রাঁচি, 20 ডিসেম্বর : আজ ঝাড়খণ্ড বিধানসভায় পঞ্চম দফার ভোটগ্রহণ শেষ হল ৷ রাজ্যের 6টি জেলায় 16টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ হয় ৷ এর মধ্যে 5টি মাওবাদী অধ্যুষিত এলাকাও ছিল ৷
- বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 70.40 শতাংশ
- বেলা 1টা পর্যন্ত ভোট পড়েছে 46.25 শতাংশ
- সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 28.24 শতাংশ
- সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 12.01 শতাংশ
সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলে ভোটগ্রহণ ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তিমোর্চা প্রেসিডেন্ট শিবু সোরেনের ছেলে, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী স্টিফেন মারাণ্ডির মতো তারকা প্রার্থীর ভাগ্যনির্ধারণ ছিল আজ ৷ দু'টি কেন্দ্র দুমকা এবং বারহাইত থেকে লড়াইয়ের ময়দানে হেমন্ত । দুমকায় তাঁর মূল প্রতিদ্বন্দ্বী রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী লুইস মারান্ডি ৷
-
Jharkhand: Visuals from a polling booths in Pakur, ahead of voting for Assembly elections. Voting on 16 constituencies in the state for the fifth phase of elections will be held today. #JharkhandAssemblyPolls pic.twitter.com/M80GFuYEFJ
— ANI (@ANI) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Jharkhand: Visuals from a polling booths in Pakur, ahead of voting for Assembly elections. Voting on 16 constituencies in the state for the fifth phase of elections will be held today. #JharkhandAssemblyPolls pic.twitter.com/M80GFuYEFJ
— ANI (@ANI) December 20, 2019Jharkhand: Visuals from a polling booths in Pakur, ahead of voting for Assembly elections. Voting on 16 constituencies in the state for the fifth phase of elections will be held today. #JharkhandAssemblyPolls pic.twitter.com/M80GFuYEFJ
— ANI (@ANI) December 20, 2019
মাওবাদী অধ্যুষিত এলাকা অর্থাৎ বোরিও, বারহাইত, লিটিপাড়া, মহেশপুর, শিকারিপাড়ায় ভোট প্রক্রিয়া 7 টায় শুরু হলেও চলে 3টে পর্যন্ত ৷ অন্যান্য কেন্দ্রে ভোটগ্রহণ চলে বিকেল 5 টা পর্যন্ত ৷ ভোটপ্রক্রিয়া শান্তিপূর্ণ রাখতে রাজ্যে 40 হাজার রক্ষী মোতায়েন করা হয় ৷