ETV Bharat / bharat

পৌরকর্মীদের মারধরের অভিযোগে গ্রেপ্তার কৈলাস বিজয়বর্গীয়র ছেলে - madhyapradesh

পৌরকর্মীদের ব্যাট নিয়ে তাড়া করা ও আঘাত করার অভিযোগে গ্রেপ্তার করা হল BJP বিধায়ক তথা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশের বিরুদ্ধে ।

ব্যাট দিয়ে পৌরকর্মীদের মার বিজয়বর্গীয়র ছেলের
author img

By

Published : Jun 26, 2019, 4:37 PM IST

Updated : Jun 26, 2019, 7:38 PM IST

ইন্দওর, 26 জুন : গ্রেপ্তার হলেন ইন্দওরের BJP বিধায়ক তথা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় । তাঁর বিরুদ্ধে পৌরকর্মীদের ব্যাট নিয়ে তাড়া করা ও আঘাত করার অভিযোগ উঠেছে । তাঁকে আদালতে তোলা হলে14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

দেখুন ভিডিয়ো

আজ ইন্দওরের একটি এলাকায় জবরদখল তুলতে গেছিলেন পৌরকর্মীরা । অভিযোগ, তখন পৌরকর্মীদের উপর চড়াও হন আকাশ । সাংবাদিকদের সামনেই ক্রিকেট ব্যাট নিয়ে পৌরকর্মীদের মারধর করেন আকাশ । পৌরকর্মীদের নিগ্রহ করেন আকাশের কয়েকজন সঙ্গী । তাঁরা BJP-র কর্মী সমর্থকরা বলে স্থানীয়দের দাবি ।

পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও মারা হয় বলে অভিযোগ । পৌরকর্মীদের দশ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য আকাশকে হুমকি দিতে শোনা যায় ।মারধরের ভিডিয়োটি সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে যায় ।

এদিকে আকাশের হয়ে সাফাই দেন মধ্যপ্রেদশের BJP নেতা হিতেশ বাজপেয়ী । সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, উচ্ছেদ করতে এসে ওইসব পৌরকর্মীরা ঘুষ চেয়েছিলেন । তিনি সাংবাদিকদের বলেন, "পৌরকর্মীদের মারধরের জন্য আপনারা আকাশকে জেলে পুরতে পারেন । কিন্তু ওইসব ঘুষখোর পৌরকর্মীদের কী হবে ?"

ইন্দওর, 26 জুন : গ্রেপ্তার হলেন ইন্দওরের BJP বিধায়ক তথা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় । তাঁর বিরুদ্ধে পৌরকর্মীদের ব্যাট নিয়ে তাড়া করা ও আঘাত করার অভিযোগ উঠেছে । তাঁকে আদালতে তোলা হলে14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

দেখুন ভিডিয়ো

আজ ইন্দওরের একটি এলাকায় জবরদখল তুলতে গেছিলেন পৌরকর্মীরা । অভিযোগ, তখন পৌরকর্মীদের উপর চড়াও হন আকাশ । সাংবাদিকদের সামনেই ক্রিকেট ব্যাট নিয়ে পৌরকর্মীদের মারধর করেন আকাশ । পৌরকর্মীদের নিগ্রহ করেন আকাশের কয়েকজন সঙ্গী । তাঁরা BJP-র কর্মী সমর্থকরা বলে স্থানীয়দের দাবি ।

পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও মারা হয় বলে অভিযোগ । পৌরকর্মীদের দশ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য আকাশকে হুমকি দিতে শোনা যায় ।মারধরের ভিডিয়োটি সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে যায় ।

এদিকে আকাশের হয়ে সাফাই দেন মধ্যপ্রেদশের BJP নেতা হিতেশ বাজপেয়ী । সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, উচ্ছেদ করতে এসে ওইসব পৌরকর্মীরা ঘুষ চেয়েছিলেন । তিনি সাংবাদিকদের বলেন, "পৌরকর্মীদের মারধরের জন্য আপনারা আকাশকে জেলে পুরতে পারেন । কিন্তু ওইসব ঘুষখোর পৌরকর্মীদের কী হবে ?"

Mumbai, Jun 26 (ANI): Bollywood singer Tulsi Kumar has lent her melodious voice for Shahid Kapoor and Kiara Advani starrer 'Kabir Singh' song 'Tera Ban Jaunga'. Kumar is getting all the praise for her work and garnered positive response. This is the first - time ever Tulsi Kumar and Akhil Sachdeva sang a song together and their chemistry is liked by the fans. In an exclusive interview, Tulsi Kumar said, "I am on top of the world. It is amazing that everyone liked the song I am getting positive response from those too who rarely appreciates me. The best compliment I got is that people like my chemistry with Akhil and want to hear us more."
Last Updated : Jun 26, 2019, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.