নয়াদিল্লি, 21 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে BJP-র সঙ্গে JDU-র জোটকে কেন্দ্র করে নীতীশ কুমারের দলের মধ্যেই তৈরি হয়েছে ক্ষোভ ৷ দলের অন্দরে সেই নিয়ে অনেক জল্পনা চললেও তা এতদিন প্রকাশ পায়নি ৷ জমা ক্ষোভেরই বহিঃপ্রকাশ পেল এবার চিঠিতে ৷ পবন ভর্মা নামক এক নেতা মঙ্গলবার মতাদর্শগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করে লম্বা এক চিঠি লিখেছেন ৷ তার এই চিঠিটি তিনি টুইটারেও পোস্ট করেন ৷ সেই চিঠিতে তিনি লিখেছেন, ‘এক সময় আপনি নিজেই ভারতকে RSSমুক্ত করতে চাইতেন ৷ আজ আপনি কী করছেন? BJP সম্পর্কে আপনার অবস্থান ঠিক কী,তা দয়া করে জানান’৷ তিনি বলেন, নীতীশবাবু একবার নয়, বহুবার BJP-RSS জুটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অতীতে ৷
গোটা দেশ যখন CAA-NRC নিয়ে উত্তাল, BJP-র জোটসঙ্গী অকালি দলও নাগরিকত্ব বিল নিয়ে অসন্তুষ্ট হওয়ায় দিল্লি নির্বাচনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে, সেই মুহূর্তে জনতা দল(ইউনাইটেড) BJP-র সঙ্গে হাত মেলানোয় স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ছিলেন দলের অনেকে ৷
তিনি চিঠিতে দলের নেতাকে মনে করিয়ে দেন যে, 2012 সালে তার সঙ্গে যখন প্রথমবার দেখা হয়েছিল তখন তিনি ভারতীয় বিদেশমন্ত্রকে কাজ করতেন, তখনও নীতীশ কুমার দীর্ঘ সময় ধরে নরেন্দ্র মোদি ও তার নীতি সম্পর্কে কথা বলেছিলেন ৷ RSSমুক্ত ভারতের স্বপ্নের কথাও বলেছিলেন এই নেতা ৷ পবন ভর্মার দাবি, নেতাদের ব্যক্তিগত মতামত ও দলীয় সিদ্ধান্তের মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাত ৷
বিহারে NRC-র প্রশ্ন নেই, বিধানসভায় বললেন নীতীশ
JDU সংসদে নাগরিকত্ব বিলের সপক্ষে ভোট দিলেও নীতীশ কুমার দলীয় বৈঠকে এই বিলের সমালোচনা করেছেন ৷ দলের এই দু-রকম মতামত নিয়ে দলের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন ৷
আপনার অবস্থান কোথায়? নীতীশকে প্রশ্ন দলের নেতার - বিহারের মুখ্যমন্ত্রী
দিল্লি বিধানসভা নির্বাচনে BJP-র সঙ্গে JDU-র জোটকে কেন্দ্র করে দলের মধ্যেই তৈরি হয়েছে ক্ষোভ ৷ পবন ভর্মা নামে এক নেতা মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চিঠি লিখেছেন ৷ তিনি তাঁর চিঠিটি টুইটারেও পোস্ট করেন ৷
নয়াদিল্লি, 21 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে BJP-র সঙ্গে JDU-র জোটকে কেন্দ্র করে নীতীশ কুমারের দলের মধ্যেই তৈরি হয়েছে ক্ষোভ ৷ দলের অন্দরে সেই নিয়ে অনেক জল্পনা চললেও তা এতদিন প্রকাশ পায়নি ৷ জমা ক্ষোভেরই বহিঃপ্রকাশ পেল এবার চিঠিতে ৷ পবন ভর্মা নামক এক নেতা মঙ্গলবার মতাদর্শগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করে লম্বা এক চিঠি লিখেছেন ৷ তার এই চিঠিটি তিনি টুইটারেও পোস্ট করেন ৷ সেই চিঠিতে তিনি লিখেছেন, ‘এক সময় আপনি নিজেই ভারতকে RSSমুক্ত করতে চাইতেন ৷ আজ আপনি কী করছেন? BJP সম্পর্কে আপনার অবস্থান ঠিক কী,তা দয়া করে জানান’৷ তিনি বলেন, নীতীশবাবু একবার নয়, বহুবার BJP-RSS জুটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অতীতে ৷
গোটা দেশ যখন CAA-NRC নিয়ে উত্তাল, BJP-র জোটসঙ্গী অকালি দলও নাগরিকত্ব বিল নিয়ে অসন্তুষ্ট হওয়ায় দিল্লি নির্বাচনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে, সেই মুহূর্তে জনতা দল(ইউনাইটেড) BJP-র সঙ্গে হাত মেলানোয় স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ছিলেন দলের অনেকে ৷
তিনি চিঠিতে দলের নেতাকে মনে করিয়ে দেন যে, 2012 সালে তার সঙ্গে যখন প্রথমবার দেখা হয়েছিল তখন তিনি ভারতীয় বিদেশমন্ত্রকে কাজ করতেন, তখনও নীতীশ কুমার দীর্ঘ সময় ধরে নরেন্দ্র মোদি ও তার নীতি সম্পর্কে কথা বলেছিলেন ৷ RSSমুক্ত ভারতের স্বপ্নের কথাও বলেছিলেন এই নেতা ৷ পবন ভর্মার দাবি, নেতাদের ব্যক্তিগত মতামত ও দলীয় সিদ্ধান্তের মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাত ৷
বিহারে NRC-র প্রশ্ন নেই, বিধানসভায় বললেন নীতীশ
JDU সংসদে নাগরিকত্ব বিলের সপক্ষে ভোট দিলেও নীতীশ কুমার দলীয় বৈঠকে এই বিলের সমালোচনা করেছেন ৷ দলের এই দু-রকম মতামত নিয়ে দলের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন ৷