ETV Bharat / bharat

বকেয়া না মেটালে এপ্রিল থেকে কাজ বন্ধের হুমকি জ়েটের পাইলটদের - National Aviators Guild

বকেয়া বেতন না মেটালে ১ এপ্রিল থেকে উড়ান বন্ধ করে দিয়ে বিক্ষোভে নামবে বলে জানাল জ়েট বিমান সংস্থার পাইলটরা।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 19, 2019, 11:34 PM IST

দিল্লি, ১৯ মার্চ : বকেয়া বেতন না মেটালে ১ এপ্রিল থেকে উড়ান বন্ধ করে দিয়ে বিক্ষোভে নামবে বলে জানাল জ়েট বিমান সংস্থার পাইলটরা। ৩১ মার্চের মধ্যে পাইলটদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পাইলটদের সংগঠন NAG (National Aviators Guild)। ইতিমধ্যেই আর্থিক সমস্যার জন্য ৪১টি বিমান বসিয়ে দিয়েছে জেট এয়ারওয়েজ়। গত কয়েক মাস ধরে পাইলটদের বেতন বকেয়া রয়েছে। অনেকের এরিয়ার বাকি।

এবিষয়ে এক সংবাদমাধ্যমে জেট এয়ারওয়েজ়ের এক পাইলট বলেন, "এটা শুধু আমাদের বকেয়া বেতন মেটানোর আন্দোলন নয়, এটা আমাদের বেঁচে থাকার আন্দোলন।"

ন্যাশানাল এভিয়েটরস গিল্ডের প্রেসিডেন্স জেট এয়ারওয়েজ়ের ম্যানেজমেন্টকে জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব পাইলটদের বকেয়া বেতন না মেটালে তারা বিমান চালানো বন্ধ করে দেবেন।

বর্তমানে জেট এয়ারওয়েজ়ের বাজারে ১ বিলিয়ন ডলার ঋণ রয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে টাকার দামে পতন, জ্বালানির দাম বৃদ্ধি ও গত কয়েক বছরে এয়ারলাইন্স ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধির জেরে চরম আর্থিক সংকটে পড়েছে জেট এয়ারওয়েজ়। ২৫ বছর আগে নরেশ গোয়েলের হাত ধরে শুরু হয়েছিল জেট এয়ারওয়েজ়ের পথ চলা। তিনি জানান, এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

দিল্লি, ১৯ মার্চ : বকেয়া বেতন না মেটালে ১ এপ্রিল থেকে উড়ান বন্ধ করে দিয়ে বিক্ষোভে নামবে বলে জানাল জ়েট বিমান সংস্থার পাইলটরা। ৩১ মার্চের মধ্যে পাইলটদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পাইলটদের সংগঠন NAG (National Aviators Guild)। ইতিমধ্যেই আর্থিক সমস্যার জন্য ৪১টি বিমান বসিয়ে দিয়েছে জেট এয়ারওয়েজ়। গত কয়েক মাস ধরে পাইলটদের বেতন বকেয়া রয়েছে। অনেকের এরিয়ার বাকি।

এবিষয়ে এক সংবাদমাধ্যমে জেট এয়ারওয়েজ়ের এক পাইলট বলেন, "এটা শুধু আমাদের বকেয়া বেতন মেটানোর আন্দোলন নয়, এটা আমাদের বেঁচে থাকার আন্দোলন।"

ন্যাশানাল এভিয়েটরস গিল্ডের প্রেসিডেন্স জেট এয়ারওয়েজ়ের ম্যানেজমেন্টকে জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব পাইলটদের বকেয়া বেতন না মেটালে তারা বিমান চালানো বন্ধ করে দেবেন।

বর্তমানে জেট এয়ারওয়েজ়ের বাজারে ১ বিলিয়ন ডলার ঋণ রয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে টাকার দামে পতন, জ্বালানির দাম বৃদ্ধি ও গত কয়েক বছরে এয়ারলাইন্স ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধির জেরে চরম আর্থিক সংকটে পড়েছে জেট এয়ারওয়েজ়। ২৫ বছর আগে নরেশ গোয়েলের হাত ধরে শুরু হয়েছিল জেট এয়ারওয়েজ়ের পথ চলা। তিনি জানান, এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

Kolkata, Mar 19 (ANI): West Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday accused the Bharatiya Janata Party (BJP) of spreading misinformation about people in the state not having religious freedom, and challenged its party president Amit Shah and Prime Minister Narendra Modi for a competition of reciting Sanskrit Mantras as she asserted that Puja doesn't mean just sporting a 'tilak'. "Puja does not only mean sporting a 'tilak', Amit babu and Modi babu please come and have a competition of mantras with me. Let's see who knows more Sanskrit mantras," Banerjee said at a community event in Kolkata.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.