শ্রীনগর, 28 মে : IED-সহ গাড়ি আটকে আজ পুলওয়ামায় জঙ্গিদের বিস্ফোরণের পরিকল্পনা বানচাল করে দেয় ভারতীয় সেনা । আর এই গাড়ি বোমা বিস্ফোরণের পরিকল্পনায় সেই জইশ-ই-মহম্মদেরই ভূমিকা রয়েছে বলে জানাল কাশ্মীর পুলিশ । শুধু তাই নয়, এই কাজে জইশ-ই-মহম্মদকে আর এক জঙ্গি সংগঠন হিজ়বুল মুজাহিদিন সহায়তা করেছে বলেও কাশ্মীর পুলিশ সূত্রে খবর ।
কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনেরাল বিজয় কুমার জানান, তাঁদের কাছে আগে থেকেই খবর ছিল যে জইশ-ই-মহম্মদ এই গাড়ি-বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে । তাই তাঁদের অনুমান , হিজ়বুল মুজাহিদিনের জঙ্গি আদিলেরও জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগ ছিল ।
গতরাতে একটি চেক পয়েন্টে IED ভরতি হুন্ডাই স্যান্ট্রো গাড়িটিকে যখন আটকানো হয় তখন চালকের আসনে এই হিজ়বুল জঙ্গি আদিলই ছিল । বর্তমানে সে পলাতক । বিজয় কুমার জানান, আদিল সেনার গাড়িগুলিকে নিশানায় রেখেছিল । তিনি বলেন, "আমরা বাইর থেকে বিশেষজ্ঞদের দল ডাকছি । অনুমান করা হচ্ছে গাড়িটিতে 40-45 কেজি বিস্ফোরক ছিল । জইশ-ই-মহম্মদ এই ঘটনার প্রধান ভূমিকায় ছিল । হিজ়বুল মুজাহিদিন তাদের সহায়তা করে ।"
IED-সহ গাড়িটি আটক করার পর মনে করা হচ্ছিল, 2019-র মতোই পুলওয়ামায় বড়সড় হামলার ছক করা হয়েছিল । তাতে সিলমোহর দেন কাশ্মীর পুলিশের এই ইন্সপেক্টর জেনেরাল । তিনি বলেন, "নিঃসন্দেহে 2019-র পুলওয়ামা হামলার মতোই এবারের হামলার পরিকল্পনা করা হয়েছিল । কারণ এবারও সেনার গাড়িকেই কেবলমাত্র নিশানা করা হয়েছিল । "
গোয়েন্দাদের থেকে তথ্য পাওয়ার পর গতকাল থেকেই সতর্ক ছিল কাশ্মীর পুলিশ, সেনা ও আধাসামরিক বাহিনী । গতরাত থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের মাধ্যমে ওই IED ভরতি গাড়িটির খোঁজ করা হচ্ছিল । রাতের অন্ধকারে সেনা ও পুলিশের চোখে ধুলো দিয়ে প্রথমে একটি নাকা চেকিং উপেক্ষা করে পালিয়ে যেতে সক্ষম হয় ওই গাড়ির চালক । বিষয়টি সেনা বুঝতে পেরে পরবর্তী নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা দলকে তা জানিয়ে দেয় । এরপরেই একটি নাকা চেকিংয়ে IED ভরতি ওই হুন্ডাই গাড়িটিকে আটক করে সেনা । বানচাল করে জঙ্গিদের বিস্ফোরণের পরিকল্পনা ।