ETV Bharat / bharat

করাচি একদিন ভারতের অংশ হবে, মন্তব্য় দেবেন্দ্র ফড়নবিশের - করাচি সুইটস

দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘‘আমরা সেই মানুষ যারা অখণ্ড ভারতে বিশ্বাস করে...আমরা বিশ্বাস করি করাচি একদিন ভারতের অংশ হবে ৷’’

karachi-will-be-a-part-of-india-says-devendra-fadnavis
করাচি ভারতের অংশ হবে, করাচি সুইটস বিতর্কে মন্তব্য় দেবেন্দ্র ফড়নবিশের
author img

By

Published : Nov 23, 2020, 1:26 PM IST

মুম্বই, 23 নভেম্বর : করাচি একদিন ভারতের অংশ হবে ৷ এই মন্তব্য় করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ গত শুক্রবার শিবসেনা নেতা নীতিন নন্দগাঁওকারের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ যেখানে "করাচি সুইটস"-এর নাম বদলে তার মারাঠি নাম রাখার নির্দেশ দিতে দেখা গিয়েছে তাঁকে ৷ সেই প্রসঙ্গেই দেবেন্দ্র ফড়নবিশকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা সেই মানুষ যারা অখণ্ড ভারতে বিশ্বাস করে... আমরা বিশ্বাস করি করাচি একদিন ভারতের অংশ হবে ৷’’

তবে শিবসেনা নীতিন নন্দগাঁওকারের মন্তব্য় সমর্থন করেনি ৷ কার্যত তাঁর এই মন্তব্য়ের থেকে শিবসেনা দূরত্ব বজায় রেখে চলছে ৷ এই নিয়ে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নন্দগাঁওকারের মন্তব্য়ের সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই ৷ পরে এই নিয়ে তিনি টুইটারে লেখেন, ‘‘গত 60 বছর ধরে করাচি সুইটস এবং করাচি বেকারি মুম্বইয়ে রয়েছে ৷ ওই প্রতিষ্ঠানটির সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই ৷ তাই তাদের নাম বদল করতে বলার কোনও মানেই হয় না ৷’’

এদিকে দেবেন্দ্র ফড়নবিশের মন্তব্য়ের প্রেক্ষিতে কিছুটা মজা করে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক বলেন, ‘‘দেবেন্দ্র ফড়নবিশ বলছেন, একটা সময় আসবে যেদিন করাচি ভারতের অংশ হবে... তবে আমরা মনে করি ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে এক করে দেওয়া হোক ৷ যদি বার্লিনের প্রাচীর ফেলে দেওয়া যেতে পারে, তবে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এক হতে পারবে না কেন ? BJP যদি এই মনে করে এই তিনটি দেশকে এক করে একটি দেশ তৈরি করবে তবে আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাব ৷’’

সোশাল মিডিয়ায় নীতিন নন্দগাঁওকারের ওই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে অনেকেই সমালোচনা করেছেন ৷ প্রায় এক মিনিটের ওই ভিডিয়োয় তাঁকে করাচি সুইটসের মালিককে বলতে শোনা যায়, তিনি করাচি নামটাকে ঘৃণা করেন ৷ পাকিস্তানের ওই শহরটি সন্ত্রাসবাদীদের কারখানা ৷ এরপর নন্দগাঁওকার দোকানের মালিককে পরামর্শ দেন, তিনি তাঁর পূর্বপুরুষদের নাম দোকানের ব্য়ানারে রাখতে পারেন ৷ নন্দগাঁওকার নিজে তাঁদের সম্মান জানাবেন ৷ এরপর বলেন, তিনি পাকিস্তান থেকে এসেছেন কিন্তু বর্তমানে এটাই তাঁর দেশ ৷ তাঁকে দোকানের নাম বদলাতেই হবে ৷

মুম্বই, 23 নভেম্বর : করাচি একদিন ভারতের অংশ হবে ৷ এই মন্তব্য় করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ গত শুক্রবার শিবসেনা নেতা নীতিন নন্দগাঁওকারের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ যেখানে "করাচি সুইটস"-এর নাম বদলে তার মারাঠি নাম রাখার নির্দেশ দিতে দেখা গিয়েছে তাঁকে ৷ সেই প্রসঙ্গেই দেবেন্দ্র ফড়নবিশকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা সেই মানুষ যারা অখণ্ড ভারতে বিশ্বাস করে... আমরা বিশ্বাস করি করাচি একদিন ভারতের অংশ হবে ৷’’

তবে শিবসেনা নীতিন নন্দগাঁওকারের মন্তব্য় সমর্থন করেনি ৷ কার্যত তাঁর এই মন্তব্য়ের থেকে শিবসেনা দূরত্ব বজায় রেখে চলছে ৷ এই নিয়ে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নন্দগাঁওকারের মন্তব্য়ের সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই ৷ পরে এই নিয়ে তিনি টুইটারে লেখেন, ‘‘গত 60 বছর ধরে করাচি সুইটস এবং করাচি বেকারি মুম্বইয়ে রয়েছে ৷ ওই প্রতিষ্ঠানটির সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই ৷ তাই তাদের নাম বদল করতে বলার কোনও মানেই হয় না ৷’’

এদিকে দেবেন্দ্র ফড়নবিশের মন্তব্য়ের প্রেক্ষিতে কিছুটা মজা করে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক বলেন, ‘‘দেবেন্দ্র ফড়নবিশ বলছেন, একটা সময় আসবে যেদিন করাচি ভারতের অংশ হবে... তবে আমরা মনে করি ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে এক করে দেওয়া হোক ৷ যদি বার্লিনের প্রাচীর ফেলে দেওয়া যেতে পারে, তবে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এক হতে পারবে না কেন ? BJP যদি এই মনে করে এই তিনটি দেশকে এক করে একটি দেশ তৈরি করবে তবে আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাব ৷’’

সোশাল মিডিয়ায় নীতিন নন্দগাঁওকারের ওই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে অনেকেই সমালোচনা করেছেন ৷ প্রায় এক মিনিটের ওই ভিডিয়োয় তাঁকে করাচি সুইটসের মালিককে বলতে শোনা যায়, তিনি করাচি নামটাকে ঘৃণা করেন ৷ পাকিস্তানের ওই শহরটি সন্ত্রাসবাদীদের কারখানা ৷ এরপর নন্দগাঁওকার দোকানের মালিককে পরামর্শ দেন, তিনি তাঁর পূর্বপুরুষদের নাম দোকানের ব্য়ানারে রাখতে পারেন ৷ নন্দগাঁওকার নিজে তাঁদের সম্মান জানাবেন ৷ এরপর বলেন, তিনি পাকিস্তান থেকে এসেছেন কিন্তু বর্তমানে এটাই তাঁর দেশ ৷ তাঁকে দোকানের নাম বদলাতেই হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.