ETV Bharat / bharat

আজ ফের জম্মু ও কাশ্মীর এবং দিল্লিতে তল্লাশি অভিযান NIA-র - NIA Searches continued in Srinagar

NIA-র তরফে জানানো হয়েছে , কয়েকটি NGO ও ট্রাস্ট চ্যারিটির কাজকর্মের নামে ভারত ও বিদেশে তহবিল গড়ে তুলছে । কিন্তু সেই তহবিলের অর্থ জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী কাজকর্মে ব্য়বহার করা হচ্ছে । সন্ত্রাসবাদ যোগের অনুমান করে তার তদন্তে একাধিক জায়গায় তদন্ত চালাচ্ছে NIA

NIA
তল্লাশি অভিযান NIA-র
author img

By

Published : Oct 29, 2020, 10:46 AM IST

দিল্লি, 29 অক্টোবর : জম্মু ও কাশ্মীরে তল্লাশি অভিযান জারি রাখল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) । সেইসঙ্গে দিল্লিতেও চলে অভিযান। আজ শ্রীনগর ও দিল্লির 9টি জায়গায় তল্লাশি চালায় NIA । NGO-র তহবিলে সন্ত্রাস যোগের অনুমানে এই তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা । দিল্লি ও শ্রীনগরের মোট ছয়টি NGO ও ট্রাস্টে অভিযান চালায় তদন্তকারী দল ।

বুধবার NIA শ্রীনগর ও বান্দিপোরার দশটি জায়গায় এবং বেঙ্গালুরুতে একটি জায়গায় তদন্ত চালিয়েছিল । NIA-র তরফে জানানো হয়েছে, কয়েকটি NGO ও ট্রাস্ট চ্যারিটির কাজকর্মের নামে ভারত ও বিদেশে তহবিল গড়ে তুলছে । কিন্তু সেই তহবিলের অর্থ জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী কাজকর্মে ব্য়বহার করা হচ্ছে । সন্ত্রাসবাদ যোগের অনুমান করে তার তদন্তে একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে NIA । 8 অক্টোবর সেকসন 120 বি , 124 এ IPC ধারায় এবং 17 , 18 , 22 এ, 22 সি , 38, 39 and 40 UA(P)A ধারায় মামলা দায়ের করেছে জাতীয় তদন্তকারী দল ।

ইতিমধ্যে শোনওয়ারের মানবাধিকার কর্মী খুররম পারভেজ়ের বাড়ি, তাঁর সহকারী পারভেজ় আহমেদ ভুখারির বাড়ি , পারভেজ় আহমেদ মাত্তা , NGO-র অফিসে তদন্তকারীরা অভিযান চালান ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে ।

দিল্লি, 29 অক্টোবর : জম্মু ও কাশ্মীরে তল্লাশি অভিযান জারি রাখল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) । সেইসঙ্গে দিল্লিতেও চলে অভিযান। আজ শ্রীনগর ও দিল্লির 9টি জায়গায় তল্লাশি চালায় NIA । NGO-র তহবিলে সন্ত্রাস যোগের অনুমানে এই তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা । দিল্লি ও শ্রীনগরের মোট ছয়টি NGO ও ট্রাস্টে অভিযান চালায় তদন্তকারী দল ।

বুধবার NIA শ্রীনগর ও বান্দিপোরার দশটি জায়গায় এবং বেঙ্গালুরুতে একটি জায়গায় তদন্ত চালিয়েছিল । NIA-র তরফে জানানো হয়েছে, কয়েকটি NGO ও ট্রাস্ট চ্যারিটির কাজকর্মের নামে ভারত ও বিদেশে তহবিল গড়ে তুলছে । কিন্তু সেই তহবিলের অর্থ জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী কাজকর্মে ব্য়বহার করা হচ্ছে । সন্ত্রাসবাদ যোগের অনুমান করে তার তদন্তে একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে NIA । 8 অক্টোবর সেকসন 120 বি , 124 এ IPC ধারায় এবং 17 , 18 , 22 এ, 22 সি , 38, 39 and 40 UA(P)A ধারায় মামলা দায়ের করেছে জাতীয় তদন্তকারী দল ।

ইতিমধ্যে শোনওয়ারের মানবাধিকার কর্মী খুররম পারভেজ়ের বাড়ি, তাঁর সহকারী পারভেজ় আহমেদ ভুখারির বাড়ি , পারভেজ় আহমেদ মাত্তা , NGO-র অফিসে তদন্তকারীরা অভিযান চালান ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.