ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে খুন সাংবাদিক, নেপথ্যে পারিবারিক বিবাদের দাবি পুলিশের

author img

By

Published : Aug 25, 2020, 5:36 AM IST

মৃত রতন সিংয়ের পরিবারে দীর্ঘদিন ধরে কোনও বিষয় নিয়ে বিবাদ চলছিল । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই বিবাদের জেরেই রতনকে খুন করেছে দুষ্কৃতীরা ।

journalist shot dead in up
যোগী রাজ্যে খুন সাংবাদিক

বালিয়া, 25 অগাস্ট: যোগী রাজ্যে ফের গুলি করে সাংবাদিককে হত্যা করল দুষ্কৃতীরা । সোমবার উত্তরপ্রদেশের বালিয়া জেলার ফেফনা থানা এলাকায় ঘটনাটি ঘটে । ঘটনার পিছনে পারিবারিক বিবাদ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ । মৃত রতন সিং একটি টিভি চ্যানেলের সাংবাদিক ছিলেন পুলিশ সূত্রে খবর ।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন সাংবাদিক রতন সিং । সেইসময় দুষ্কৃতীরা তাঁর পিছু নেয় । বিপদের আঁচ পেয়ে প্রাণ রক্ষার জন্য গ্রাম প্রধানের বাড়ির মধ্যে ঢুকে পড়েন রতন । কিন্তু দুষ্কৃতীরা বাড়ির মধ্যে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । রতনের বুকে গুলি লাগে । ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । ঘটনার পর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । এদিকে গুলির আওয়াজ শুনে গ্রাম প্রধান ও আশেপাশের লোকজন বেরিয়ে আসেন । তাঁরা দেখেন, রতনের মৃতদেহ পড়ে রয়েছে । এরপর পুলিশকে খবর দেন গ্রাম প্রধান । ফেফনা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে সাংবাদিকের দেহ উদ্ধার করে ।

ফরেনসিক দল গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে তথ্য-প্রমাণ জোগাড় করে । শুধু ফেফনা থানা নয়, আরও কয়েকটি থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । বালিয়া জেলার শ্রমজীবী পত্রকার সংঘের অধ্যক্ষ অনুপ হেমকর এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে আবেদন জানান । পুলিশ আধিকারিক দেবেন্দ্র নাথ জানান, "রতন সিং ফেফনা গ্রামের বাসিন্দা ছিলেন । দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের মধ্যে কোনও বিষয়ে বিবাদ চলছিল । সেই বিবাদের জেরে রতনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে ।'

বালিয়া, 25 অগাস্ট: যোগী রাজ্যে ফের গুলি করে সাংবাদিককে হত্যা করল দুষ্কৃতীরা । সোমবার উত্তরপ্রদেশের বালিয়া জেলার ফেফনা থানা এলাকায় ঘটনাটি ঘটে । ঘটনার পিছনে পারিবারিক বিবাদ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ । মৃত রতন সিং একটি টিভি চ্যানেলের সাংবাদিক ছিলেন পুলিশ সূত্রে খবর ।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন সাংবাদিক রতন সিং । সেইসময় দুষ্কৃতীরা তাঁর পিছু নেয় । বিপদের আঁচ পেয়ে প্রাণ রক্ষার জন্য গ্রাম প্রধানের বাড়ির মধ্যে ঢুকে পড়েন রতন । কিন্তু দুষ্কৃতীরা বাড়ির মধ্যে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । রতনের বুকে গুলি লাগে । ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । ঘটনার পর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । এদিকে গুলির আওয়াজ শুনে গ্রাম প্রধান ও আশেপাশের লোকজন বেরিয়ে আসেন । তাঁরা দেখেন, রতনের মৃতদেহ পড়ে রয়েছে । এরপর পুলিশকে খবর দেন গ্রাম প্রধান । ফেফনা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে সাংবাদিকের দেহ উদ্ধার করে ।

ফরেনসিক দল গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে তথ্য-প্রমাণ জোগাড় করে । শুধু ফেফনা থানা নয়, আরও কয়েকটি থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । বালিয়া জেলার শ্রমজীবী পত্রকার সংঘের অধ্যক্ষ অনুপ হেমকর এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে আবেদন জানান । পুলিশ আধিকারিক দেবেন্দ্র নাথ জানান, "রতন সিং ফেফনা গ্রামের বাসিন্দা ছিলেন । দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের মধ্যে কোনও বিষয়ে বিবাদ চলছিল । সেই বিবাদের জেরে রতনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে ।'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.