকার এসে দাঁড়াবে 101 সদস্যতে । দুই নির্দল বিধায়কের সমর্থন পেলে BJP এসে দাঁড়াবে 107 সদস্যে, যা সরকার গঠনের ন্যূনতম সংখ্যা 105টি আসনের থেকে দুই বেশি । সবমিলিয়ে কন্নড়ভূমির ভাগ্য জানতে আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷

Hyderabad, July 22 (ANI): While speaking to ANI on Karnataka political crisis, National General Secretary of Bharatiya Janata Party (BJP) P Muralidhar Rao said, "Until Member of the Legislative Assembly (MLAs) return, they (Karnataka Government) get the majority the assembly will go on and this being done by the Speaker is unacceptable. Today a full stop should be put to all this and Governor should take a decision and save democracy."
Last Updated : Jul 23, 2019, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.