ETV Bharat / bharat

ঢাকল বেকারির 'করাচি', টাঙানো হল জাতীয় পতাকা ! - karachi bakery

"আমরা মনেপ্রাণে ভারতীয়" বিবৃতি কর্তৃপক্ষের

করাচি বেকারি
author img

By

Published : Feb 24, 2019, 10:27 AM IST

বেঙ্গালুরু, ২৪ ফেব্রুয়ারি : নামের শুরুতে ছিল করাচি। জনতার চাপে করাচি বেকারি থেকে 'করাচি' শব্দটি ঢেকে দিল কর্তৃপক্ষ। ঘটনাটি বেঙ্গালুরু ইন্দিরানগরের। পরে সংস্থা বিবৃতি দেয়, "আমরা মনেপ্রাণে ভারতীয়।"

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। এরপর দেশজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়তে শুরু করে। ক্রিকেট থেকে ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণার দাবি ওঠে। সেই রেশ গিয়ে পড়ে বেঙ্গালুরুর করাচি বেকারির আউটলেটে।

গতকাল স্থানীয় কয়েকজন করাচি বেকারি বন্ধের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর আউটলেটের কর্মীরা স্থানীয়দের সঙ্গে কথা বলে। বেকারির সাইনবোর্ড থেকে করাচি শব্দটি ঢেকে দেয় কর্তৃপক্ষ। টাঙানো হয় ভারতের পতাকাও।

সংস্থার তরফে বলা হয়েছে, "আমাদের নামে করাচি আছে বলে অনেকে মনে করেন আমরা পাকিস্তান থেকে এসেছি। কিন্তু তা নয়। আমরা মনেপ্রাণে ভারতীয়। আমাদের মালিক হিন্দু। আমরা ৫৩ বছর ধরে করাচি নামটা ব্যবহার করে আসছি।"

বিস্কুট ও বেকারির বিভিন্ন সামগ্রি তৈরিতে বিখ্যাত এই করাচি বেকারি। ১৯৪৭ সালে দেশভাগের সময় খানচাঁদ রামনামি পাকিস্তান থেকে এদেশে আসেন। এরপর তিনি হায়দরাবাদে করাচি বেকারি তৈরি করেন। পরে ধীরে ধীরে তা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

undefined

বেঙ্গালুরু, ২৪ ফেব্রুয়ারি : নামের শুরুতে ছিল করাচি। জনতার চাপে করাচি বেকারি থেকে 'করাচি' শব্দটি ঢেকে দিল কর্তৃপক্ষ। ঘটনাটি বেঙ্গালুরু ইন্দিরানগরের। পরে সংস্থা বিবৃতি দেয়, "আমরা মনেপ্রাণে ভারতীয়।"

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। এরপর দেশজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়তে শুরু করে। ক্রিকেট থেকে ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে নিষিদ্ধ ঘোষণার দাবি ওঠে। সেই রেশ গিয়ে পড়ে বেঙ্গালুরুর করাচি বেকারির আউটলেটে।

গতকাল স্থানীয় কয়েকজন করাচি বেকারি বন্ধের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর আউটলেটের কর্মীরা স্থানীয়দের সঙ্গে কথা বলে। বেকারির সাইনবোর্ড থেকে করাচি শব্দটি ঢেকে দেয় কর্তৃপক্ষ। টাঙানো হয় ভারতের পতাকাও।

সংস্থার তরফে বলা হয়েছে, "আমাদের নামে করাচি আছে বলে অনেকে মনে করেন আমরা পাকিস্তান থেকে এসেছি। কিন্তু তা নয়। আমরা মনেপ্রাণে ভারতীয়। আমাদের মালিক হিন্দু। আমরা ৫৩ বছর ধরে করাচি নামটা ব্যবহার করে আসছি।"

বিস্কুট ও বেকারির বিভিন্ন সামগ্রি তৈরিতে বিখ্যাত এই করাচি বেকারি। ১৯৪৭ সালে দেশভাগের সময় খানচাঁদ রামনামি পাকিস্তান থেকে এদেশে আসেন। এরপর তিনি হায়দরাবাদে করাচি বেকারি তৈরি করেন। পরে ধীরে ধীরে তা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

undefined
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Pacaraima - 23 February 2019
1. Brazilian Federal Police officers pointing their guns and taking position at the border
2. Members of the Brazilian National Force in line at the border
3. A man throwing a stone at the Venezuelan National Guard on the other side of the border
4. Clashes and smoke at the border
5. People running up a hill where the Brazilian and Venezuelan flags are flying, and throwing objects at members of the Venezuelan National Guard
6. Protesters with stones in their hands
7. SOUNDBITE (Spanish) no name given, Venezuelan protester:
"(Venezuelan President Nicolas) Maduro says that in Venezuela there are not children dying, starving. Yes there are! Him, no (he is not hungry) because he is seated there in Miraflores (presidential palace) and we are here in the street working like burros (donkeys). Not him. He is the president of the Bolivarian Republic."
8. Fire near a Venezuelan army base and protesters throwing rocks at a home on the base
9. Protesters throwing objects against a building on the Venezuelan army base where there is a truck on fire
10. Protesters throwing a tear gas can and objects against the Venezuelan Bolivarian Guard as protesters are seen running back from the Venezuelan side over a hill in the background
11. People lined up on a hill at the border and smoke rising behind
STORYLINE:
Members of the Brazilian Federal Police and National Force (military police) arrived at the border with Venezuela on Saturday, forming a line on the Brazilian side in an attempt to control the situation, after clashes erupted between protesters and members of the Venezuelan National Guard.
There were no clashes between the Brazilian and Venezuelan security forces, but tensions were high.
Clashes erupted at the border between Brazil and Venezuela on Saturday, after a group of protesters threw projectiles at a Venezuelan army base.
In the Brazilian border city of Pacaraima thousands remained at the city's international border crossing with Venezuela to demand the entry of food and medicine as dusk fell.
Earlier in the day two trucks carrying humanitarian aid were stuck at the crossing, blocked by the Venezuelan National Guard.
Later in the afternoon after a failed attempt to enter into Venezuela, the trucks with aid returned to Pacaraima, after which the protests erupted.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.