ETV Bharat / bharat

তদন্তের জন্য JNU ক্যাম্পাসে দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার - Joint Commissioner Shalini Singh

তদন্তের জন্য ক্যাম্পাসে যুগ্ম কমিশনার শালিনী সিং । জানালেন, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে ।

jnu
jnu
author img

By

Published : Jan 7, 2020, 2:36 PM IST

Updated : Jan 7, 2020, 3:30 PM IST


দিল্লি, 7 জানুয়ারি : দিল্লি, 7 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনায় তদন্তের জন্য দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার শালিনী সিংকে নিযুক্ত করেছে স্বরাষ্ট্রমন্ত্রক । তদন্তের জন্য ক্যাম্পাস পরিদর্শনে এসেছিলেন তিনি । তথ্যতালাশ রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে ।

ক্যাম্পাস পরিদর্শনের পর তিনি বলেন, "আমরা প্রত্যেক জায়গা ঘুরে দেখেছি । বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেছি । তদন্ত এখন প্রাথমিক পর্যায় । পড়ুয়ারা আমাদের উপর ভরসা রেখেছে । কিছু তথ্য আমাদের দিয়েছে । "

  • Joint Commissioner Shalini Singh, Delhi Police: We have visited all the spots and interacted with students in JNU. Currently the investigation is in its initial stage.
    Students have put their confidence in us& given us few inputs. #JNUViolence pic.twitter.com/LyPNmPm2NA

    — ANI (@ANI) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফরেন্সিক বিভাগের (FSL) একটি প্রতিনিধি দল আজ সকালে JNU-র ক্যাম্পাসে আসে । 5 জানুয়ারি পড়ুয়াদের উপর হামলার ঘটনার তদন্তে পরীক্ষার কাজে আসে ।

সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছান ডেপুটি পুলিশ কমিশনার দেবেন্দ্র আর্য । তিনি সংবাদমাধ্যমের কাছে জানান, তদন্তে নতুন কোনও তথ্য এখনও আসেনি ।

JNU-র রেজিস্ট্রার ড. প্রমোদ কুমার আজ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের পাশেই আছে । এটি সম্পূর্ণ মিথ যে আমরা ছাত্র-ছাত্রীদের সঙ্গে কোনও যোগোযোগ করছি না ।

এদিকে উপাচার্য জানিয়েছেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে । উইন্টার সেমেস্টারের জন্য পড়ুয়ারা এখন রেজিস্ট্রেশন করতে পারে । আমরা নতুন করে আবার শুরু করি । যা হয়েছে তা দুঃখজনক । হিংসা কখনও সমাধান হতে পারে না ।


দিল্লি, 7 জানুয়ারি : দিল্লি, 7 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনায় তদন্তের জন্য দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার শালিনী সিংকে নিযুক্ত করেছে স্বরাষ্ট্রমন্ত্রক । তদন্তের জন্য ক্যাম্পাস পরিদর্শনে এসেছিলেন তিনি । তথ্যতালাশ রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে ।

ক্যাম্পাস পরিদর্শনের পর তিনি বলেন, "আমরা প্রত্যেক জায়গা ঘুরে দেখেছি । বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেছি । তদন্ত এখন প্রাথমিক পর্যায় । পড়ুয়ারা আমাদের উপর ভরসা রেখেছে । কিছু তথ্য আমাদের দিয়েছে । "

  • Joint Commissioner Shalini Singh, Delhi Police: We have visited all the spots and interacted with students in JNU. Currently the investigation is in its initial stage.
    Students have put their confidence in us& given us few inputs. #JNUViolence pic.twitter.com/LyPNmPm2NA

    — ANI (@ANI) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফরেন্সিক বিভাগের (FSL) একটি প্রতিনিধি দল আজ সকালে JNU-র ক্যাম্পাসে আসে । 5 জানুয়ারি পড়ুয়াদের উপর হামলার ঘটনার তদন্তে পরীক্ষার কাজে আসে ।

সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছান ডেপুটি পুলিশ কমিশনার দেবেন্দ্র আর্য । তিনি সংবাদমাধ্যমের কাছে জানান, তদন্তে নতুন কোনও তথ্য এখনও আসেনি ।

JNU-র রেজিস্ট্রার ড. প্রমোদ কুমার আজ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের পাশেই আছে । এটি সম্পূর্ণ মিথ যে আমরা ছাত্র-ছাত্রীদের সঙ্গে কোনও যোগোযোগ করছি না ।

এদিকে উপাচার্য জানিয়েছেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে । উইন্টার সেমেস্টারের জন্য পড়ুয়ারা এখন রেজিস্ট্রেশন করতে পারে । আমরা নতুন করে আবার শুরু করি । যা হয়েছে তা দুঃখজনক । হিংসা কখনও সমাধান হতে পারে না ।

Patna (Bihar), Jan 07 (ANI): Temperature has dipped down in capital of Bihar due to snowfall in parts of North India. A thick layer of fog has covered the city due to which visibility on roads is also low. Patna is reeling under cold waves.
Last Updated : Jan 7, 2020, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.