ETV Bharat / bharat

ওঁর বাবা বেঁচে থাকলে প্রধানমন্ত্রী হতেন, জ্যোতিরাদিত্যর ইস্তফা প্রসঙ্গে মন্তব্য নটবরের - Natwar Singh slams Jyotiraditya Scindia

মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ইস্তফায় আশ্চর্য নন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা কংগ্রেস নেতা নটবর সিং । তিনি আরও বলেন, "আজ তাঁর বাবা মাধবরাও সিন্ধিয়া যদি জীবিত থাকতেন তবে তিনি প্রধানমন্ত্রী হতেন ।"

Natwar Singh
Natwar Singh
author img

By

Published : Mar 10, 2020, 2:46 PM IST

দিল্লি, 10 মার্চ : মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ইস্তফায় আশ্চর্য নন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা কংগ্রেস নেতা নটবর সিং । আজ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একথা জানান তিনি ৷ পাশাপাশি জ্যোতিরাদিত্যর রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনার কথাও তিনি বলেন । জ্যোতিরাদিত্যর বাবা বেঁচে থাকলে প্রধানমন্ত্রী হতেন বলেও কটাক্ষ করেন নটবর সিং ।

চাপানউতর চলছিলই । কংগ্রেস ছেড়ে BJP-এ যোগ দেবেন কি জ্যোতিরাদিত্য, এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে । সকালের বৈঠকে অবশেষে আজ সেই জল্পনার শেষ হয় । প্রধানমন্ত্রীর বাসভবনে যান জ্যোতিরাদিত্য । অমিত শাহ এবং নরেন্দ্র মোদির সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক । একই গাড়িতে বের হন শাহ-জ্যোতিরাদিত্য । তারপরই ইস্তফা দেন জ্যোতিরাদিত্য । দলের অন্তবর্তী সভানেত্রীর কাছে ইস্তফাপত্র পাঠান । 18 বছর কংগ্রেসের সঙ্গে ছিলেন, এবার সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে বলে ইস্তফাপত্রে লেখেন তিনি ।

  • Former Foreign Minister Natwar Singh: I am not surprised that Jyotiraditya Scindia resigned from Congress & will join BJP. I feel he will be sent to Rajya Sabha & inducted into Union Cabinet. His father Madhavrao Scindia would have been Prime Minister if he had lived. pic.twitter.com/bct71NVMDC

    — ANI (@ANI) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জ্যোতিরাদিত্যর ইস্তফাপত্রের পর চাপ বেড়েছে কংগ্রেসের অন্দরমহলে । কমল নাথের সরকার পড়ে যাবে বলে ভাবছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । কর্নাটকের মতো মধ্যপ্রদেশেও কি একই পরিকল্পনায় পদক্ষেপ করছে BJP, সে নিয়েও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টিতে মতপ্রকাশ করছেন একাধিক কংগ্রেস নেতা । বক্তব্য রেখেছেন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা কংগ্রেস নেতা নটবর সিংও । তিনি বলেন, "আমি অবাক নই যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি BJP-এ যোগ দেবেন । আমার মনে হয় তাঁকে রাজ্যসভার সদস্য করেও পাঠানো হবে । মন্ত্রিসভায়ও নিয়ে আসা হতে পারে । আজ তাঁর বাবা মাধবরাও সিন্ধিয়া যদি জীবিত থাকতেন তবে তিনি প্রধানমন্ত্রী হতেন ।"

ইস্তফা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

দিল্লি, 10 মার্চ : মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ইস্তফায় আশ্চর্য নন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা কংগ্রেস নেতা নটবর সিং । আজ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একথা জানান তিনি ৷ পাশাপাশি জ্যোতিরাদিত্যর রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনার কথাও তিনি বলেন । জ্যোতিরাদিত্যর বাবা বেঁচে থাকলে প্রধানমন্ত্রী হতেন বলেও কটাক্ষ করেন নটবর সিং ।

চাপানউতর চলছিলই । কংগ্রেস ছেড়ে BJP-এ যোগ দেবেন কি জ্যোতিরাদিত্য, এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে । সকালের বৈঠকে অবশেষে আজ সেই জল্পনার শেষ হয় । প্রধানমন্ত্রীর বাসভবনে যান জ্যোতিরাদিত্য । অমিত শাহ এবং নরেন্দ্র মোদির সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক । একই গাড়িতে বের হন শাহ-জ্যোতিরাদিত্য । তারপরই ইস্তফা দেন জ্যোতিরাদিত্য । দলের অন্তবর্তী সভানেত্রীর কাছে ইস্তফাপত্র পাঠান । 18 বছর কংগ্রেসের সঙ্গে ছিলেন, এবার সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে বলে ইস্তফাপত্রে লেখেন তিনি ।

  • Former Foreign Minister Natwar Singh: I am not surprised that Jyotiraditya Scindia resigned from Congress & will join BJP. I feel he will be sent to Rajya Sabha & inducted into Union Cabinet. His father Madhavrao Scindia would have been Prime Minister if he had lived. pic.twitter.com/bct71NVMDC

    — ANI (@ANI) March 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জ্যোতিরাদিত্যর ইস্তফাপত্রের পর চাপ বেড়েছে কংগ্রেসের অন্দরমহলে । কমল নাথের সরকার পড়ে যাবে বলে ভাবছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । কর্নাটকের মতো মধ্যপ্রদেশেও কি একই পরিকল্পনায় পদক্ষেপ করছে BJP, সে নিয়েও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টিতে মতপ্রকাশ করছেন একাধিক কংগ্রেস নেতা । বক্তব্য রেখেছেন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা কংগ্রেস নেতা নটবর সিংও । তিনি বলেন, "আমি অবাক নই যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি BJP-এ যোগ দেবেন । আমার মনে হয় তাঁকে রাজ্যসভার সদস্য করেও পাঠানো হবে । মন্ত্রিসভায়ও নিয়ে আসা হতে পারে । আজ তাঁর বাবা মাধবরাও সিন্ধিয়া যদি জীবিত থাকতেন তবে তিনি প্রধানমন্ত্রী হতেন ।"

ইস্তফা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.