ETV Bharat / bharat

আজ কর্নাটক উপনির্বাচনের ফলাফল, ইয়েদুরাপ্পা সরকারের বড় পরীক্ষা

5 ডিসেম্বর কর্নাটকের 15টি আসনে উপনির্বাচন হয় ৷ অঙ্কের হিসাব বলছে BJP-কে সরকার টিকিয়ে রাখতে গেলে সাতটি আসন পেতেই হবে ৷

BS Yediyurappa
বিএস ইয়েদিউরুপ্পা
author img

By

Published : Dec 9, 2019, 10:20 AM IST

Updated : Dec 9, 2019, 10:48 AM IST

বেঙ্গালুরু, 9 ডিসেম্বর : শুরু হয়েছে কর্নাটকের বিধানসভা উপনির্বাচনের গণনা ৷ মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার চার মাস বয়সি BJP পরিচালিত সরকারের ভবিষ্যৎ নির্ধারিত হবে এই ফলাফলের মাধ্যমে ৷

5 ডিসেম্বর কর্নাটকের 15টি আসনে উপনির্বাচন হয় ৷ অঙ্কের হিসাব বলছে BJP-কে সরকার টিকিয়ে রাখতে গেলে সাতটি আসন পেতেই হবে ৷ চলতি বছরের জুলাই মাসে কর্নাটকের 15জন বিধায়ক পদত্যাগ করেন ৷ ভেঙে যায় কংগ্রেস-JDS জোট ৷ ক্ষমতায় আসে BJP ৷ 224 আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় BJP-র রয়েছে 105 টি আসন (নির্দল প্রার্থীর সমর্থন সহ 106) ৷ কংগ্রেসের রয়েছে 66 ও JDS-এর 34।


এই 15 টি আসনের মধ্যে 13 টিতে জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছে BJP । ইয়েদুরাপ্পার কথায়, "আমরা আমাদের মেয়াদ শেষ করব। আমাদের কাছ থেকেও মানুষের একই প্রত্যাশা রয়েছে।"

বেঙ্গালুরু, 9 ডিসেম্বর : শুরু হয়েছে কর্নাটকের বিধানসভা উপনির্বাচনের গণনা ৷ মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার চার মাস বয়সি BJP পরিচালিত সরকারের ভবিষ্যৎ নির্ধারিত হবে এই ফলাফলের মাধ্যমে ৷

5 ডিসেম্বর কর্নাটকের 15টি আসনে উপনির্বাচন হয় ৷ অঙ্কের হিসাব বলছে BJP-কে সরকার টিকিয়ে রাখতে গেলে সাতটি আসন পেতেই হবে ৷ চলতি বছরের জুলাই মাসে কর্নাটকের 15জন বিধায়ক পদত্যাগ করেন ৷ ভেঙে যায় কংগ্রেস-JDS জোট ৷ ক্ষমতায় আসে BJP ৷ 224 আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় BJP-র রয়েছে 105 টি আসন (নির্দল প্রার্থীর সমর্থন সহ 106) ৷ কংগ্রেসের রয়েছে 66 ও JDS-এর 34।


এই 15 টি আসনের মধ্যে 13 টিতে জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছে BJP । ইয়েদুরাপ্পার কথায়, "আমরা আমাদের মেয়াদ শেষ করব। আমাদের কাছ থেকেও মানুষের একই প্রত্যাশা রয়েছে।"

New Delhi, Dec 09 (ANI): Without having to consume alcohol or sugar, the brain can be trained to tackle stress by inculcating healthy habits, opined neuroscientist Dr Selena Bartlett. According to Bartlett, who has been mapping the way our brains react to stress for the last 25 years as a researcher, our brains often deal with stress and trauma through addictive behaviour such as the consumption of sugar and alcohol, reported Stuff.co.nz. The Queensland University of Technology researcher also said that the first step towards attaining a peaceful mind is to understand that you can 'train your brain' to handle stress efficiently. Adding that creating even the most basic healthy change takes time, she said: "Only when we start to become aware of our automatic, often unhealthy, responses to stress, then we can start to rewire them." Bartlett, further said that prolonged over-consumption of sugar acts on the amygdala, emotional part of the brain, in a way that makes the brain more reactive to stress. "We can train our brains to become more resilient by using the principles of neuroplasticity. We can also teach ourselves to take a healthy path to stress-management rather than relying on substances," she added, according to Stuff.co.nz.
Last Updated : Dec 9, 2019, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.