দিল্লি, 26 জুলাই : কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনার বীরত্বকে স্যালিউট জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বলেন, কার্গিল বিজয় দিবস ভারতের গর্ব, বীরত্ব, নেতৃত্বের প্রতীক । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ।
কার্গিলের যুদ্ধে প্রায় 500 ভারতীয় সেনা জওয়ান শহিদ হন । সেই থেকে প্রতি বছর কার্গিল বিজয় দিবস পালন করে ভারত । এবার তার 21তম বর্ষ । ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শহিদদের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা ।
কার্গিল যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে গর্বের প্রতীক বলে উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । অমিত শাহ টুইটারে লেখেন, "কার্গিল বিজয় দিবস ভারতের গর্ব, বীরত্ব এবং নেতৃত্বের প্রতীক । যে জওয়ানরা কার্গিল পাহাড়ে সাহসের সঙ্গে যুদ্ধ করেছেন এবং শত্রুপক্ষকে সেখান থেকে সরিয়েছেন তাঁদের আমি শ্রদ্ধা জানাই । সেখানে আবার ভারতের পতাকা উড়িয়েছিলেন তাঁরা । সেই নায়কদের জন্য দেশ গর্বিত । তাঁরা মাতৃভূমির সুরক্ষার জন্য নিজেদের উৎসর্গ করেছেন । "
-
करगिल विजय दिवस भारत के स्वाभिमान, अद्भुत पराक्रम और दृढ़ नेतृत्व का प्रतीक है। मैं उन शूरवीरों को नमन करता हूँ, जिन्होंने अपने अदम्य साहस से करगिल की दुर्गम पहाड़ियों से दुश्मन को खदेड़ कर वहाँ पुनः तिरंगा लहराया। मातृभूमि की रक्षा के लिए समर्पित भारत के वीरों पर देश को गर्व है। pic.twitter.com/mD9Ged8Pkz
— Amit Shah (@AmitShah) July 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">करगिल विजय दिवस भारत के स्वाभिमान, अद्भुत पराक्रम और दृढ़ नेतृत्व का प्रतीक है। मैं उन शूरवीरों को नमन करता हूँ, जिन्होंने अपने अदम्य साहस से करगिल की दुर्गम पहाड़ियों से दुश्मन को खदेड़ कर वहाँ पुनः तिरंगा लहराया। मातृभूमि की रक्षा के लिए समर्पित भारत के वीरों पर देश को गर्व है। pic.twitter.com/mD9Ged8Pkz
— Amit Shah (@AmitShah) July 26, 2020करगिल विजय दिवस भारत के स्वाभिमान, अद्भुत पराक्रम और दृढ़ नेतृत्व का प्रतीक है। मैं उन शूरवीरों को नमन करता हूँ, जिन्होंने अपने अदम्य साहस से करगिल की दुर्गम पहाड़ियों से दुश्मन को खदेड़ कर वहाँ पुनः तिरंगा लहराया। मातृभूमि की रक्षा के लिए समर्पित भारत के वीरों पर देश को गर्व है। pic.twitter.com/mD9Ged8Pkz
— Amit Shah (@AmitShah) July 26, 2020
রাজনাথ সিং বলেন, ভারতীয় সেনার সেই সব সাহসী জওয়ানকে আমি শ্রদ্ধা জানাই, যাঁরা সবথেকে কঠিন পরিস্থিতিতে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন । এই ইতিহাসের সাক্ষী থেকেছে বিশ্ব ।