ETV Bharat / bharat

দিল্লি বিমানবন্দরে আটক, কাশ্মীরে ফেরত পাঠিয়ে নজরবন্দী ফয়জ়ল - Shah Faesal Twitter

বুধবারই গৃহবন্দী করা হল প্রাক্তন IAS শাহ ফয়জ়লকে ৷ দিল্লি বিমানবন্দরে আজ তাঁকে আটক করা হয় ।

বুধবারই গৃহবন্দী করা হল প্রাক্তন IAS শাহ ফয়জ়লকে ৷ দিল্লি বিমানবন্দরে আজ তাঁকে আটক করা হয় ।
author img

By

Published : Aug 14, 2019, 4:45 PM IST

শ্রীনগর, 13 অগাস্ট : আমলার চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন ৷ বুধবারই গৃহবন্দী করা হল প্রাক্তন IAS শাহ ফয়জ়লকে ৷ দিল্লি বিমানবন্দরে আজ তাঁকে আটক করা হয় । সেখান থেকে আবার কাশ্মীরে ফেরত পাঠানো হয়েছে ফয়জ়লকে । সূত্রের খবর, ইস্তানবুলে যাচ্ছিলেন তিনি ৷

IAS থেকে রাজনীতিতে আসা ফয়জ়ল 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন ৷ কাশ্মীরের পরিস্থিতি জানিয়ে বলেছেন, 80 লক্ষ মানুষকে যেন দাবিয়ে রাখা হয়েছে। কী যে হতে চলেছে, কেউ বুঝতে পারছেন না ৷ 370 বিলোপের চেয়েও মানুষ বেশি ক্ষুব্ধ রাজ্যের মর্যাদা চলে যাওয়ায় ।

মঙ্গলবার টুইট বিবৃতি দিয়ে রাজনৈতিক অধিকার ফিরে পেতে কাশ্মীরে অহিংস রাজনৈতিক গণ আন্দোলনের কথা বলেন শাহ । তিনি টুইট করেন, ‘‘রাজনৈতিক অধিকার ফিরে পেতে কাশ্মীরের প্রয়োজন একটি দীর্ঘস্থায়ী অহিংস রাজনৈতিক গণ আন্দোলন । 370 ধারা বিলুপ্তি মূলধারাকে ধ্বংস করে দিয়েছে । সাংবিধানিকরা চলে গিয়েছেন । সুতরাং এখন আপনি এখন কেবল চাটুকার নয়তো বিচ্ছিন্নতাবাদী হতে পারেন । কোনও ধূসরতার ছায়া নেই ।''

দীর্ঘ দশ বছর ধরে সরকারি কর্তা থাকার সময়ে যেন জেলেই ছিলেন । সেই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতেই আমলার পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন 2009 সালে IAS বাছাই তালিকার শীর্ষে থাকা শাহ ফয়জ়ল৷

একটি টুইটে ফয়জ়ল এও উল্লেখ করেছিলেন, ''কাশ্মীরে কোনও ইদ হয়নি৷ অন্যায়ভাবে জমি কেড়ে নেওয়া হয়েছে কাশ্মীরিদের ৷ '' এর আগে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লারাও টুইট করে নিজেদের গৃহবন্দীত্বের কথা সকলকে জানিয়েছিলেন ৷ এবার গৃহবন্দী করা হল ফয়জ়লকেও ৷

শ্রীনগর, 13 অগাস্ট : আমলার চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন ৷ বুধবারই গৃহবন্দী করা হল প্রাক্তন IAS শাহ ফয়জ়লকে ৷ দিল্লি বিমানবন্দরে আজ তাঁকে আটক করা হয় । সেখান থেকে আবার কাশ্মীরে ফেরত পাঠানো হয়েছে ফয়জ়লকে । সূত্রের খবর, ইস্তানবুলে যাচ্ছিলেন তিনি ৷

IAS থেকে রাজনীতিতে আসা ফয়জ়ল 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন ৷ কাশ্মীরের পরিস্থিতি জানিয়ে বলেছেন, 80 লক্ষ মানুষকে যেন দাবিয়ে রাখা হয়েছে। কী যে হতে চলেছে, কেউ বুঝতে পারছেন না ৷ 370 বিলোপের চেয়েও মানুষ বেশি ক্ষুব্ধ রাজ্যের মর্যাদা চলে যাওয়ায় ।

মঙ্গলবার টুইট বিবৃতি দিয়ে রাজনৈতিক অধিকার ফিরে পেতে কাশ্মীরে অহিংস রাজনৈতিক গণ আন্দোলনের কথা বলেন শাহ । তিনি টুইট করেন, ‘‘রাজনৈতিক অধিকার ফিরে পেতে কাশ্মীরের প্রয়োজন একটি দীর্ঘস্থায়ী অহিংস রাজনৈতিক গণ আন্দোলন । 370 ধারা বিলুপ্তি মূলধারাকে ধ্বংস করে দিয়েছে । সাংবিধানিকরা চলে গিয়েছেন । সুতরাং এখন আপনি এখন কেবল চাটুকার নয়তো বিচ্ছিন্নতাবাদী হতে পারেন । কোনও ধূসরতার ছায়া নেই ।''

দীর্ঘ দশ বছর ধরে সরকারি কর্তা থাকার সময়ে যেন জেলেই ছিলেন । সেই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতেই আমলার পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন 2009 সালে IAS বাছাই তালিকার শীর্ষে থাকা শাহ ফয়জ়ল৷

একটি টুইটে ফয়জ়ল এও উল্লেখ করেছিলেন, ''কাশ্মীরে কোনও ইদ হয়নি৷ অন্যায়ভাবে জমি কেড়ে নেওয়া হয়েছে কাশ্মীরিদের ৷ '' এর আগে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লারাও টুইট করে নিজেদের গৃহবন্দীত্বের কথা সকলকে জানিয়েছিলেন ৷ এবার গৃহবন্দী করা হল ফয়জ়লকেও ৷

New Delhi, Aug 14 (ANI): Researchers have designed a new type of Rubik's Cube that is not only extra fun to play with but could also help in storing and detecting information for monitoring health conditions. The squishy cube is built using self-healing coloured hydrogel blocks. Similar to the standard 3x3x3 Rubik's Cube, the squishy version can also be rotated, with the structure locking into place after 24 hours, an official release on The University of Texas at Austin notes. Researchers from the US and China who built the cube are exploring ways to encode information into the cube similar to QR codes that could help monitor patient's chemical changes in conditions such as diabetes. The squishy Rubik's Cube can form 43 quintillion configurations, enabling a vast amount of data storage.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.