রাজৌরি, 11 জুন : জম্মু-কাশ্মীরের রাজৌরির খড়ি নাদর গ্রামের একটি জঙ্গলে আগুন লাগল । পাকিস্তানি সেনা যুদ্ধবিরতি লঙ্খন করে গুলি চালায় এবং মর্টার শেল ছোড়ে । এর ফলে জঙ্গলে একটা বড় অংশ আগুনের গ্রাসে চলে আসে ।
গত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে ।পাকিস্তানি সেনা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে । পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা । জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় পাকিস্তানি সেনার ছোড়া মর্টারে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । অনেক পশুর মৃত্যু হয়েছে । সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । সীমান্তে বসবাসকারী বহু মানুষ প্রাণ বাঁচাতে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে লুকিয়েছেন ।
পাকিস্তানের ছোড়া মর্টার শেলে গুরুতর জখম হন মাঞ্জাকোট সেক্টরের এক স্থানীয় বাসিন্দা । তাঁকে হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের পর শেল বের করা হয় ।
আজ ভোরে পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ হন এক ভারতীয় জওয়ান । জখম হয়েছেন আরও একজন । তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এখনও চলছে গুলির লড়াই ।