ETV Bharat / bharat

122 - 121 আসন সমঝোতায় JD(U) - BJP - বিহার ভোট

সাতটি আসন হিন্দুস্তানি আওয়াম মোর্চাকে দেওয়ার পরে JD(U)-এর সরাসরি আসন থাকছে 115 টি । তবে বিকাশশীল ইনসান পার্টিকে কটি আসন দেওয়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি BJP ।

নিতিশ কুমার
নিতিশ কুমার
author img

By

Published : Oct 6, 2020, 6:45 PM IST

পটনা, 6 অক্টোবর : বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আসন সমঝোতায় JD(U) ও BJP । 122 টি আসন নিজেদের হাতে রেখেছে নীতিশ কুমারের দল । এর মধ্যে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM)-কে দেওয়া হয়েছে সাতটি আসন । অন্যদিকে 121 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে BJP । BJP তাদের কোটা থেকে বিকাশশীল ইনসান পার্টিকে কিছু আসন দেবে ।

অর্থাৎ, সাতটি আসন হিন্দুস্তানি আওয়াম মোর্চাকে দেওয়ার পরে JD(U)-এর সরাসরি আসন থাকছে 115 টি । তবে বিকাশশীল ইনসান পার্টিকে ক'টি আসন দেওয়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি BJP ।

এদিকে চিরাগ পাসওয়ানের 'একলা চলো' সিদ্ধান্তের সমালোচনা করেন নীতিশ কুমার । লোক জনশক্তি পার্টির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "রাম বিলাস পাসওয়ানের শারীরিক অবস্থা ভালো নয় । আমরা চাই, তিনি সুস্থ হয়ে উঠুন । তিনি কি JD(U)-র সাহায্য ছাড়া রাজ্যসভায় যেতে পারতেন ? বিহারের বিধানসভায় তাঁদের ক'টা আসন রয়েছে ? দু'টি । BJP-JD(U)-ই তাঁকে রাজ্যসভার টিকিট দিয়েছে ।"

অন্যদিকে RJD -র সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে JMM ।

পটনা, 6 অক্টোবর : বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আসন সমঝোতায় JD(U) ও BJP । 122 টি আসন নিজেদের হাতে রেখেছে নীতিশ কুমারের দল । এর মধ্যে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM)-কে দেওয়া হয়েছে সাতটি আসন । অন্যদিকে 121 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে BJP । BJP তাদের কোটা থেকে বিকাশশীল ইনসান পার্টিকে কিছু আসন দেবে ।

অর্থাৎ, সাতটি আসন হিন্দুস্তানি আওয়াম মোর্চাকে দেওয়ার পরে JD(U)-এর সরাসরি আসন থাকছে 115 টি । তবে বিকাশশীল ইনসান পার্টিকে ক'টি আসন দেওয়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি BJP ।

এদিকে চিরাগ পাসওয়ানের 'একলা চলো' সিদ্ধান্তের সমালোচনা করেন নীতিশ কুমার । লোক জনশক্তি পার্টির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "রাম বিলাস পাসওয়ানের শারীরিক অবস্থা ভালো নয় । আমরা চাই, তিনি সুস্থ হয়ে উঠুন । তিনি কি JD(U)-র সাহায্য ছাড়া রাজ্যসভায় যেতে পারতেন ? বিহারের বিধানসভায় তাঁদের ক'টা আসন রয়েছে ? দু'টি । BJP-JD(U)-ই তাঁকে রাজ্যসভার টিকিট দিয়েছে ।"

অন্যদিকে RJD -র সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে JMM ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.