ETV Bharat / bharat

জেটের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বিভিন্ন অফিসে তল্লাশি ED-র - Jet Airways Founder Naresh Goyal

জেট এয়ারওয়েজ়ের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বিভিন্ন অফিসে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের মামলার তদন্তেই এই তল্লাশি । দিল্লি, মুম্বইয়ের 12 জায়গায় তল্লাশি চালানো হয় ।

নরেশ গোয়েল
author img

By

Published : Aug 23, 2019, 4:39 PM IST

দিল্লি, 23 অগাস্ট : জেট এয়ারওয়েজ়ের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বিভিন্ন অফিসে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের মামলার তদন্তেই এই তল্লাশি ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়েছে দিল্লি, মুম্বইয়ের 12 জায়গায় তল্লাশি চালানো হয় । 2014 সালে Etihad Airways জেট প্রিভিলেজ প্রাইভেট লিমিটেডের শেয়ার অধিগ্রহণ করে । সেই প্রক্রিয়ায় FDI লঙ্ঘনের অভিযোগের তদন্ত করেছে ED ।

প্রচুর দেনার কারণে চলতি বছরের এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বিমান পরিষেবা বন্ধ করে দেয় জেট এয়ারওয়েজ় । প্রায় 20 হাজার কর্মী বেকার হয়ে যান । মার্চ মাসে নরেশ গোয়েল এবং তাঁর স্ত্রী জেট এয়ারওয়েজ়ের বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন । বিমান সংস্থার চেয়ারম্যান পদ থেকেও তিনি পদত্যাগ করেন ।

জেট এয়ারওয়েজ়ের বাজারে প্রায় 8 হাজার কোটি টাকার দেনা রয়েছে । যদিও কয়েক মাস আগে পর্যন্তও ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহণ সংস্থা ছিল তারা । বিমান চলানো বন্ধ করে দেওয়ার পর মে মাসে নরেশ গোয়েল ও তাঁর স্ত্রীকে মুম্বই বিমানবন্দরে আটকে দেওয়া হয় যাতে তাঁরা বিদেশে না যেতে পারেন ।

দিল্লি, 23 অগাস্ট : জেট এয়ারওয়েজ়ের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বিভিন্ন অফিসে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের মামলার তদন্তেই এই তল্লাশি ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়েছে দিল্লি, মুম্বইয়ের 12 জায়গায় তল্লাশি চালানো হয় । 2014 সালে Etihad Airways জেট প্রিভিলেজ প্রাইভেট লিমিটেডের শেয়ার অধিগ্রহণ করে । সেই প্রক্রিয়ায় FDI লঙ্ঘনের অভিযোগের তদন্ত করেছে ED ।

প্রচুর দেনার কারণে চলতি বছরের এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বিমান পরিষেবা বন্ধ করে দেয় জেট এয়ারওয়েজ় । প্রায় 20 হাজার কর্মী বেকার হয়ে যান । মার্চ মাসে নরেশ গোয়েল এবং তাঁর স্ত্রী জেট এয়ারওয়েজ়ের বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন । বিমান সংস্থার চেয়ারম্যান পদ থেকেও তিনি পদত্যাগ করেন ।

জেট এয়ারওয়েজ়ের বাজারে প্রায় 8 হাজার কোটি টাকার দেনা রয়েছে । যদিও কয়েক মাস আগে পর্যন্তও ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহণ সংস্থা ছিল তারা । বিমান চলানো বন্ধ করে দেওয়ার পর মে মাসে নরেশ গোয়েল ও তাঁর স্ত্রীকে মুম্বই বিমানবন্দরে আটকে দেওয়া হয় যাতে তাঁরা বিদেশে না যেতে পারেন ।

Mumbai, Aug 23 (ANI): Bollywood actor Akshay Kumar was seen in Versova in casual attire. He is currently basking in the success of 'Mission Mangal'. Actor Kiara Advani was also spotted in the city. Jacqueline Fernandez was seen outside a cafe in Bandra. She waved and smiled for shutterbugs. Meanwhile, Janhvi Kapoor was seen post her gym session. She waved at paparazzi.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.