ETV Bharat / bharat

1 জুন থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খুলতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি কর্নাটকের মুখ্যমন্ত্রীর - লকডাউনে

লকডাউনের চতুর্থ দফায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে । তবে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে সেরকম কোনও ছাড় দেওয়া হয়নি । তাই কর্নাটকে 1 জুন থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ।

B S Yedurappa
বি এস ইয়েদুরাপ্পা
author img

By

Published : May 27, 2020, 3:01 PM IST

বেঙ্গালুরু, 27 মে : কর্নাটকে 1 জুন থেকে মন্দির, মসজিদ, গির্জা-সহ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খোলার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা । ইতিমধ্যে, এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি ।

ইয়েদুরাপ্পা আজ জানান, "ধর্মীয় প্রতিষ্ঠানগুলি পুনরায় খোলার আগে আমাদের অনেকের থেকে অনুমতি নিতে হবে । সুতরাং, এখন সবটাই অপেক্ষার বিষয় । যদি আমরা অনুমতি পাই তাহলে 1 জুন থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলা যাবে ।"

মার্চে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে জমায়েত এড়াতে দেশের সমস্ত প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে । লকডাউনের চতুর্থ দফায় গণপরিবহন, দোকান খোলার বিষয়ে ছাড় দেওয়া হয়েছে । কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনওরকম ছাড় দেওয়া হয়নি । তাই BJP শাসিত কর্নাটক এখনও পর্যন্ত লকডাউনের নিয়মের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনার আগে কেন্দ্রের অনুমতির অপেক্ষা করছে ।

কিছুদিন আগে রাষ্ট্রমন্ত্রী কোটা শ্রীনিবাস পূজারি জুন থেকে মন্দির খোলা হতে পারে বলে নিজে আশা ব্যক্ত করেছিলেন । তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, সামাজিক দূরত্ব ও পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । কিন্তু তারপরেও কর্নাটকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বন্ধ । তাই এই বিষয়ে আলোচনার জন্য আগামীকাল কর্নাটকে মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে ।

বেঙ্গালুরু, 27 মে : কর্নাটকে 1 জুন থেকে মন্দির, মসজিদ, গির্জা-সহ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খোলার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা । ইতিমধ্যে, এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি ।

ইয়েদুরাপ্পা আজ জানান, "ধর্মীয় প্রতিষ্ঠানগুলি পুনরায় খোলার আগে আমাদের অনেকের থেকে অনুমতি নিতে হবে । সুতরাং, এখন সবটাই অপেক্ষার বিষয় । যদি আমরা অনুমতি পাই তাহলে 1 জুন থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলা যাবে ।"

মার্চে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে জমায়েত এড়াতে দেশের সমস্ত প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে । লকডাউনের চতুর্থ দফায় গণপরিবহন, দোকান খোলার বিষয়ে ছাড় দেওয়া হয়েছে । কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনওরকম ছাড় দেওয়া হয়নি । তাই BJP শাসিত কর্নাটক এখনও পর্যন্ত লকডাউনের নিয়মের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনার আগে কেন্দ্রের অনুমতির অপেক্ষা করছে ।

কিছুদিন আগে রাষ্ট্রমন্ত্রী কোটা শ্রীনিবাস পূজারি জুন থেকে মন্দির খোলা হতে পারে বলে নিজে আশা ব্যক্ত করেছিলেন । তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, সামাজিক দূরত্ব ও পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । কিন্তু তারপরেও কর্নাটকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বন্ধ । তাই এই বিষয়ে আলোচনার জন্য আগামীকাল কর্নাটকে মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.