ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন শুরু , হামলা মাওবাদীদের - বিধানসভা নির্বাচন শুরু হয়েছে ঝাড়খণ্ডে

আজ সকাল থেকে প্রথম দফার বিধানসভা নির্বাচন শুরু হয়েছে ঝাড়খণ্ডে ৷ সকাল 11টা পর্যন্ত 27.41 শতাংশ ভোট পড়েছে ৷

jharkhand
jharkhand
author img

By

Published : Nov 30, 2019, 12:42 PM IST

রাঁচি, 30 নভেম্বর : আজ সকাল থেকে প্রথম দফার বিধানসভা নির্বাচন শুরু হয়েছে ঝাড়খণ্ডে ৷ 13টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন চলছে ৷ সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন চললেও বেলার দিকে বদলে যায় পরিস্থিতি ৷ গুমলা জেলার বিষ্ণুপুরে মাওবাদী হামলা হয় ৷ বিস্ফোরণে উড়িয়ে দেওয়া একটি ব্রিজ ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই ৷ এছাড়া এক কংগ্রেস নেতার বিরুদ্ধে বুথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ।

পুলিশ আধিকারিক শশী রঞ্জন বলেন , "মাওবাদী হামলার ঘটনা নির্বাচনে প্রভাব ফেলেনি ৷ পুলিশ সর্বত্র নজরদারি চালাচ্ছে ৷ " ঝাড়খণ্ডে এবারই প্রথম BJP এককভাবে লড়ছে ৷ বিপক্ষ দলের সঙ্গে তাদের প্রতিযোগিতা কঠিন ৷ 189 জন প্রার্থী ভোট লড়ছে ৷ আজ সকাল 7টা থেকে নির্বাচন শুরু হয়েছে , শেষ হবে দুপুর 3টেয় ৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল 11টা পর্যন্ত 27.41 শতাংশ ভোট পড়েছে ৷ 4,892টি নির্বাচন কেন্দ্র রয়েছে ৷ বুথের সংখ্যা 1790 ৷ 1202টি বুথ নিরাপদ ৷ এদিকে, পালামুতে বুথের মধ্যে অস্ত্র দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয় কংগ্রেস নেতা কেএম ত্রিপাঠীর বিরুদ্ধে ৷ এরপর পুলিশ তাঁকে ও তাঁর কয়েকজন সমর্থককে হেপাজতে নিয়েছে ৷

2014 সালে BJP 14টি আসন জিতেছিল এবং অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের (AJSU) সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল ৷ এইবার AJSU একাই নির্বাচন লড়ছে ৷

মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন, " নতুন ঝাড়খণ্ড গড়া আমাদের লক্ষ্য ৷ আমি যুব সম্প্রদায়কে অনুরোধ করব নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৷ নতুন ঝাড়খণ্ড গড়ার জন্য তাঁরা ভোট দিক ৷ সম্প্রীতির জন্য ভোট দিক ৷ উন্নয়নের জন্য ভোট দিক ৷ বিধানসভা ভোটের আজ প্রথম দিন ৷ প্রত্যেকটি ভোটই গুরুত্বপূর্ণ ৷ "

রাঁচি, 30 নভেম্বর : আজ সকাল থেকে প্রথম দফার বিধানসভা নির্বাচন শুরু হয়েছে ঝাড়খণ্ডে ৷ 13টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন চলছে ৷ সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন চললেও বেলার দিকে বদলে যায় পরিস্থিতি ৷ গুমলা জেলার বিষ্ণুপুরে মাওবাদী হামলা হয় ৷ বিস্ফোরণে উড়িয়ে দেওয়া একটি ব্রিজ ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই ৷ এছাড়া এক কংগ্রেস নেতার বিরুদ্ধে বুথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ।

পুলিশ আধিকারিক শশী রঞ্জন বলেন , "মাওবাদী হামলার ঘটনা নির্বাচনে প্রভাব ফেলেনি ৷ পুলিশ সর্বত্র নজরদারি চালাচ্ছে ৷ " ঝাড়খণ্ডে এবারই প্রথম BJP এককভাবে লড়ছে ৷ বিপক্ষ দলের সঙ্গে তাদের প্রতিযোগিতা কঠিন ৷ 189 জন প্রার্থী ভোট লড়ছে ৷ আজ সকাল 7টা থেকে নির্বাচন শুরু হয়েছে , শেষ হবে দুপুর 3টেয় ৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল 11টা পর্যন্ত 27.41 শতাংশ ভোট পড়েছে ৷ 4,892টি নির্বাচন কেন্দ্র রয়েছে ৷ বুথের সংখ্যা 1790 ৷ 1202টি বুথ নিরাপদ ৷ এদিকে, পালামুতে বুথের মধ্যে অস্ত্র দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয় কংগ্রেস নেতা কেএম ত্রিপাঠীর বিরুদ্ধে ৷ এরপর পুলিশ তাঁকে ও তাঁর কয়েকজন সমর্থককে হেপাজতে নিয়েছে ৷

2014 সালে BJP 14টি আসন জিতেছিল এবং অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের (AJSU) সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল ৷ এইবার AJSU একাই নির্বাচন লড়ছে ৷

মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন, " নতুন ঝাড়খণ্ড গড়া আমাদের লক্ষ্য ৷ আমি যুব সম্প্রদায়কে অনুরোধ করব নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৷ নতুন ঝাড়খণ্ড গড়ার জন্য তাঁরা ভোট দিক ৷ সম্প্রীতির জন্য ভোট দিক ৷ উন্নয়নের জন্য ভোট দিক ৷ বিধানসভা ভোটের আজ প্রথম দিন ৷ প্রত্যেকটি ভোটই গুরুত্বপূর্ণ ৷ "

Dharamshala (Himachal Pradesh), Nov 30 (ANI): Dalai Lama attended the closing ceremony of 14th Buddhist conference here in Himachal Pradesh's Dharmashala. Heads and representative of all Buddhist sects attended the conference. The main agenda of this conference was to discuss the reincarnation issue of the Dalai Lama.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.