দিল্লি, 19 নভেম্বর : সংসদ শুরুর আগেই ছবিটা স্পষ্ট হয়ে গেছিল । প্রথম দিনই সরকার পক্ষের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছিল তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধীরা । সেই ধারা বজায় থাকল দ্বিতীয় দিনেও । প্রথম দিন চিটফান্ড ইশুতে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আক্রমণ করেছিল BJP-র দুই সাংসদ । সেই ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই এবার দূষণ নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদরা ।
গতকাল, অধ্যক্ষের চেয়ারে বসে তৃণমূলের কাকলি ঘোষদস্তিদার বক্তব্য পেশ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়কে । বেশ কিছুটা সময় স্পিকারের চেয়ারে বসে লকেটের আক্রমণ শুনতে হয়েছিল তাঁকে । আর আজ সরকারকে আক্রমণ করার ক্ষেত্রে কার্যত নেতৃত্বের ভূমিকায় দেখা গেল সেই কাকলিকে । আজ দিল্লিতে বায়ু দূষণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূল সাংসদরা ।
তিনবারের সাংসদ কাকলি আজ তাঁর ভাষণে দাবি করেন, বিশ্বের সব থেকে 'দূষিত' দশটি শহরের মধ্যে 9টি ভারতের । এই তথ্য তুলে তাঁর মন্তব্য, "দিল্লির পরিবেশ অত্যন্ত দূষিত । বায়ু দূষণের জেরে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে ।" এরপরই নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, ''স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদি । কিন্তু, স্বচ্ছ হাওয়া মিশন চালু করা উচিত । দিল্লিতে আমরা শুদ্ধ-ভালো হাওয়া নিতে পারি না ।'' প্রতীকী প্রতিবাদ হিসেবে আজ সংসদে ঢোকার সময় মুখে মাস্ক পরে আসেন কাকলি । এমনকি, লোকসভায় বক্তব্য পেশ করার সময়ও মাস্ক পরে ছিলেন কাকলি ।
আজ লোকসভায় কংগ্রেস সদস্য মণীশ তেওয়ারি বা সরকার পক্ষের তরফে পিনাকী মিশ্রও দিল্লির দূষণ নিয়ে মুখ খোলেন । পরিস্থিতি যে ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সেই আশঙ্কার কথা তুলে ধরেন তাঁরা ।