ETV Bharat / bharat

মানুষ কংগ্রেস নেতাদের জুতোপেটা করবে : রাজ্যপাল - Congress

মানুষ কংগ্রেস নেতাদের জুতোপেটা করবে বলে মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ।

সত্যপাল মালিক
author img

By

Published : Aug 28, 2019, 10:01 PM IST

Updated : Aug 28, 2019, 10:24 PM IST

শ্রীনগর, 28 অগাস্ট : আর্টিকেল 370 নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছে না কংগ্রেস । তাই, কংগ্রেস নেতাদের জুতোপেটা করবে সাধারণ মানুষ । আজ এই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক ।

আজ সাংবাদিক বৈঠকে সত্যপাল বলেন, "জম্মু কাশ্মীর নিয়ে কংগ্রেস তাদের অবস্থান পরিষ্কার করছে না । তাই, সাধারণ মানুষই তাদের ডেকে পাঠাবে । জুতোপেটা করবে ।"

এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে কটাক্ষ করে তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে ওর আচরণ 'রাজনৈতিকভাবে অপরিপক্কতার' পরিচয় দেয় । আমি ওর সঙ্গে কথাই বলতে চাই না । ও নামজাদা পরিবারের সন্তান । কিন্তু, রাজনৈতিকভাবে অপরিপক্ক । তাই, তো রাষ্ট্রসংঘের কাছে পাকিস্তানের দেওয়া চিঠিতে ওর নাম উল্লেখ রয়েছে ।"

এই সংক্রান্ত আরও খবর : কাশ্মীরিদের জীবন মূল্যবান, 2 মাসেই 50 হাজার চাকরি : রাজ্যপাল

শ্রীনগর, 28 অগাস্ট : আর্টিকেল 370 নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছে না কংগ্রেস । তাই, কংগ্রেস নেতাদের জুতোপেটা করবে সাধারণ মানুষ । আজ এই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক ।

আজ সাংবাদিক বৈঠকে সত্যপাল বলেন, "জম্মু কাশ্মীর নিয়ে কংগ্রেস তাদের অবস্থান পরিষ্কার করছে না । তাই, সাধারণ মানুষই তাদের ডেকে পাঠাবে । জুতোপেটা করবে ।"

এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে কটাক্ষ করে তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে ওর আচরণ 'রাজনৈতিকভাবে অপরিপক্কতার' পরিচয় দেয় । আমি ওর সঙ্গে কথাই বলতে চাই না । ও নামজাদা পরিবারের সন্তান । কিন্তু, রাজনৈতিকভাবে অপরিপক্ক । তাই, তো রাষ্ট্রসংঘের কাছে পাকিস্তানের দেওয়া চিঠিতে ওর নাম উল্লেখ রয়েছে ।"

এই সংক্রান্ত আরও খবর : কাশ্মীরিদের জীবন মূল্যবান, 2 মাসেই 50 হাজার চাকরি : রাজ্যপাল

Haridwar (Uttarakhand), Aug 28 (ANI): A girl went missing days after accusing former union minister and Bharatiya Janata Party (BJP) leader Swami Chinmayanand Maharaj of harassing her in Uttar Pradesh's Shahjahanpur. In Uttarakhand's Haridwar, Swami Chinmayanand evaded question of mediapersons and said, "I respect you all (press) and still you aren't listening to me. I don't want to say anything to the press." Chinmayanand is the director of the Swami Shukdevanand Law College in Shahjahanpur, where the girl was studying. On August 23, she had posted a video on social media alleging that BJP leader is threatening to kill her as she has some evidence against him. The girl has been untraceable since August 24. Her parents have filed a missing complaint with the police and have blamed the college director and BJP leader for it. Swami Chinmayanand was a minister of state (MoS) for internal security in the Atal Bihari Vajpayee government.
Last Updated : Aug 28, 2019, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.