ETV Bharat / bharat

কেন NRC, প্রশ্ন নীতীশের

author img

By

Published : Dec 20, 2019, 9:25 PM IST

আজ NRC ও নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিহারের মুখ্যমন্ত্রী বললেন, "কেন NRC ? "

NRC
নীতীশ কুমার

দিল্লি, 20 ডিসেম্বর : বিহারে জাতীয় নাগরিকপঞ্জি (NRC) হতে না দেওয়ার ইঙ্গিত দিলেন নীতীশ কুমার ৷ দেশজুড়ে NRC ও নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদের মুখে নীতীশ কুমারের এই ইঙ্গিত তাঁদের জোটসঙ্গী BJP-কে আরও চাপে ফেলল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আজ NRC ও নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিহারের মুখ্যমন্ত্রী বললেন, "কেন NRC ? " এই মন্তব্যেই NRC প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিলেন নীতীশ কুমার ৷

ইতিপূর্বে NRC প্রসঙ্গে জনতা দল (সংযুক্ত) কী ভাবছে সেই বিষয়ে মুখ খুলেছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও JD(U) নেতা প্রশান্ত কিশোর ৷ 14 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রশান্ত কিশোর সাংবাদিকদের জানিয়েছিলেন, "নীতীশ কুমার আশ্বস্ত করেছেন বিহারে NRC হবে না ৷" আজ এই "কেন NRC ?" প্রশ্নে কার্যত প্রশান্ত কিশোরের সেই মন্তব্যকেই সিলমোহর দিলেন নীতীশ ৷

আরও পড়ুন : উত্তপ্ত দিল্লি, গাড়িতে আগুন ; জলকামান পুলিশের

প্রশান্ত কিশোর জানিয়েছেন, "নীতীশ কুমার প্রথমে জাতীয় নাগরিকপঞ্জির সমর্থন করেছিলেন ৷ কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে নতুন আইনের (নাগরিকত্ব সংশোধনী আইন, 2019) সঙ্গে মিশে জাতীয় নাগরিকপঞ্জি সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হতে পারে ৷ " এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন তোলপাড় দেশের বিভিন্ন প্রান্ত, পড়ুয়াদের উপর পুলিশি হামলা নিয়ে যখন BJP-র দিকে প্রশ্ন তুলছে বিভিন্ন নাগরিকমঞ্চ, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে জোটসঙ্গীর থেকে এই ইঙ্গিত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

দিল্লি, 20 ডিসেম্বর : বিহারে জাতীয় নাগরিকপঞ্জি (NRC) হতে না দেওয়ার ইঙ্গিত দিলেন নীতীশ কুমার ৷ দেশজুড়ে NRC ও নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদের মুখে নীতীশ কুমারের এই ইঙ্গিত তাঁদের জোটসঙ্গী BJP-কে আরও চাপে ফেলল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

আজ NRC ও নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিহারের মুখ্যমন্ত্রী বললেন, "কেন NRC ? " এই মন্তব্যেই NRC প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিলেন নীতীশ কুমার ৷

ইতিপূর্বে NRC প্রসঙ্গে জনতা দল (সংযুক্ত) কী ভাবছে সেই বিষয়ে মুখ খুলেছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও JD(U) নেতা প্রশান্ত কিশোর ৷ 14 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রশান্ত কিশোর সাংবাদিকদের জানিয়েছিলেন, "নীতীশ কুমার আশ্বস্ত করেছেন বিহারে NRC হবে না ৷" আজ এই "কেন NRC ?" প্রশ্নে কার্যত প্রশান্ত কিশোরের সেই মন্তব্যকেই সিলমোহর দিলেন নীতীশ ৷

আরও পড়ুন : উত্তপ্ত দিল্লি, গাড়িতে আগুন ; জলকামান পুলিশের

প্রশান্ত কিশোর জানিয়েছেন, "নীতীশ কুমার প্রথমে জাতীয় নাগরিকপঞ্জির সমর্থন করেছিলেন ৷ কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে নতুন আইনের (নাগরিকত্ব সংশোধনী আইন, 2019) সঙ্গে মিশে জাতীয় নাগরিকপঞ্জি সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হতে পারে ৷ " এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন তোলপাড় দেশের বিভিন্ন প্রান্ত, পড়ুয়াদের উপর পুলিশি হামলা নিয়ে যখন BJP-র দিকে প্রশ্ন তুলছে বিভিন্ন নাগরিকমঞ্চ, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে জোটসঙ্গীর থেকে এই ইঙ্গিত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Bulandshahr (UP), Dec 20 (ANI): Protestors and police personnel pelted stones at each other during demonstration against Citizenship Amendment Act and National Register of Citizens (NRC) in Uttar Pradesh's Bulandshahr. One vehicle was also vandalized during the protest. Nation-wide protests have been intensified after the implementation of new Citizenship Act.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.