ETV Bharat / bharat

দেশের প্রথম লোকপাল হলেন পিনাকী চন্দ্র ঘোষ - Justice Pinaki Chandra Ghose

প্রথম লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ।

পিনাকী চন্দ্র ঘোষ
author img

By

Published : Mar 19, 2019, 11:34 PM IST

দিল্লি, ১৯ মার্চ : দেশের প্রথম লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ তাঁর নিয়োগে স্বাক্ষর করেন।

আজ পিনাকী চন্দ্র ঘোষকে দেশের প্রথম লোকপাল ঘোষণা করেন রাষ্ট্রপতি। লোকপালের সদস্যদেরও নিয়োগ করেন রাষ্ট্রপতি। এদের মধ্যে চারজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তাঁরা হলেন, বিচারপতি দিলীপ বি ভোঁসলে, বিচারপতি পি কে মোহান্তি, বিচারপতি অভিলাষা কুমারী ও বিচারপতি এ কে ত্রিপাঠী।

অন্যদিকে, লোকপালের সদস্যদের বাকি চারজন হলেন প্রাক্তন আমলা। এরা হলেন, দিনেশ কুমার জৈন, অর্চনা রামাসুন্দরম, মহেন্দর সিং ও আই পি গৌতম।

দিল্লি, ১৯ মার্চ : দেশের প্রথম লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ তাঁর নিয়োগে স্বাক্ষর করেন।

আজ পিনাকী চন্দ্র ঘোষকে দেশের প্রথম লোকপাল ঘোষণা করেন রাষ্ট্রপতি। লোকপালের সদস্যদেরও নিয়োগ করেন রাষ্ট্রপতি। এদের মধ্যে চারজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তাঁরা হলেন, বিচারপতি দিলীপ বি ভোঁসলে, বিচারপতি পি কে মোহান্তি, বিচারপতি অভিলাষা কুমারী ও বিচারপতি এ কে ত্রিপাঠী।

অন্যদিকে, লোকপালের সদস্যদের বাকি চারজন হলেন প্রাক্তন আমলা। এরা হলেন, দিনেশ কুমার জৈন, অর্চনা রামাসুন্দরম, মহেন্দর সিং ও আই পি গৌতম।

New Delhi, Mar 19 (ANI): Apple has announced its refreshed iPad lineup. The lineup includes the refreshed new iPad Air and iPad Mini. The new iPad Air features a 10.5 inch Retina display with True Tone Technology with 20 per cent larger and over half a million more pixels, A12 Bionic chip with Apple's Neural Engine. It delivers a 70 per cent boost in performance and twice the graphics capability. The iPad Mini packs 7.9 inch Retina display and is powered by A12 Bionic chip that promises three times the performance and nine time faster graphics. All the new models support the Apple Pencil that comes with magnetic charging and pairing. The new iPads are available to order starting Monday and in stores next week. The refreshed Apple mini iPad comes at USD 399 for the 64 GB model. There is also a 256GB storage option. It is available in silver, space gray and gold. The iPad Air is available at USD 499 for 64 GB storage. There is a 256 GB storage option which is available in silver, space gray and gold.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.