ETV Bharat / bharat

বিহার নির্বাচনের জন্য ভার্চুয়াল প্রচার শুরু নীতীশের - নীতীশ কুমার

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য ভার্চুয়াল প্রচার শুরু করলেন JD(U) প্রধান নীতীশ কুমার। আগামী ৬ দিন রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রচার চালাবেন তিনি ।

প্রচারে নীতীশ কুমার
ডিজিটাল প্রচারে নীতীশ কুমার
author img

By

Published : Jun 7, 2020, 4:43 PM IST

বিহার, 7 জন: আগামী অক্টোবর কিংবা নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তাই কোমর বেঁধে ভোটের প্রচারের ময়দানে নেমে পড়লেন জনতা দল (ইউনাইটেড)-র প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে কোরোনার জেরে এবার কিছুটা অন্যভাবেই প্রচারে নামলেন JD(U) প্রধান। রবিবার সীতামারহি, শিবহর, মধুবনি ও পূর্ব চম্পারন জেলার দলীয় নেতৃত্ব থেকে বুথ পর্যায়ের কর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রচার শুরু করলেন নীতীশ কুমার।

এই নির্বাচনী প্রচার চলবে 12 জুন পর্যন্ত। এই ছ-দিনে নীতীশ কুমার রাজ্যের 38 জেলায় দলীয় নেতৃত্ব থেকে বুথ পর্যায়ের কর্মীদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রচার চালাবেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা BJP নেতা অমিত শাহও দলীয় কর্মীদের নিয়ে গেরুয়া শিবির নামে ডিজিটাল সভা করবেন বিহারে।

এক নজরে দেখে নেব JD(U)-র 6 দিনের ভোট প্রচারের কর্মসূচি,

7 জুন - সীতামারি, শিবহর, মধুবনি, পূর্ব চম্পারনে ডিজিটাল সভা

8 জুন - দ্বারভাঙা, পূর্ণিয়া , কাথিহার, আরারিয়া, কিষাণগঞ্জ, সারাহসা, সুপাল এবং মাধেপূর্ণায় ডিজিটাল সভা

9 জুন- সিওয়ান, গোপালগঞ্জ, বৈশালী, সারানে ডিজিটাল সভা

10 জুন- সমস্তিপুর, খাগারিয়া, বেগুসরাই, ভাগলপুর, বাঁকা, মুঙ্গের, জামুই, শেখপুরা এবং লক্ষ্মীসরাই-এ সভা

11 জুন - পাটনা, নালন্দা, ভোজপুর, রহতাস, কৈমুরে সভা

12 জুন - জ়েহানাবাদ, আরওয়াল, নাওয়াদা, গয়া এবং ঔরঙ্গাবাদে ডিজিটাল সভা

বিহার, 7 জন: আগামী অক্টোবর কিংবা নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তাই কোমর বেঁধে ভোটের প্রচারের ময়দানে নেমে পড়লেন জনতা দল (ইউনাইটেড)-র প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে কোরোনার জেরে এবার কিছুটা অন্যভাবেই প্রচারে নামলেন JD(U) প্রধান। রবিবার সীতামারহি, শিবহর, মধুবনি ও পূর্ব চম্পারন জেলার দলীয় নেতৃত্ব থেকে বুথ পর্যায়ের কর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রচার শুরু করলেন নীতীশ কুমার।

এই নির্বাচনী প্রচার চলবে 12 জুন পর্যন্ত। এই ছ-দিনে নীতীশ কুমার রাজ্যের 38 জেলায় দলীয় নেতৃত্ব থেকে বুথ পর্যায়ের কর্মীদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রচার চালাবেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা BJP নেতা অমিত শাহও দলীয় কর্মীদের নিয়ে গেরুয়া শিবির নামে ডিজিটাল সভা করবেন বিহারে।

এক নজরে দেখে নেব JD(U)-র 6 দিনের ভোট প্রচারের কর্মসূচি,

7 জুন - সীতামারি, শিবহর, মধুবনি, পূর্ব চম্পারনে ডিজিটাল সভা

8 জুন - দ্বারভাঙা, পূর্ণিয়া , কাথিহার, আরারিয়া, কিষাণগঞ্জ, সারাহসা, সুপাল এবং মাধেপূর্ণায় ডিজিটাল সভা

9 জুন- সিওয়ান, গোপালগঞ্জ, বৈশালী, সারানে ডিজিটাল সভা

10 জুন- সমস্তিপুর, খাগারিয়া, বেগুসরাই, ভাগলপুর, বাঁকা, মুঙ্গের, জামুই, শেখপুরা এবং লক্ষ্মীসরাই-এ সভা

11 জুন - পাটনা, নালন্দা, ভোজপুর, রহতাস, কৈমুরে সভা

12 জুন - জ়েহানাবাদ, আরওয়াল, নাওয়াদা, গয়া এবং ঔরঙ্গাবাদে ডিজিটাল সভা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.