ETV Bharat / bharat

আপনার অবস্থান কোথায়? নীতীশকে প্রশ্ন দলের নেতার - বিহারের মুখ্যমন্ত্রী

দিল্লি বিধানসভা নির্বাচনে BJP-র সঙ্গে JDU-র জোটকে কেন্দ্র করে দলের মধ্যেই তৈরি হয়েছে ক্ষোভ ৷ পবন ভর্মা নামে এক নেতা মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চিঠি লিখেছেন ৷ তিনি তাঁর চিঠিটি টুইটারেও পোস্ট করেন ৷

Nitish Kumar
নীতীশ কুমার
author img

By

Published : Jan 21, 2020, 5:04 PM IST

Updated : Jan 21, 2020, 6:12 PM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে BJP-র সঙ্গে JDU-র জোটকে কেন্দ্র করে নীতীশ কুমারের দলের মধ্যেই তৈরি হয়েছে ক্ষোভ ৷ দলের অন্দরে সেই নিয়ে অনেক জল্পনা চললেও তা এতদিন প্রকাশ পায়নি ৷ জমা ক্ষোভেরই বহিঃপ্রকাশ পেল এবার চিঠিতে ৷ পবন ভর্মা নামক এক নেতা মঙ্গলবার মতাদর্শগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করে লম্বা এক চিঠি লিখেছেন ৷ তার এই চিঠিটি তিনি টুইটারেও পোস্ট করেন ৷ সেই চিঠিতে তিনি লিখেছেন, ‘এক সময় আপনি নিজেই ভারতকে RSSমুক্ত করতে চাইতেন ৷ আজ আপনি কী করছেন? BJP সম্পর্কে আপনার অবস্থান ঠিক কী,তা দয়া করে জানান’৷ তিনি বলেন, নীতীশবাবু একবার নয়, বহুবার BJP-RSS জুটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অতীতে ৷

গোটা দেশ যখন CAA-NRC নিয়ে উত্তাল, BJP-র জোটসঙ্গী অকালি দলও নাগরিকত্ব বিল নিয়ে অসন্তুষ্ট হওয়ায় দিল্লি নির্বাচনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে, সেই মুহূর্তে জনতা দল(ইউনাইটেড) BJP-র সঙ্গে হাত মেলানোয় স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ছিলেন দলের অনেকে ৷

তিনি চিঠিতে দলের নেতাকে মনে করিয়ে দেন যে, 2012 সালে তার সঙ্গে যখন প্রথমবার দেখা হয়েছিল তখন তিনি ভারতীয় বিদেশমন্ত্রকে কাজ করতেন, তখনও নীতীশ কুমার দীর্ঘ সময় ধরে নরেন্দ্র মোদি ও তার নীতি সম্পর্কে কথা বলেছিলেন ৷ RSSমুক্ত ভারতের স্বপ্নের কথাও বলেছিলেন এই নেতা ৷ পবন ভর্মার দাবি, নেতাদের ব্যক্তিগত মতামত ও দলীয় সিদ্ধান্তের মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাত ৷

বিহারে NRC-র প্রশ্ন নেই, বিধানসভায় বললেন নীতীশ

JDU সংসদে নাগরিকত্ব বিলের সপক্ষে ভোট দিলেও নীতীশ কুমার দলীয় বৈঠকে এই বিলের সমালোচনা করেছেন ৷ দলের এই দু-রকম মতামত নিয়ে দলের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন ৷

নয়াদিল্লি, 21 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে BJP-র সঙ্গে JDU-র জোটকে কেন্দ্র করে নীতীশ কুমারের দলের মধ্যেই তৈরি হয়েছে ক্ষোভ ৷ দলের অন্দরে সেই নিয়ে অনেক জল্পনা চললেও তা এতদিন প্রকাশ পায়নি ৷ জমা ক্ষোভেরই বহিঃপ্রকাশ পেল এবার চিঠিতে ৷ পবন ভর্মা নামক এক নেতা মঙ্গলবার মতাদর্শগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করে লম্বা এক চিঠি লিখেছেন ৷ তার এই চিঠিটি তিনি টুইটারেও পোস্ট করেন ৷ সেই চিঠিতে তিনি লিখেছেন, ‘এক সময় আপনি নিজেই ভারতকে RSSমুক্ত করতে চাইতেন ৷ আজ আপনি কী করছেন? BJP সম্পর্কে আপনার অবস্থান ঠিক কী,তা দয়া করে জানান’৷ তিনি বলেন, নীতীশবাবু একবার নয়, বহুবার BJP-RSS জুটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অতীতে ৷

গোটা দেশ যখন CAA-NRC নিয়ে উত্তাল, BJP-র জোটসঙ্গী অকালি দলও নাগরিকত্ব বিল নিয়ে অসন্তুষ্ট হওয়ায় দিল্লি নির্বাচনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে, সেই মুহূর্তে জনতা দল(ইউনাইটেড) BJP-র সঙ্গে হাত মেলানোয় স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ছিলেন দলের অনেকে ৷

তিনি চিঠিতে দলের নেতাকে মনে করিয়ে দেন যে, 2012 সালে তার সঙ্গে যখন প্রথমবার দেখা হয়েছিল তখন তিনি ভারতীয় বিদেশমন্ত্রকে কাজ করতেন, তখনও নীতীশ কুমার দীর্ঘ সময় ধরে নরেন্দ্র মোদি ও তার নীতি সম্পর্কে কথা বলেছিলেন ৷ RSSমুক্ত ভারতের স্বপ্নের কথাও বলেছিলেন এই নেতা ৷ পবন ভর্মার দাবি, নেতাদের ব্যক্তিগত মতামত ও দলীয় সিদ্ধান্তের মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাত ৷

বিহারে NRC-র প্রশ্ন নেই, বিধানসভায় বললেন নীতীশ

JDU সংসদে নাগরিকত্ব বিলের সপক্ষে ভোট দিলেও নীতীশ কুমার দলীয় বৈঠকে এই বিলের সমালোচনা করেছেন ৷ দলের এই দু-রকম মতামত নিয়ে দলের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন ৷

Chennai, Jan 21 (ANI): Dravida Munnetra Kazhagam (DMK) president MK Stalin chaired party executive meeting at party headquarters 'Anna Arivalayam' in Chennai on Jan 21. Six resolutions have been passed at the meeting including against NRC and NRP. In the meeting, they also passed resolutions in favour of granting Indian citizenship to Sri Lankan Tamil refugees.
Last Updated : Jan 21, 2020, 6:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.