ETV Bharat / bharat

JNU-র পড়ুয়াদের রাষ্ট্রপতি ভবন অভিযান, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ - JNU Fee Hike

পড়ুয়াদের আজকের কর্মসূচির জন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ ভিকাজি কামা প্লেস মেট্রো স্টেশনের কাছে ব্যারিকেডও বসানো হয়েছিল পুলিশের তরফে ৷ সেই ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা এগোনোর চেষ্টা করলেই পুলিশ চড়াও হয় পড়ুয়াদের উপর ৷ বাধে পড়ুয়া-পুলিশ খণ্ডযুদ্ধ ৷ এর আগেও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ই-মেইলের মাধ্যমে তাদের দাবির কথা জানিয়েছিল পড়ুয়ারা ৷

JNU
পড়ুয়া-পুলিশ খণ্ডযুদ্ধ
author img

By

Published : Dec 9, 2019, 6:49 PM IST

Updated : Dec 9, 2019, 7:17 PM IST

দিল্লি, 9 ডিসেম্বর : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আবাসনের ফি বৃদ্ধির প্রতিবাদে ফের উত্তপ্ত রাজধানীর রাজপথ ৷ এর আগেও একাধিকবার ফি বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে পড়ুয়ারা ৷ আজ ফের হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে রাষ্ট্রপতি ভবন অভিযানের ডাক দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ রাষ্ট্রপতি ভবন অভিযানের মিছিলকে ঘিরেই পড়ুয়া-পুলিশ খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে সরোজিনী নগর সংলগ্ন এলাকা ৷

পড়ুয়াদের এই কর্মসূচির জন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ ভিকাজি কামা প্লেস মেট্রো স্টেশনের কাছে ব্যারিকেডও বসিয়েছিল পুলিশ ৷ সেই ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা এগোনোর চেষ্টা করলেই পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷

  • #WATCH: Police resorted to lathicharge after a clash with protesting Jawaharlal Nehru University (JNU) students, who were marching towards Rashtrapati Bhawan to meet President over fee hike issue. pic.twitter.com/sAbuN05n2q

    — ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রায় এক মাস ব্যাপী পড়ুয়াদের আন্দোলনের পরেও সমস্যার সুরাহা হয়নি ৷ এরপরে আজ বিশ্ববিদ্যালয় চত্বর থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ পড়ুয়াদের অভিযোগ ছিল, নতুন ফি কাঠামো বিশ্ববিদ্যালয়ের নীতির পরিপন্থী ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পড়ুয়াদের অসুবিধার কথা না ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করছে পড়ুয়াদের একাংশ ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি কাঠামোয় আংশিক কিছু পরিবর্তন করলেও তা মেনে নেয়নি পড়ুয়ারা ৷ ফলে আন্দোলন আরও দীর্ঘ হয়েছে ৷ এর আগেও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ই-মেইলের মাধ্যমে তাদের দাবির কথা জানিয়েছিল পড়ুয়ারা ৷

আরও পড়ুন : ফি বৃদ্ধিকে ঘিরে JNU ক্যাম্পাসের বাইরে পুলিশ-ছাত্র সংঘর্ষ

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 28 অক্টোবর থেকে আবাসনের নতুন নিয়ম চালু করে ৷ নতুন নিয়মে প্রতি মাসে 1700 টাকা পরিষেবা খরচ যোগ করা হয় ৷ একজনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া 20 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা করা হয় ৷ পাশাপাশি দু'জনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া মাথাপিছু 10 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে ৷ আবাসনের সুরক্ষা বাবদ জমা টাকার পরিমাণ 5500 থেকে বাড়িয়ে 12000 টাকা করা হয়েছে ৷ এছাড়াও নতুন করে জল ও বিদ্যুৎ খরচ যোগ করা হয় ৷ পূর্বে এই পরিষেবাগুলি বিনামূল্যে দেওয়া হত পড়ুয়াদের ৷ 1972 সালের পর গতবছর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজিত হয় ৷ গতবছরেও উপাচার্য এম জগদেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সমাবর্তন বয়কট করার ডাক দিয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ৷

দিল্লি, 9 ডিসেম্বর : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আবাসনের ফি বৃদ্ধির প্রতিবাদে ফের উত্তপ্ত রাজধানীর রাজপথ ৷ এর আগেও একাধিকবার ফি বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে পড়ুয়ারা ৷ আজ ফের হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে রাষ্ট্রপতি ভবন অভিযানের ডাক দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ রাষ্ট্রপতি ভবন অভিযানের মিছিলকে ঘিরেই পড়ুয়া-পুলিশ খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে সরোজিনী নগর সংলগ্ন এলাকা ৷

পড়ুয়াদের এই কর্মসূচির জন্য আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ৷ ভিকাজি কামা প্লেস মেট্রো স্টেশনের কাছে ব্যারিকেডও বসিয়েছিল পুলিশ ৷ সেই ব্যারিকেড ভেঙে পড়ুয়ারা এগোনোর চেষ্টা করলেই পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷

  • #WATCH: Police resorted to lathicharge after a clash with protesting Jawaharlal Nehru University (JNU) students, who were marching towards Rashtrapati Bhawan to meet President over fee hike issue. pic.twitter.com/sAbuN05n2q

    — ANI (@ANI) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রায় এক মাস ব্যাপী পড়ুয়াদের আন্দোলনের পরেও সমস্যার সুরাহা হয়নি ৷ এরপরে আজ বিশ্ববিদ্যালয় চত্বর থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ পড়ুয়াদের অভিযোগ ছিল, নতুন ফি কাঠামো বিশ্ববিদ্যালয়ের নীতির পরিপন্থী ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পড়ুয়াদের অসুবিধার কথা না ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করছে পড়ুয়াদের একাংশ ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি কাঠামোয় আংশিক কিছু পরিবর্তন করলেও তা মেনে নেয়নি পড়ুয়ারা ৷ ফলে আন্দোলন আরও দীর্ঘ হয়েছে ৷ এর আগেও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ই-মেইলের মাধ্যমে তাদের দাবির কথা জানিয়েছিল পড়ুয়ারা ৷

আরও পড়ুন : ফি বৃদ্ধিকে ঘিরে JNU ক্যাম্পাসের বাইরে পুলিশ-ছাত্র সংঘর্ষ

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 28 অক্টোবর থেকে আবাসনের নতুন নিয়ম চালু করে ৷ নতুন নিয়মে প্রতি মাসে 1700 টাকা পরিষেবা খরচ যোগ করা হয় ৷ একজনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া 20 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা করা হয় ৷ পাশাপাশি দু'জনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া মাথাপিছু 10 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে ৷ আবাসনের সুরক্ষা বাবদ জমা টাকার পরিমাণ 5500 থেকে বাড়িয়ে 12000 টাকা করা হয়েছে ৷ এছাড়াও নতুন করে জল ও বিদ্যুৎ খরচ যোগ করা হয় ৷ পূর্বে এই পরিষেবাগুলি বিনামূল্যে দেওয়া হত পড়ুয়াদের ৷ 1972 সালের পর গতবছর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজিত হয় ৷ গতবছরেও উপাচার্য এম জগদেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সমাবর্তন বয়কট করার ডাক দিয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ৷

New Delhi, Dec 09 (ANI): While speaking to ANI on Citizenship Amendment Bill 2019 which is going to be tabled in Lok Sabha by Home Minister Amit Shah on Dec 09, President of All India United Democratic Front (AIUDF) and Lok Sabha MP from Assam's Dhubri said that the bill is against the Constitution and against the Hindu-Muslim unity. "This bill is against the Constitution and against the Hindu-Muslim unity. We will reject this bill and Opposition is with us on it. We will not let this bill pass," said Badruddin Ajmal

Last Updated : Dec 9, 2019, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.