ETV Bharat / bharat

আর্মি ক্যাম্পে ফিরছিলেন, মাঝপথ থেকে নিরুদ্দেশ জওয়ান - নিরুদ্দেশ জওয়ান

কুলগামের রামভামা এলাকায় ওই নিখোঁজ জওয়ানের পোড়া গাড়ি পাওয়া গেছে ৷

ইদ পালন করে কাজে ফিরছিলেন, মাঝপথ থেকে নিরুদ্দেশ জওয়ান
ইদ পালন করে কাজে ফিরছিলেন, মাঝপথ থেকে নিরুদ্দেশ জওয়ান
author img

By

Published : Aug 3, 2020, 6:16 PM IST

Updated : Aug 3, 2020, 6:59 PM IST

শ্রীনগর, 3 অগাস্ট : কুলগাম থেকে নিরুদ্দেশ এক ভারতীয় জওয়ান ৷ পরিবারের সঙ্গে ইদ পালন করে কাজে ফিরছিলেন সাকির মনজুর ওয়াঘহে নামে ওই টেরিটোরিয়াল আর্মি জওয়ান ৷ কিন্তু দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার রামভামা এলাকা থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ ওই এলাকায় জওয়ানের পোড়া গাড়ি পাওয়া গেছে ৷ জঙ্গিরা তাঁকে অপহরণ করেছে বলে অনুমান করা হচ্ছে ৷

সাকির মনজুর ওয়াঘহে নামে ওই জওয়ান সোপিয়ানের ঋষিপোরার বাসিন্দা ৷ কয়েকদিন আগে ইদে উপলক্ষ্যে ছুটি নিয়ে বাড়ি গেছিলেন তিনি ৷ রবিবার নিকটবর্তী বালাপোরার আর্মি ক্যাম্পে কাজে যোগ দিতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি ৷ কিন্ত কুলগামের রামভামা এলাকা থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ ওই এলাকায় সাকিরের পোড়া গাড়ির খোঁজ পেয়েছে পুলিশ ৷ এই বিষয়ে সাকিরের খুড়তুতো ভাই তারিক আহমেদ বলেন, "দাদা বালাপোরায় কাজে যোগ দিতে যাচ্ছিল ৷ মাঝপথ থেকে কিছু লোক তাঁকে অপহরণ করে নিয়ে গেছে ৷ অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা দাদার গাড়িটিও পুড়িয়ে দিয়েছে ৷ তাদের কাছে অনুরোধ করছি দাদাকে যেন ছেড়ে দেওয়া হয় ৷ বাড়িতে চার বোন ও বৃদ্ধ বাবা-মা রয়েছে ৷ অন্তত ওদের কথা ভেবে দাদাকে ছেড়ে দেওয়া হোক ৷" ছেলেকে মুক্তি দেওয়ার কাতর আবেদন জানিয়েছেন ওই জওয়ানের বৃদ্ধ বাবা মনজুর আহমেদ ওয়াগহে ৷ তিনি বলেছেন, "তোমাদের কাছে হাতজোড় করছি ৷ আমার ছেলেকে ছেড়ে দাও ৷ আমি ওকে পদত্যাগ করার জন্য রাজি করাব ৷"

ইদ পালন করে আর্মি ক্যাম্পে ফিরছিলেন, মাথপথ থেকে নিরুদ্দেশ জওয়ান
ইদ পালন করে আর্মি ক্যাম্পে ফিরছিলেন, মাথপথ থেকে নিরুদ্দেশ জওয়ান

ওই জওয়ানের খোঁজে কুলগামের বিভিন্ন এলাকায় জোরকদমে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ৷ তবে অফ ডিউটি জওয়ানকে অপহরণ করার ঘটনা এই প্রথম নয় ৷ 2017 সালের 9 মে লেফটেন্যান্ট উম্মের ফৈয়াজকে সোপিয়ানে তাঁর আত্মীয়ের বাড়ি থেকে অপহরণ করেছিল 6 জঙ্গি ৷ পরদিন সকালে হারমান এলাকা থেকে তাঁর গুলিতে ঝাঁঝরা হওয়া দেহ পাওয়া যায় ৷

শ্রীনগর, 3 অগাস্ট : কুলগাম থেকে নিরুদ্দেশ এক ভারতীয় জওয়ান ৷ পরিবারের সঙ্গে ইদ পালন করে কাজে ফিরছিলেন সাকির মনজুর ওয়াঘহে নামে ওই টেরিটোরিয়াল আর্মি জওয়ান ৷ কিন্তু দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার রামভামা এলাকা থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ ওই এলাকায় জওয়ানের পোড়া গাড়ি পাওয়া গেছে ৷ জঙ্গিরা তাঁকে অপহরণ করেছে বলে অনুমান করা হচ্ছে ৷

সাকির মনজুর ওয়াঘহে নামে ওই জওয়ান সোপিয়ানের ঋষিপোরার বাসিন্দা ৷ কয়েকদিন আগে ইদে উপলক্ষ্যে ছুটি নিয়ে বাড়ি গেছিলেন তিনি ৷ রবিবার নিকটবর্তী বালাপোরার আর্মি ক্যাম্পে কাজে যোগ দিতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি ৷ কিন্ত কুলগামের রামভামা এলাকা থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ ওই এলাকায় সাকিরের পোড়া গাড়ির খোঁজ পেয়েছে পুলিশ ৷ এই বিষয়ে সাকিরের খুড়তুতো ভাই তারিক আহমেদ বলেন, "দাদা বালাপোরায় কাজে যোগ দিতে যাচ্ছিল ৷ মাঝপথ থেকে কিছু লোক তাঁকে অপহরণ করে নিয়ে গেছে ৷ অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা দাদার গাড়িটিও পুড়িয়ে দিয়েছে ৷ তাদের কাছে অনুরোধ করছি দাদাকে যেন ছেড়ে দেওয়া হয় ৷ বাড়িতে চার বোন ও বৃদ্ধ বাবা-মা রয়েছে ৷ অন্তত ওদের কথা ভেবে দাদাকে ছেড়ে দেওয়া হোক ৷" ছেলেকে মুক্তি দেওয়ার কাতর আবেদন জানিয়েছেন ওই জওয়ানের বৃদ্ধ বাবা মনজুর আহমেদ ওয়াগহে ৷ তিনি বলেছেন, "তোমাদের কাছে হাতজোড় করছি ৷ আমার ছেলেকে ছেড়ে দাও ৷ আমি ওকে পদত্যাগ করার জন্য রাজি করাব ৷"

ইদ পালন করে আর্মি ক্যাম্পে ফিরছিলেন, মাথপথ থেকে নিরুদ্দেশ জওয়ান
ইদ পালন করে আর্মি ক্যাম্পে ফিরছিলেন, মাথপথ থেকে নিরুদ্দেশ জওয়ান

ওই জওয়ানের খোঁজে কুলগামের বিভিন্ন এলাকায় জোরকদমে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ৷ তবে অফ ডিউটি জওয়ানকে অপহরণ করার ঘটনা এই প্রথম নয় ৷ 2017 সালের 9 মে লেফটেন্যান্ট উম্মের ফৈয়াজকে সোপিয়ানে তাঁর আত্মীয়ের বাড়ি থেকে অপহরণ করেছিল 6 জঙ্গি ৷ পরদিন সকালে হারমান এলাকা থেকে তাঁর গুলিতে ঝাঁঝরা হওয়া দেহ পাওয়া যায় ৷

Last Updated : Aug 3, 2020, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.