বেঙ্গালুরু, 21 জানুয়ারি : ফের বিতর্কিত মন্তব্য কর্নাটকের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তথা BJP নেতা এম পি রেণুকাচার্যর ৷ বললেন, মুসলিমদের নিজেদের জায়গায় পাঠিয়ে ছাড়ব ৷ গতকাল কর্নাটকে CAA-র সমর্থনে এক জনসভায় যোগ দিয়েছিলেন রেণুকাচার্য ৷ সেখানেই এই মন্তব্য করেন ৷ যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে ৷
CAA-র সমর্থনে গতকালের জনসভা থেকে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে বিভিন্ন ইশুতে আক্রমণ করেন রেণুকাচার্য ৷ তাঁর অভিযোগ, প্রার্থনা করার পরিবর্তে মসজিদ থেকে অস্ত্র সংগ্রহ করছে মুসলিমরা ৷ তাঁর কথায়, "কিছু বিশ্বাসঘাতক রয়েছে যারা মসজিদে বসে ফতোয়া জারি করছে ৷ তারা প্রার্থনার পরিবর্তে মসজিদ থেকে অস্ত্র সংগ্রহ করছে ৷ সেই কারণেই কি ওরা মসজিদ চাইছে ?"
মুসলিমদের জন্য বরাদ্দ টাকাও হিন্দুদের কাজে ব্যবহার করতে পিছপা হবেন না বলে সভা থেকে জানান রেণুকাচার্য ৷ বলেন, "আমার এলাকায় মুসলিমদের জন্য বরাদ্দকৃত অর্থ যাতে হিন্দুদের জন্য ব্যবহার করা যায়, তার ব্যবস্থা আমি করব ৷ আমি মুসলিমদের নিজেদের জায়গায় পাঠিয়ে ছাড়ব ৷ আমি দেখাব, রাজনীতি কী ৷"
প্রথম নয়, এর আগেও সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রেণুকাচার্য ৷ তাঁর দলেরই বিধায়ক সোমশেখর রেড্ডি আবার সরাসরি আক্রমণ করেছিলেন সংখ্যালঘুদের ৷ তাদের সতর্ক করে বলেছিলেন, "তোমরা 17 শতাংশ আর আমরা 80 শতাংশ ৷ আমরা যদি কিছু করি তাহলে তোমাদের অবস্থা কী হবে, বুঝতে পারছ ? তাই সাবধান ৷"