ETV Bharat / bharat

পুলওয়ামার থেকেও বড় হামলার ছক জইশের : গোয়েন্দা রিপোর্ট - Jaish-e-Mohammad

পুলওয়ামা হামলার থেকেও বড় হামলার ছক কষছে জইশ

প্রতীকী ছবি
author img

By

Published : Feb 21, 2019, 10:21 AM IST

শ্রীনগর, ২১ ফেব্রুয়ারি : পুলওয়ামা হামলার থেকেও বড়মাপের হামলা চালানোর পরিকল্পনা করছে জইশ-ই-মহম্মদ। পাকিস্তানের জইশ নেতৃত্ব ও কাশ্মীরের জঙ্গিদের মধ্যে ফোনে হওয়া কথাবার্তায় আড়ি পেতে গোয়েন্দাদের হাতে এই তথ্য এসেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

গত কয়েক বছর জইশ-ই-মহম্মদের শীর্ষ স্থানীয় একাধিক নেতাকে কাশ্মীরে নিরাপত্তাবাহিনী খতম করেছে। তারপরও ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রায় ৪০ জন জওয়ান শহিদ হয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলওয়ামা হামলার পর জইশ নেতৃত্ব রীতিমতো উজ্জীবিত হয়েছে। তাই নিরাপত্তাবাহিনীর উপর আরও বড় হামলার পরিকল্পনা করছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মীর বা ভারতের অন্য কোনও রাজ্যে ফের বড়মাপের হামলার পরিকল্পনা করছে জইশ।

গোয়েন্দা সূত্রের খবর, গত বছরের ডিসেম্বরে ২১ জন জইশ জঙ্গি কাশ্মীরে ঢুকেছে। তাঁদের মধ্যে তিনজনকে আত্মঘাতী হামলা চালানোর জন্য পাঠানো হয়েছে। জম্মু ও কাশ্মীর সহ ভারতের অন্য রাজ্যগুলিতে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।

জঙ্গিদের কথোপকথনের আড়ি পেতে গোয়েন্দাদের হাতে আরও তথ্য এসেছে। গোয়েন্দা সূত্রে খবর, পুলওয়ামা হামলার প্রস্তুতি নিয়ে জইশ-ই-মহম্মদ একটি ভিডিয়ো প্রকাশ করবে। তাতে আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারকে মহিমান্বিত করে দেখানো হবে। গোয়েন্দাদের দাবি, কাশ্মীরের যুবসমাজকে জইশের দিকে টানতে এই ভিডিয়ো ব্যবহার করা হবে।

undefined

পুলিশ সূত্রে খবর, পুলওয়ামা হামলার পর ভারতের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর জন্য এটা জইশের ছক হতে পারে। এক সিনিয়র পুলিশ আধিকারিক বলেন, "যেহেতু বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা এড়িয়ে যেতে পারব না।"

শ্রীনগর, ২১ ফেব্রুয়ারি : পুলওয়ামা হামলার থেকেও বড়মাপের হামলা চালানোর পরিকল্পনা করছে জইশ-ই-মহম্মদ। পাকিস্তানের জইশ নেতৃত্ব ও কাশ্মীরের জঙ্গিদের মধ্যে ফোনে হওয়া কথাবার্তায় আড়ি পেতে গোয়েন্দাদের হাতে এই তথ্য এসেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

গত কয়েক বছর জইশ-ই-মহম্মদের শীর্ষ স্থানীয় একাধিক নেতাকে কাশ্মীরে নিরাপত্তাবাহিনী খতম করেছে। তারপরও ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রায় ৪০ জন জওয়ান শহিদ হয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলওয়ামা হামলার পর জইশ নেতৃত্ব রীতিমতো উজ্জীবিত হয়েছে। তাই নিরাপত্তাবাহিনীর উপর আরও বড় হামলার পরিকল্পনা করছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মীর বা ভারতের অন্য কোনও রাজ্যে ফের বড়মাপের হামলার পরিকল্পনা করছে জইশ।

গোয়েন্দা সূত্রের খবর, গত বছরের ডিসেম্বরে ২১ জন জইশ জঙ্গি কাশ্মীরে ঢুকেছে। তাঁদের মধ্যে তিনজনকে আত্মঘাতী হামলা চালানোর জন্য পাঠানো হয়েছে। জম্মু ও কাশ্মীর সহ ভারতের অন্য রাজ্যগুলিতে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।

জঙ্গিদের কথোপকথনের আড়ি পেতে গোয়েন্দাদের হাতে আরও তথ্য এসেছে। গোয়েন্দা সূত্রে খবর, পুলওয়ামা হামলার প্রস্তুতি নিয়ে জইশ-ই-মহম্মদ একটি ভিডিয়ো প্রকাশ করবে। তাতে আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারকে মহিমান্বিত করে দেখানো হবে। গোয়েন্দাদের দাবি, কাশ্মীরের যুবসমাজকে জইশের দিকে টানতে এই ভিডিয়ো ব্যবহার করা হবে।

undefined

পুলিশ সূত্রে খবর, পুলওয়ামা হামলার পর ভারতের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর জন্য এটা জইশের ছক হতে পারে। এক সিনিয়র পুলিশ আধিকারিক বলেন, "যেহেতু বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা এড়িয়ে যেতে পারব না।"


Rajouri (Jammu and Kashmir), Feb 21 (ANI): Keeping in view the frequent ceasefire violations at the border areas in Jammu and Kashmir, the state administration is constructing community bunkers so that people living near the border areas could shift in these makeshift places during cross-border firings. Speaking on this, Rajouri District's Development Commissioner Mohammad Aijaz Asad said, "They had to be shifted whenever there was firing/ceasefire violation. It's a safe shelter for them,"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.