ETV Bharat / bharat

ঝাড়খণ্ডের একাধিক জায়গায় মাওবাদী হামলা - ঝাড়খন্ডে মাওবাদী হামলা

পরপর দুইদিন ঝাড়খণ্ডের একাধিক জায়গায় মাওবাদীদের হামলা । তারা একটি রাস্তায় বিস্ফোরণ ঘটায় । আটক করে রাখে বনকর্মীদের ।

the Maoists attack in jharkhand
the Maoists attack in jharkhand
author img

By

Published : Jul 14, 2020, 4:11 AM IST

রাঁচি (ঝাড়খন্ড), 13 জুলাই : ঝাড়খণ্ডের একাধিক জায়গায় মাওবাদী গেরিলাদের হামলা । দুদিনের হামলায় একটি পাকা রাস্তা, একটি বনবাংলো ও 13টি গাড়ি পুড়িয়ে দেয় মাওবাদীরা ।

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে পশ্চিম সিংভূম জেলার খুঁটিপানি ব্লকের একটি রাস্তায় মাওবাদীরা বিস্ফোরণ ঘটায় । একটি পাকা রাস্তা ওড়ানোর জন্য তারা সিলিন্ডার বোমা ব্যবহার করে । বিস্ফোরণের পর রাস্তায় একটি বড় গর্ত তৈরি হয় ।

এর আগে রবিবার মাওবাদীরা সিংভূম জেলার বারাকেলায় একটি বনবাংলোতে বিস্ফোরণ ঘটায় । এর সঙ্গে 13টি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় ।

পুলিশ জানিয়েছে, প্রায় শতাধিক মাওবাদী বারাকেলার বাংলোটি ঘিরে রেখেছিল । বনকর্মীদের মারধরও করে তারা । বনকর্মীদের পরিবারের প্রায় 20 জনকে ঘণ্টা পাঁচেক আটক রাখা হয় ।

রাঁচি (ঝাড়খন্ড), 13 জুলাই : ঝাড়খণ্ডের একাধিক জায়গায় মাওবাদী গেরিলাদের হামলা । দুদিনের হামলায় একটি পাকা রাস্তা, একটি বনবাংলো ও 13টি গাড়ি পুড়িয়ে দেয় মাওবাদীরা ।

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে পশ্চিম সিংভূম জেলার খুঁটিপানি ব্লকের একটি রাস্তায় মাওবাদীরা বিস্ফোরণ ঘটায় । একটি পাকা রাস্তা ওড়ানোর জন্য তারা সিলিন্ডার বোমা ব্যবহার করে । বিস্ফোরণের পর রাস্তায় একটি বড় গর্ত তৈরি হয় ।

এর আগে রবিবার মাওবাদীরা সিংভূম জেলার বারাকেলায় একটি বনবাংলোতে বিস্ফোরণ ঘটায় । এর সঙ্গে 13টি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় ।

পুলিশ জানিয়েছে, প্রায় শতাধিক মাওবাদী বারাকেলার বাংলোটি ঘিরে রেখেছিল । বনকর্মীদের মারধরও করে তারা । বনকর্মীদের পরিবারের প্রায় 20 জনকে ঘণ্টা পাঁচেক আটক রাখা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.