ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে এই প্রথম হতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন

author img

By

Published : Aug 13, 2019, 8:43 PM IST

Updated : Aug 13, 2019, 9:17 PM IST

এই প্রথম জম্মু ও কাশ্মীরে বিনিয়োগকারীদের সম্মেলন আয়োজিত হচ্ছে ৷ 12 অক্টোবর শুরু হবে এই সম্মেলন ৷ চলবে 14 অক্টোবর পর্যন্ত ৷370 ধারা প্রত্যাহারের এক সপ্তাহ পর আন্তর্জাতিক স্তরের এই সম্মেলনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ তিনদিন ধরে চলবে এই সম্মেলন ৷

ফাইল ফোটো

শ্রীনগর, 13 অগাস্ট : এই প্রথম জম্মু ও কাশ্মীরে বিনিয়োগকারীদের সম্মেলন আয়োজিত হচ্ছে ৷ 370 ধারা প্রত্যাহারের এক সপ্তাহ পর আন্তর্জাতিক স্তরের এই সম্মেলনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ তিনদিন ধরে চলবে এই সম্মেলন ৷

12 অক্টোবর শুরু হবে এই সম্মেলন ৷ চলবে 14 অক্টোবর পর্যন্ত ৷ আজ একথা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব (শিল্প ও বাণিজ্য) এন কে চৌধুরি ৷ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "এই প্রথমবার রাজ্যে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন হবে ৷ 12 অক্টোবর শ্রীনগরে উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং 14 অক্টোবর জম্মুতে সমাপ্তি অনুষ্ঠান রয়েছে ৷ দুই শহরে তিনদিন ধরে নানান প্রযুক্তি বিষয়ক সেশন ও কর্মশালা চলবে ৷ কাতরা ও অন্য শহরেও নানান সেশন ও কর্মশালা চলবে ৷ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন ৷ অংশ নেবেন কেন্দ্রীয় প্রতিনিধি, মন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের সচিবরা ৷ তবে এই মুহূর্তে তাঁদের নাম জানানো সম্ভব নয় ৷"

তিনি আরও জানান, "প্রায় 2000 দেশি, বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ আশা করা যায়, বেশিরভাগ বিনিযোগকারীরাই অংশ নেবেন ৷ এই সম্মেলনে যে ক্ষেত্রগুলিতে বিশেষভাবে নজর দেওয়া হবে সেগুলি হল-কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা, খাদ্য প্রক্রিয়াকরণ, সিনেমা, প্রযুক্তি, ভ্রমণ, তথ্য প্রযুক্তি, হস্তশিল্প ও স্বাস্থ্য ৷"

এবছরই প্রতিষ্ঠা করা হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ট্রেড প্রমোশন অরগানাইজেশন (JKTPO) ৷ এই সম্মেলন পরিচালনায় উক্ত সংস্থাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ৷ সমস্ত বিনিয়োগকারীদের উপস্থিতি নিশ্চিত করা, দেশের মধ্যে ও বাইরে রোড শো'র আয়োজন করার ক্ষেত্রে এদের মুখ্য ভূমিকা গ্রহণ করবে ৷ দেশের মধ্যে আহমেদাবাদ, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুতে হবে রোড শো ৷ দেশের বাইরে দুবাই, আবু ধাবি, সিঙ্গাপুর, লন্ডন ও মালয়েশিয়াতেও হবে রোড শো৷

অনুষ্ঠানের পূর্বে স্পনসর ও সংবাদমাধ্যমদের একটি বৈঠকও হবে দিল্লিতে ৷

শ্রীনগর, 13 অগাস্ট : এই প্রথম জম্মু ও কাশ্মীরে বিনিয়োগকারীদের সম্মেলন আয়োজিত হচ্ছে ৷ 370 ধারা প্রত্যাহারের এক সপ্তাহ পর আন্তর্জাতিক স্তরের এই সম্মেলনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ তিনদিন ধরে চলবে এই সম্মেলন ৷

12 অক্টোবর শুরু হবে এই সম্মেলন ৷ চলবে 14 অক্টোবর পর্যন্ত ৷ আজ একথা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব (শিল্প ও বাণিজ্য) এন কে চৌধুরি ৷ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "এই প্রথমবার রাজ্যে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন হবে ৷ 12 অক্টোবর শ্রীনগরে উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং 14 অক্টোবর জম্মুতে সমাপ্তি অনুষ্ঠান রয়েছে ৷ দুই শহরে তিনদিন ধরে নানান প্রযুক্তি বিষয়ক সেশন ও কর্মশালা চলবে ৷ কাতরা ও অন্য শহরেও নানান সেশন ও কর্মশালা চলবে ৷ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন ৷ অংশ নেবেন কেন্দ্রীয় প্রতিনিধি, মন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের সচিবরা ৷ তবে এই মুহূর্তে তাঁদের নাম জানানো সম্ভব নয় ৷"

তিনি আরও জানান, "প্রায় 2000 দেশি, বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ আশা করা যায়, বেশিরভাগ বিনিযোগকারীরাই অংশ নেবেন ৷ এই সম্মেলনে যে ক্ষেত্রগুলিতে বিশেষভাবে নজর দেওয়া হবে সেগুলি হল-কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা, খাদ্য প্রক্রিয়াকরণ, সিনেমা, প্রযুক্তি, ভ্রমণ, তথ্য প্রযুক্তি, হস্তশিল্প ও স্বাস্থ্য ৷"

এবছরই প্রতিষ্ঠা করা হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ট্রেড প্রমোশন অরগানাইজেশন (JKTPO) ৷ এই সম্মেলন পরিচালনায় উক্ত সংস্থাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ৷ সমস্ত বিনিয়োগকারীদের উপস্থিতি নিশ্চিত করা, দেশের মধ্যে ও বাইরে রোড শো'র আয়োজন করার ক্ষেত্রে এদের মুখ্য ভূমিকা গ্রহণ করবে ৷ দেশের মধ্যে আহমেদাবাদ, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুতে হবে রোড শো ৷ দেশের বাইরে দুবাই, আবু ধাবি, সিঙ্গাপুর, লন্ডন ও মালয়েশিয়াতেও হবে রোড শো৷

অনুষ্ঠানের পূর্বে স্পনসর ও সংবাদমাধ্যমদের একটি বৈঠকও হবে দিল্লিতে ৷

Prayagraj (UP), Aug 13 (ANI): A newly married woman accused her husband, residing in Saudi Arabia, of giving her 'triple talaq' (divorce) over the phone for failing to pay dowry, police said on August 12. "My in-laws used to demand a two-wheeler and Rs 1 lakh in cash from me. After I refused to give them the dowry, my husband gave triple talaq to me over the phone," said the woman, who got married in April earlier this year. The police have registered an FIR against the accused and his family. "He abused her over the phone and divorced her. Muslim Women (Protection of Rights on Marriage) Act, 2019 has been invoked," the Superintendent of Police (Crime) told media persons. The Muslim Women (Protection of Rights on Marriage), Bill, 2019, which criminalises instant 'triple talaq' among Muslims and attracts a jail term of three years for the husband came into force on August 1.
Last Updated : Aug 13, 2019, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.