ETV Bharat / bharat

ভারতের সবচয়ে বড় বিমানবন্দর তৈরি হচ্ছে নয়ডায়, বরাত পেল সুইস কম্পানি

জেওয়ার বিমানবন্দর তৈরির বরাত পেল জ়ুরিখ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল AG ৷ নিলামে অন্য তিনটি সংস্থাকে পিছনে ফেলে এয়ারপোর্ট উন্নয়নের বরাত পেয়েছে এই সংস্থা ৷

aa
ছবিটি প্রতীকী
author img

By

Published : Nov 30, 2019, 2:15 PM IST

Updated : Nov 30, 2019, 2:43 PM IST

নয়ডা, 30 নভেম্বর: নয়ডায় জেওয়ার বিমানবন্দর তৈরির বরাত পেল জ়ুরিখ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল AG ৷ এই বিষয়ে প্রশাসনের এক আধিকারিক জানান, টেন্ডারে আদানি গ্রুপ, DIAL (দিল্লি ইন্টারন্যাশনাল এয়াপোর্ট)- এবং অ্যাঙ্কোরেজ ইনফাস্ট্রাকচার ইনভেস্টমেন্টসকে পিছনে ফেলে এয়ারপোর্ট উন্নয়নের বরাত পেয়েছে এই সুইস কম্পানি ৷

জেওয়ার এয়ারপোর্ট বা নয়ডা ইন্টারন্যাশনাল গ্রিনফিল্ড এয়ারপোর্ট 5000 হেক্টর জমির উপর তৈরি হবে ৷ এই এয়ারপোর্ট তৈরিতে খরচ হবে 29,560 কোটি টাকা বলে জানান প্রজেক্ট নোডাল অফিসার শৈলেন্দ্র ভাটিয়া ৷ তিনি আরও বলেন, "জ়ুরিখ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল AG জেওয়ার এয়ারপোর্ট তৈরির দরপত্রে কোটেশন দেওয়ার ক্ষেত্রে অন্য সব সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে ৷ "

সংস্থার প্রজেক্ট মনিটারিং ও ইমপ্লিমিনটেশন কমিটি কাজ শুরুর আগে আগামী সোমবার উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে ছাড়পত্রের জন্য আবেদন করবে ৷ নতুন এয়ারপোর্টটি সম্পূর্ণভাবে তৈরির পর সেখানে ছয় থেকে আটটি রানওয়ে থাকবে ৷ প্রথম পর্যায়ে এয়ারপোর্টটি 1334 হেক্টর জমির উপর তৈরি হবে ৷ 2023-এর মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা । এজন্য খরচ হবে 4588 কোটি টাকা ৷

নয়ডা, 30 নভেম্বর: নয়ডায় জেওয়ার বিমানবন্দর তৈরির বরাত পেল জ়ুরিখ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল AG ৷ এই বিষয়ে প্রশাসনের এক আধিকারিক জানান, টেন্ডারে আদানি গ্রুপ, DIAL (দিল্লি ইন্টারন্যাশনাল এয়াপোর্ট)- এবং অ্যাঙ্কোরেজ ইনফাস্ট্রাকচার ইনভেস্টমেন্টসকে পিছনে ফেলে এয়ারপোর্ট উন্নয়নের বরাত পেয়েছে এই সুইস কম্পানি ৷

জেওয়ার এয়ারপোর্ট বা নয়ডা ইন্টারন্যাশনাল গ্রিনফিল্ড এয়ারপোর্ট 5000 হেক্টর জমির উপর তৈরি হবে ৷ এই এয়ারপোর্ট তৈরিতে খরচ হবে 29,560 কোটি টাকা বলে জানান প্রজেক্ট নোডাল অফিসার শৈলেন্দ্র ভাটিয়া ৷ তিনি আরও বলেন, "জ়ুরিখ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল AG জেওয়ার এয়ারপোর্ট তৈরির দরপত্রে কোটেশন দেওয়ার ক্ষেত্রে অন্য সব সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে ৷ "

সংস্থার প্রজেক্ট মনিটারিং ও ইমপ্লিমিনটেশন কমিটি কাজ শুরুর আগে আগামী সোমবার উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে ছাড়পত্রের জন্য আবেদন করবে ৷ নতুন এয়ারপোর্টটি সম্পূর্ণভাবে তৈরির পর সেখানে ছয় থেকে আটটি রানওয়ে থাকবে ৷ প্রথম পর্যায়ে এয়ারপোর্টটি 1334 হেক্টর জমির উপর তৈরি হবে ৷ 2023-এর মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা । এজন্য খরচ হবে 4588 কোটি টাকা ৷

Mumbai, Nov 30 (ANI): Bollywood actor Varun Dhawan was spotted outside his office on November 29. He was seen with film director Shashank Khaitan in Juhu area of Mumbai. Varun was looking cool in white shorts and sandos. On the other side, actress Sara Ali Khan was spotted outside Director Aanand L Rai's office in Mumbai's Andheri area. She was seen in traditional Indian outfit paired with 'jutti'. Similarly, actress Chitrangda Singh was also spotted outside a restaurant in Mumbai's Bandra area. She was seen wearing white tees with black bottoms. Chitrangda was seen clicking selfies with her fans.
Last Updated : Nov 30, 2019, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.