ETV Bharat / bharat

শ্লীলতাহানির মামলা তুলতে নারাজ, জামিনে মুক্তি পেয়ে পিটিয়ে খুন নিগৃহীতার মা'কে - কানপুর

জামিনে ছাড়া পেয়ে নিগৃহীতার মাকে পিটিয়ে খুন করল অভিযুক্তরা । 2018 সালে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন তাঁর মা ।

representational Image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 18, 2020, 12:21 PM IST

Updated : Jan 18, 2020, 12:28 PM IST

কানপুর, 18 জানুয়ারি : নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির দায়ে মামলা করেছিলেন মহিলা ৷ শারীরিক নিগ্রহের সেই অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়া হয়েছিল অভিযুক্তদের তরফে ৷ শোনেননি তিনি ৷ জামিনে ছাড়া পেয়েই নিগৃহীতার মাকে পিটিয়ে খুন করল অভিযুক্তরা ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন নিগৃহীতার অপর এক আত্মীয়াও ৷

2018 সালের ঘটনা ৷ 13 বছরের কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ ছিল ছয় জনের বিরুদ্ধে ৷ আবিদ, মিন্টু, মেহবুব, চাঁদ বাবু, জামিল ও ফিরোজ়কে গ্রেপ্তার করা হয় ৷

বৃহস্পতিবার নাবালিকার বাড়িতে এসে পুরনো মামলা তুলে নিতে হুমকি দেয় অভিযুক্তরা ৷ তারপরই এই ঘটনা ।

কানপুর, 18 জানুয়ারি : নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির দায়ে মামলা করেছিলেন মহিলা ৷ শারীরিক নিগ্রহের সেই অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়া হয়েছিল অভিযুক্তদের তরফে ৷ শোনেননি তিনি ৷ জামিনে ছাড়া পেয়েই নিগৃহীতার মাকে পিটিয়ে খুন করল অভিযুক্তরা ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন নিগৃহীতার অপর এক আত্মীয়াও ৷

2018 সালের ঘটনা ৷ 13 বছরের কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ ছিল ছয় জনের বিরুদ্ধে ৷ আবিদ, মিন্টু, মেহবুব, চাঁদ বাবু, জামিল ও ফিরোজ়কে গ্রেপ্তার করা হয় ৷

বৃহস্পতিবার নাবালিকার বাড়িতে এসে পুরনো মামলা তুলে নিতে হুমকি দেয় অভিযুক্তরা ৷ তারপরই এই ঘটনা ।

Jaisalmer (Rajasthan), Jan 18 (ANI): The Border Security Force (BSF) began its annual 'Sard Hawa' operation in Rajasthan's Jaisalmer on January 16. The main objective of this operation is to keep a hawk's eye on border. Jawans patrol the border area with their advanced weapons. Under 'Sard Hawa' operation, patrolling and force strength is generally increased as the possibility of cross-border infiltration rises due to dense fog in Jaisalmer during the time of Republic Day. The operation will continue till January 29.

Last Updated : Jan 18, 2020, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.