ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত সস্ত্রীক শিবু সোরেন

author img

By

Published : Aug 22, 2020, 7:57 PM IST

কোরোনায় আক্রান্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) পার্টির প্রধান শিবু সোরেন এবং তাঁর স্ত্রী রূপি সোরেন ৷ অন্যদিকে , কোরোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বন্যা গুপ্ত ৷

ছবি
ছবি

রাঁচি, 22 অগাস্ট : কোরোনায় আক্রান্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) পার্টির প্রধান শিবু সোরেন এবং তাঁর স্ত্রী রূপি সোরেন ৷ গত কয়েকদিন ধরেই প্রাক্তন এই মুখ্যমন্ত্রী অসুস্থ বোধ করছিলেন ৷ এরপর গতকাল তাঁদের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷

অন্যদিকে, সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বন্যা গুপ্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ কিছুদিন আগে তিনি ক্যবিনেট বৈঠকে যান ৷ সেখান থেকে ফেরার পর তৈংর রিপোর্টও পজ়েটিভ আসে ৷ স্বাস্থ্যমন্ত্রী কোরোনায় আক্রান্ত হওয়ার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ ক্যবিনেটের বাকি মন্ত্রীরা নিজেদের হোম আইসোলেশনে রেখেছেন ৷

বছর পঞ্চাশের বন্যা গুপ্ত ৷ হেমন্ত সোরেনের মন্ত্রী সভার দ্বিতীয় ক্যাবিনেট মন্ত্রী যিনি কোরোনায় আক্রান্ত হলেন ৷ বন্যা গুপ্ত জামসেদপুর (পশ্চিম) এর বিধায়ক ৷

রাঁচি, 22 অগাস্ট : কোরোনায় আক্রান্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) পার্টির প্রধান শিবু সোরেন এবং তাঁর স্ত্রী রূপি সোরেন ৷ গত কয়েকদিন ধরেই প্রাক্তন এই মুখ্যমন্ত্রী অসুস্থ বোধ করছিলেন ৷ এরপর গতকাল তাঁদের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷

অন্যদিকে, সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বন্যা গুপ্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ কিছুদিন আগে তিনি ক্যবিনেট বৈঠকে যান ৷ সেখান থেকে ফেরার পর তৈংর রিপোর্টও পজ়েটিভ আসে ৷ স্বাস্থ্যমন্ত্রী কোরোনায় আক্রান্ত হওয়ার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ ক্যবিনেটের বাকি মন্ত্রীরা নিজেদের হোম আইসোলেশনে রেখেছেন ৷

বছর পঞ্চাশের বন্যা গুপ্ত ৷ হেমন্ত সোরেনের মন্ত্রী সভার দ্বিতীয় ক্যাবিনেট মন্ত্রী যিনি কোরোনায় আক্রান্ত হলেন ৷ বন্যা গুপ্ত জামসেদপুর (পশ্চিম) এর বিধায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.