ETV Bharat / bharat

প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন এস এ বোবদে - S A Bobde to take oath Today

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন এস এ বোবদে ৷ তিনি 18 মাস প্রধান বিচারপতি হিসেবে কাজ করবেন । 2021-এর 23 এপ্রিল তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে ।

ফাইল ফোটো
author img

By

Published : Nov 18, 2019, 8:30 AM IST

দিল্লি, 18 নভেম্বর : ভারতের 47 তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন শরদ অরবিন্দ বোবদে । সকাল 9 টা 30 মিনিটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এস এ বোবদকে শপথবাক্য পাঠ করাবেন । 18 মাস প্রধান বিচারপতি হিসেবে কাজ করবেন । 2021-এর 23 এপ্রিল তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে ।

সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ 18 অক্টোবর প্রধান বিচারপতি হিসেবে এস এ বোবদের নাম সুপারিশ করেন । তাঁর পরই শীর্ষ আদালতের সবচেয়ে সিনিয়র বিচারপতি হওয়ায় এস এ বোবদের নাম সুপারিশ করেন তিনি ৷ গতকাল প্রধান বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন গগৈ ৷

1956 সালের 24 এপ্রিল নাগপুরে জন্ম শরদ অরবিন্দ বোবদের । নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও আইনের ডিগ্রি অর্জন করেন । 1978 সালে মহারাষ্ট্রের বার কাউন্সিলে তাঁর নাম নথিভুক্ত হয় । 1998 সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন ।

2000-র 29 মার্চ বিচারক হিসেবে বোবদে নিজের কেরিয়ার শুরু করেন । এই সময়ে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারকের পদে তাঁকে নিযুক্ত করা হয় । 2012-র 16 অক্টোবর তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত হন ।

2013 সালের 12 এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন এস এ বোবদে । অযোধ্যার বিতর্কিত জমি মামলার শুনানি যে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে চলছিল তারও অংশ ছিলেন তিনি ।

দিল্লি, 18 নভেম্বর : ভারতের 47 তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন শরদ অরবিন্দ বোবদে । সকাল 9 টা 30 মিনিটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এস এ বোবদকে শপথবাক্য পাঠ করাবেন । 18 মাস প্রধান বিচারপতি হিসেবে কাজ করবেন । 2021-এর 23 এপ্রিল তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে ।

সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ 18 অক্টোবর প্রধান বিচারপতি হিসেবে এস এ বোবদের নাম সুপারিশ করেন । তাঁর পরই শীর্ষ আদালতের সবচেয়ে সিনিয়র বিচারপতি হওয়ায় এস এ বোবদের নাম সুপারিশ করেন তিনি ৷ গতকাল প্রধান বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন গগৈ ৷

1956 সালের 24 এপ্রিল নাগপুরে জন্ম শরদ অরবিন্দ বোবদের । নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও আইনের ডিগ্রি অর্জন করেন । 1978 সালে মহারাষ্ট্রের বার কাউন্সিলে তাঁর নাম নথিভুক্ত হয় । 1998 সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন ।

2000-র 29 মার্চ বিচারক হিসেবে বোবদে নিজের কেরিয়ার শুরু করেন । এই সময়ে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারকের পদে তাঁকে নিযুক্ত করা হয় । 2012-র 16 অক্টোবর তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত হন ।

2013 সালের 12 এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন এস এ বোবদে । অযোধ্যার বিতর্কিত জমি মামলার শুনানি যে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে চলছিল তারও অংশ ছিলেন তিনি ।

New Delhi, Nov 18 (ANI): Running can reduce the probability of death from any cause, says a new study. If more people take up running and they don't have to run far or fast, there is likely to be substantial improvement in population health and longevity. It's not clear how good running is for staving off the risk of death from any cause and particularly from cardiovascular disease and cancer.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.