ETV Bharat / bharat

7 মাস পর বরফের ভিতর থেকে উদ্ধার জওয়ানের দেহ

author img

By

Published : Aug 17, 2020, 5:35 PM IST

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে শনিবার বরফের নিচ থেকে হাবিলদার রাজেন্দ্র সিং নেগির মৃতদেহ উদ্ধার হয় । জানুয়ারি মাস থেকে নিখোঁজ ছিলেন তিনি।

jawan buried under snow
jawan buried under snow

বারামুল্লা, 17 অগাস্ট : চলতি বছরের জানুয়ারি মাসে নিয়ন্ত্রণরেখার কাছে টহল চলাকালীন পা পিছলে পুরু বরফের মধ্যে পড়ে যান ভারতীয় সেনার 11 গারওয়াল রাইফেলসের জওয়ান রাজেন্দ্র সিং নেগি । টানা সাত মাস ধরে খোঁজ মেলেনি তাঁর । শনিবার কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছেই বরফের মধ্যে উদ্ধার হয় ওই সেনা জওয়ানের নিথর দেহ ।

উত্তরাখণ্ডের 36 বছর বয়সী ওই জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে, সে'দিন রাতেই তাঁর ব্যাটেলিয়নের এক আধিকারিক তাঁর স্ত্রী-কে এই খবর দেন । এতদিন নিখোঁজ থাকার পর শনিবার বরফ কিছুটা গললে হাবিলদারের দেহ দেখতে পান টহলরত অন্য জওয়ানরা ।

দীর্ঘদিন ধরে খোঁজ না মেলায় মে মাসে ঘোষণা করা হয় কোনও সংঘর্ষে শহিদ হয়েছেন রাজেন্দ্র সিং নেগি । পরিবারে রাজেন্দ্রর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে । গতকাল রাতে জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায় প্রশাসন। সরকার তাঁর পরিবারের পাশে রয়েছে বলেও জানানো হয় ৷

বারামুল্লা, 17 অগাস্ট : চলতি বছরের জানুয়ারি মাসে নিয়ন্ত্রণরেখার কাছে টহল চলাকালীন পা পিছলে পুরু বরফের মধ্যে পড়ে যান ভারতীয় সেনার 11 গারওয়াল রাইফেলসের জওয়ান রাজেন্দ্র সিং নেগি । টানা সাত মাস ধরে খোঁজ মেলেনি তাঁর । শনিবার কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছেই বরফের মধ্যে উদ্ধার হয় ওই সেনা জওয়ানের নিথর দেহ ।

উত্তরাখণ্ডের 36 বছর বয়সী ওই জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে, সে'দিন রাতেই তাঁর ব্যাটেলিয়নের এক আধিকারিক তাঁর স্ত্রী-কে এই খবর দেন । এতদিন নিখোঁজ থাকার পর শনিবার বরফ কিছুটা গললে হাবিলদারের দেহ দেখতে পান টহলরত অন্য জওয়ানরা ।

দীর্ঘদিন ধরে খোঁজ না মেলায় মে মাসে ঘোষণা করা হয় কোনও সংঘর্ষে শহিদ হয়েছেন রাজেন্দ্র সিং নেগি । পরিবারে রাজেন্দ্রর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে । গতকাল রাতে জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায় প্রশাসন। সরকার তাঁর পরিবারের পাশে রয়েছে বলেও জানানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.