ETV Bharat / bharat

জিও ফাইবার ব্যবহারকারীদের 1 বছরের অ্যামাজ়ন প্রাইম ফ্রি মেম্বারশিপ - বিজ়নেস নিউজ়

জিও ফাইবার ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে একবছরের অ্যামাজ়ন প্রাইম মেম্বারশিপ দেবে রিলায়েন্স জিও ।

jio
jio
author img

By

Published : Jun 13, 2020, 12:24 AM IST

Updated : Jun 13, 2020, 6:04 AM IST

হায়দরাবাদ, 12জুন : জিও ফাইবার ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে একবছরের অ্যামাজ়ন প্রাইম মেম্বারশিপ দেবে রিলায়েন্স জিও । এই মেম্বারশিপের মূল্য 999 টাকা, যা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন জিও ফাইবার গ্রাহকরা । জিও-র তরফে এই অফারের ঘোষণা করা হয় ।

জিও ফাইবারের নতুন ব্যবহারকারীরা এই মেম্বারশিপ পাবেন । এছাড়াও যাঁরা আগেই জিও ফাইবার ব্যবহার শুরু করেছিলেন তাঁদেরও এই সুবিধা দেবে জিও । জিও গোল্ড ব্যবহারাকারীরাও অ্যামাজ়ন প্রাইমের মেম্বারশিপ পাবেন ।

যে ব্যবহারকারীরা আপাতত সিলভার এবং ব্রোনজ় প্ল্যান ব্যবহার করছেন, তাঁরা সহজেই রিচার্জ করার পর জিও ফাইবার গোল্ডের ব্যবহার শুরু করতে পারেন । সেক্ষেত্রে তাঁরাও মেমবারশিপ পাবেন ।

কীভাবে সক্রিয় করবেন অ্যামাজ়ন প্রাইম মেম্বারশিপ ?

  • জিও ফাইবার ব্যবহারকারীদের জিও ফাইবার গোল্ড প্ল্যান রিচার্জ করতে হবে ।
  • মাই জিও অ্যাপ বা জিও.কম-এ গিয়ে জিও ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ।
  • অ্যামাজ়ন প্রাইম এক বছরের মেম্বারশিপ ব্যানারের ক্লিক করতে হবে ।
  • অ্যামাজ়ন প্রাইম অ্যাকাউন্টে লগ ইন করে উপভোগ করতে পারবেন মেম্বারশিপ ।

অ্যামাজ়ন প্রাইম মেম্বারশিপ পাওয়ার পর ‘গুলাবো কি সিতারো’-র প্রিমিয়ার শো দেখতে পাবেন ব্যবহারাকারীরা । এছাড়া অন্যান্য সিনেমা, ওয়েব সিরিজ় ইত্যাদিও সম্পূর্ণ বিনামূল্য দেখতে পাবেন ব্যবহারকারীরা ।

অন্যান্য যে সুবিধাগুলি পাবেন :

  • অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো (হিন্দি, ইংরেজি, মারাঠি, তামিল, মালায়লাম, গুজরাতি, তেলুগু, কন্নড়, পঞ্জাবি এবং বাংলা)
  • প্রোডাক্ট দ্রুত এবং বিনামূল্যে ডেলিভারি
  • টপ ডিলের প্রথম অ্যাক্সেস
  • প্রাইম অ্যাড ফ্রি মিউজ়িক
  • প্রাইম গেমিং
  • প্রাইম রিডিং

হায়দরাবাদ, 12জুন : জিও ফাইবার ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে একবছরের অ্যামাজ়ন প্রাইম মেম্বারশিপ দেবে রিলায়েন্স জিও । এই মেম্বারশিপের মূল্য 999 টাকা, যা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন জিও ফাইবার গ্রাহকরা । জিও-র তরফে এই অফারের ঘোষণা করা হয় ।

জিও ফাইবারের নতুন ব্যবহারকারীরা এই মেম্বারশিপ পাবেন । এছাড়াও যাঁরা আগেই জিও ফাইবার ব্যবহার শুরু করেছিলেন তাঁদেরও এই সুবিধা দেবে জিও । জিও গোল্ড ব্যবহারাকারীরাও অ্যামাজ়ন প্রাইমের মেম্বারশিপ পাবেন ।

যে ব্যবহারকারীরা আপাতত সিলভার এবং ব্রোনজ় প্ল্যান ব্যবহার করছেন, তাঁরা সহজেই রিচার্জ করার পর জিও ফাইবার গোল্ডের ব্যবহার শুরু করতে পারেন । সেক্ষেত্রে তাঁরাও মেমবারশিপ পাবেন ।

কীভাবে সক্রিয় করবেন অ্যামাজ়ন প্রাইম মেম্বারশিপ ?

  • জিও ফাইবার ব্যবহারকারীদের জিও ফাইবার গোল্ড প্ল্যান রিচার্জ করতে হবে ।
  • মাই জিও অ্যাপ বা জিও.কম-এ গিয়ে জিও ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ।
  • অ্যামাজ়ন প্রাইম এক বছরের মেম্বারশিপ ব্যানারের ক্লিক করতে হবে ।
  • অ্যামাজ়ন প্রাইম অ্যাকাউন্টে লগ ইন করে উপভোগ করতে পারবেন মেম্বারশিপ ।

অ্যামাজ়ন প্রাইম মেম্বারশিপ পাওয়ার পর ‘গুলাবো কি সিতারো’-র প্রিমিয়ার শো দেখতে পাবেন ব্যবহারাকারীরা । এছাড়া অন্যান্য সিনেমা, ওয়েব সিরিজ় ইত্যাদিও সম্পূর্ণ বিনামূল্য দেখতে পাবেন ব্যবহারকারীরা ।

অন্যান্য যে সুবিধাগুলি পাবেন :

  • অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো (হিন্দি, ইংরেজি, মারাঠি, তামিল, মালায়লাম, গুজরাতি, তেলুগু, কন্নড়, পঞ্জাবি এবং বাংলা)
  • প্রোডাক্ট দ্রুত এবং বিনামূল্যে ডেলিভারি
  • টপ ডিলের প্রথম অ্যাক্সেস
  • প্রাইম অ্যাড ফ্রি মিউজ়িক
  • প্রাইম গেমিং
  • প্রাইম রিডিং
Last Updated : Jun 13, 2020, 6:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.