ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন এসএ বোবদে - সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি হিসেবে বোবদে শপথ নিতে চলেছেন আগামী 18 নভেম্বর

গগৈয়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বোবদে
author img

By

Published : Oct 29, 2019, 10:51 AM IST

Updated : Oct 29, 2019, 12:53 PM IST

দিল্লি, 29 অক্টোবর : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন এসএ বোবদে । 18 নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি । সম্প্রতি উত্তরসূরি হিসেবে এসএ বোবদের নাম সুপারিশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তাঁর পর সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি হলেন বোবদে ৷

17 নভেম্বর অবসর নিচ্ছেন রঞ্জন গগৈ ৷ তার আগে প্রথামতো কেন্দ্রের কাছে উত্তরসূরি হিসেবে বোবদের নাম সুপারিশ করেন প্রধান বিচারপতি ৷ মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন বোবদে ৷ 2021 সালের 23 এপ্রিল তিনি অবসর নেবেন ৷

1956 সালের 24 এপ্রিল নাগপুরে জন্ম বোবদের ৷ নাগপুর বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক ও LLB ডিগ্রি লাভ করেন ৷ 1978 সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে নিযুক্ত হন ৷ 1998 সালে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হন ৷ 2000 সালের 29 মার্চ অতিরিক্ত বিচারক হিসেবে মুম্বই হাইকোর্টে যোগ দেন তিনি ৷ 2012 সালে মধ্যপ্রদেশে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ পরের বছর 12 এপ্রিল তাঁকে সুপ্রিম কোর্টে উন্নীত করা হয় ৷

দিল্লি, 29 অক্টোবর : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন এসএ বোবদে । 18 নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি । সম্প্রতি উত্তরসূরি হিসেবে এসএ বোবদের নাম সুপারিশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তাঁর পর সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি হলেন বোবদে ৷

17 নভেম্বর অবসর নিচ্ছেন রঞ্জন গগৈ ৷ তার আগে প্রথামতো কেন্দ্রের কাছে উত্তরসূরি হিসেবে বোবদের নাম সুপারিশ করেন প্রধান বিচারপতি ৷ মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন বোবদে ৷ 2021 সালের 23 এপ্রিল তিনি অবসর নেবেন ৷

1956 সালের 24 এপ্রিল নাগপুরে জন্ম বোবদের ৷ নাগপুর বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক ও LLB ডিগ্রি লাভ করেন ৷ 1978 সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে নিযুক্ত হন ৷ 1998 সালে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হন ৷ 2000 সালের 29 মার্চ অতিরিক্ত বিচারক হিসেবে মুম্বই হাইকোর্টে যোগ দেন তিনি ৷ 2012 সালে মধ্যপ্রদেশে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ পরের বছর 12 এপ্রিল তাঁকে সুপ্রিম কোর্টে উন্নীত করা হয় ৷

New Delhi, Oct 29 (ANI): A delegation of European Union (EU) parliamentarians will soon leave for visiting Jammu and Kashmir from the national capital on October 29. The delegation of 27 EU MPs is scheduled to visit Kashmir today. The visit comes on the heels of a US Congressional meeting in Washington, where a group of lawmakers expressed concern about the situation in JandK following the Centre's move to end the state's special granted under the Constitution and bifurcate it into two union territories. Their visit will give them a clear view of the development and governance priorities of the JandK region. This is the first visit by an international group in Jammu and Kashmir since the Centre's move.
Last Updated : Oct 29, 2019, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.