ETV Bharat / bharat

2021-এর মধ্যেই দেশীয় রকেটে মহাকাশচারী পাঠাবে ISRO - Lander Vikram

2021 সালের মধ্যেই দেশীয় রকেটে করে মহাকাশে পাঠানো হবে এক ভারতীয়কে ৷ আজ একথা বলেন ISRO-র চেয়ারম্যান কে সিভান ৷

কে সিভান
author img

By

Published : Sep 21, 2019, 9:31 PM IST

Updated : Sep 21, 2019, 9:59 PM IST

ভুবনেশ্বর, 21 সেপ্টেম্বর : 2021 সালের মধ্যেই দেশীয় রকেটে চেপে মহাকাশে পাঠানো হবে ভারতীয় মহাকাশচারীকে ৷ আর সেই মিশন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আজ IIT ভুবনেশ্বরের সমাবর্তন অনুষ্ঠানে এসে একথা বলেন ISRO-র চেয়ারম্যান কে সিভান ৷

বিশ্বের প্রথম দেশে হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করেছিল চন্দ্রযান-2 এর ল্যান্ডার বিক্রম ৷ কিন্তু, চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.1 কিলোমিটার আগেই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ISRO-র ৷ তবে তাতেও মিশনের লক্ষ্যমাত্রার 98 শতাংশ পূরণ হয়েছে বলে জানান ISRO-র চেয়ারম্যান ৷ ভুবনেশ্বর বিমানবন্দরে তিনি বলেন, "দুটো কারণে আমরা বলছি 98শতাংশ সাফল্য লাভ করেছে চন্দ্রযান 2 ৷ এক হল বিজ্ঞান ও দ্বিতীয়ত প্রযুক্তিগত ব্যাখ্যা ৷ প্রযুক্তিগত ব্যাখ্যার ক্ষেত্রে সাফল্যের হার প্রায় পুরো ৷"

এই সংক্রান্ত আরও খবর : অন্ধকারে বিক্রম, আশার আলো গগনযানে

তবে আপাতত গগনযানকেই পাখির চোখ করা হচ্ছে বলে জানান তিনি ৷ সমাবর্তন অনুষ্ঠানে সিভান বলেন, "গগনযান কেন কার্যকরী তা নিয়ে প্রশ্ন রয়েছে ? গগনযান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তা দেশের বিজ্ঞান ও প্রযুক্তিগত শক্তি বাড়াবে ৷ 2020 সালের ডিসেম্বরের মধ্যে আমরা মানববিহীন প্রথম হিউম্যান স্পেস প্লেন পেতে চলেছি ৷ 2021 সালের জুলাইয়ের মধ্যে দ্বিতীয় মানববিহীন হিউম্যান স্পেস প্লেন পাঠানোর লক্ষ্যমাত্রা নিচ্ছি আমরা ৷ আর 2021 সালের ডিসেম্বরের মধ্যে রকেটে করে প্রথম ভারতীয়কে মহাকাশে পাঠানোর চেষ্টা করছি ৷ এটা আমাদের লক্ষ্য ৷ ISRO-র সবাই এটা নিয়েই কাজ করছেন ৷"

এই সংক্রান্ত আরও খবর : মহাকাশে ৭ দিন কাটাবে ৩ ভারতীয়, ১০ হাজার কোটি বরাদ্দ

ভুবনেশ্বর, 21 সেপ্টেম্বর : 2021 সালের মধ্যেই দেশীয় রকেটে চেপে মহাকাশে পাঠানো হবে ভারতীয় মহাকাশচারীকে ৷ আর সেই মিশন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আজ IIT ভুবনেশ্বরের সমাবর্তন অনুষ্ঠানে এসে একথা বলেন ISRO-র চেয়ারম্যান কে সিভান ৷

বিশ্বের প্রথম দেশে হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করেছিল চন্দ্রযান-2 এর ল্যান্ডার বিক্রম ৷ কিন্তু, চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.1 কিলোমিটার আগেই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ISRO-র ৷ তবে তাতেও মিশনের লক্ষ্যমাত্রার 98 শতাংশ পূরণ হয়েছে বলে জানান ISRO-র চেয়ারম্যান ৷ ভুবনেশ্বর বিমানবন্দরে তিনি বলেন, "দুটো কারণে আমরা বলছি 98শতাংশ সাফল্য লাভ করেছে চন্দ্রযান 2 ৷ এক হল বিজ্ঞান ও দ্বিতীয়ত প্রযুক্তিগত ব্যাখ্যা ৷ প্রযুক্তিগত ব্যাখ্যার ক্ষেত্রে সাফল্যের হার প্রায় পুরো ৷"

এই সংক্রান্ত আরও খবর : অন্ধকারে বিক্রম, আশার আলো গগনযানে

তবে আপাতত গগনযানকেই পাখির চোখ করা হচ্ছে বলে জানান তিনি ৷ সমাবর্তন অনুষ্ঠানে সিভান বলেন, "গগনযান কেন কার্যকরী তা নিয়ে প্রশ্ন রয়েছে ? গগনযান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তা দেশের বিজ্ঞান ও প্রযুক্তিগত শক্তি বাড়াবে ৷ 2020 সালের ডিসেম্বরের মধ্যে আমরা মানববিহীন প্রথম হিউম্যান স্পেস প্লেন পেতে চলেছি ৷ 2021 সালের জুলাইয়ের মধ্যে দ্বিতীয় মানববিহীন হিউম্যান স্পেস প্লেন পাঠানোর লক্ষ্যমাত্রা নিচ্ছি আমরা ৷ আর 2021 সালের ডিসেম্বরের মধ্যে রকেটে করে প্রথম ভারতীয়কে মহাকাশে পাঠানোর চেষ্টা করছি ৷ এটা আমাদের লক্ষ্য ৷ ISRO-র সবাই এটা নিয়েই কাজ করছেন ৷"

এই সংক্রান্ত আরও খবর : মহাকাশে ৭ দিন কাটাবে ৩ ভারতীয়, ১০ হাজার কোটি বরাদ্দ

AP Video Delivery Log - 1400 GMT News
Saturday, 21 September, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1350: Hong Kong Sit In AP Clients Only 4231088
Sit-in at Yoho Mall next to Yuen Long Station
AP-APTN-1349: Iraq Aftermath 2 AP Clients Only 4231087
Families collect the bodies of bomb blast
AP-APTN-1244: Turkey Erdogan AP Clients Only 4231082
Erdogan frustrated with US support of Kurds
AP-APTN-1240: China Solomon Islands AP Clients Only 4231081
Solomon Islands and China form ties
AP-APTN-1222: Iraq Military Operation AP Clients Only 4231080
Military operation to destroy IS hideouts
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
Last Updated : Sep 21, 2019, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.