ইন্দওর, 26 জুন : গ্রেপ্তার হলেন ইন্দওরের BJP বিধায়ক তথা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় । তাঁর বিরুদ্ধে পৌরকর্মীদের ব্যাট নিয়ে তাড়া করা ও আঘাত করার অভিযোগ উঠেছে । তাঁকে আদালতে তোলা হলে14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।
আজ ইন্দওরের একটি এলাকায় জবরদখল তুলতে গেছিলেন পৌরকর্মীরা । অভিযোগ, তখন পৌরকর্মীদের উপর চড়াও হন আকাশ । সাংবাদিকদের সামনেই ক্রিকেট ব্যাট নিয়ে পৌরকর্মীদের মারধর করেন আকাশ । পৌরকর্মীদের নিগ্রহ করেন আকাশের কয়েকজন সঙ্গী । তাঁরা BJP-র কর্মী সমর্থকরা বলে স্থানীয়দের দাবি ।
পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও মারা হয় বলে অভিযোগ । পৌরকর্মীদের দশ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য আকাশকে হুমকি দিতে শোনা যায় ।মারধরের ভিডিয়োটি সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে যায় ।
এদিকে আকাশের হয়ে সাফাই দেন মধ্যপ্রেদশের BJP নেতা হিতেশ বাজপেয়ী । সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, উচ্ছেদ করতে এসে ওইসব পৌরকর্মীরা ঘুষ চেয়েছিলেন । তিনি সাংবাদিকদের বলেন, "পৌরকর্মীদের মারধরের জন্য আপনারা আকাশকে জেলে পুরতে পারেন । কিন্তু ওইসব ঘুষখোর পৌরকর্মীদের কী হবে ?"