ETV Bharat / bharat

আর্থিক সংকট চরমে, আরও চারটি বিমান বসিয়ে দিল জেট এয়ারওয়েজ় - undefined

ফের চারটি বিমান বসিয়ে দিল জেট এয়ারওয়েজ়। এনিয়ে মোট ৪১ বিমান বসিয়ে দিল তারা।

জেট এয়ারওয়েজ়
author img

By

Published : Mar 18, 2019, 11:38 PM IST

দিল্লি, ১৮ মার্চ : আরও চারটি বিমান বসিয়ে দিল জেট এয়ারওয়েজ়। আর্থিক সংকট সহ একাধিক সমস্যায় জেরবার দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন সংস্থাটি। গত কয়েক মাসে অনেকগুলি বিমানই তারা বসিয়ে দিয়েছে। এনিয়ে মোট ৪১ বিমান বসিয়ে দিল তারা।

আর্থিক সমস্যায় এখন জেরবার জেট এয়ারওয়েজ়। গত কয়েক মাস ধরে পাইলটদের বেতন বকেয়া রয়েছে। অনেকের এরিয়ার বাকি।

২৫ বছর আগে নরেশ গোয়েলের হাত ধরে শুরু হয়েছিল জেট এয়ারওয়েজ়ের পথ চলা। তিনি জানান, এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

দিল্লি, ১৮ মার্চ : আরও চারটি বিমান বসিয়ে দিল জেট এয়ারওয়েজ়। আর্থিক সংকট সহ একাধিক সমস্যায় জেরবার দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন সংস্থাটি। গত কয়েক মাসে অনেকগুলি বিমানই তারা বসিয়ে দিয়েছে। এনিয়ে মোট ৪১ বিমান বসিয়ে দিল তারা।

আর্থিক সমস্যায় এখন জেরবার জেট এয়ারওয়েজ়। গত কয়েক মাস ধরে পাইলটদের বেতন বকেয়া রয়েছে। অনেকের এরিয়ার বাকি।

২৫ বছর আগে নরেশ গোয়েলের হাত ধরে শুরু হয়েছিল জেট এয়ারওয়েজ়ের পথ চলা। তিনি জানান, এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।


New Delhi, Mar 11 (ANI): Youth Congress activists held rally against the Chinese government called as Tibetan National Uprising Day for the second day. The activists marched from Khan Market to UN office. The Tibetans raised slogans and waved Tibetan flags as they offered their appeal letter to UN and asked for help. Tibetans commemorate the 60th anniversary of the Tibetan National Uprising Day paying tribute to Tibetans those who sacrificed their life while fighting against China rule in 1959 uprising.

For All Latest Updates

TAGGED:

Jet Airways
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.