ETV Bharat / bharat

বায়ুসেনার এয়ারবেসে আত্মঘাতী হামলার ছক জইশ-ই-মহম্মদের !

জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এয়ারবেসে আত্মঘাতী হামলা চালাতে পারে জইশ-ই-মহম্মদ জঙ্গিরা । রিপোর্ট পেয়েই সতর্ক হয়েছে IAF । নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে ।

author img

By

Published : Sep 25, 2019, 10:11 AM IST

ছবিটি প্রতীকী

দিল্লি, 25 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এয়ারবেসে আত্মঘাতী হামলা চালাতে পারে জইশ-ই-মহম্মদ জঙ্গিরা । শ্রীনগর, অবন্তিপুরা, জম্মু, পাঠানকোট, হিন্দোনের এয়ারবেসে জারি হয়েছে হাই অ্যালার্ট (অরেঞ্জ লেভেল) ।

গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কিছুদিনের মধ্যে 8-10 জন জইশ জঙ্গি ভারতীয় বায়ুসেনার এয়ারবেসগুলিতে আত্মঘাতী হামলা চালাতে পারে । তারা ভারতে প্রবেশের চেষ্টাও করছে । রিপোর্ট পেয়েই সতর্ক হয়েছে IAF । নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে ।

2016 সালে এরকমই এক হামলা হয়েছিল পাঠানকোট এয়ারবেসে । প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন জওয়ান । পালটা পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারত । খতম হয় 50-এর বেশি জঙ্গি । গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি । এরপর চলতি বছর 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালায় জইশ জঙ্গি । শহিদ হন 40 জন জওয়ান । ঠিক 12 দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত । গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিঘাঁটি ।

দিল্লি, 25 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এয়ারবেসে আত্মঘাতী হামলা চালাতে পারে জইশ-ই-মহম্মদ জঙ্গিরা । শ্রীনগর, অবন্তিপুরা, জম্মু, পাঠানকোট, হিন্দোনের এয়ারবেসে জারি হয়েছে হাই অ্যালার্ট (অরেঞ্জ লেভেল) ।

গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কিছুদিনের মধ্যে 8-10 জন জইশ জঙ্গি ভারতীয় বায়ুসেনার এয়ারবেসগুলিতে আত্মঘাতী হামলা চালাতে পারে । তারা ভারতে প্রবেশের চেষ্টাও করছে । রিপোর্ট পেয়েই সতর্ক হয়েছে IAF । নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে ।

2016 সালে এরকমই এক হামলা হয়েছিল পাঠানকোট এয়ারবেসে । প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন জওয়ান । পালটা পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারত । খতম হয় 50-এর বেশি জঙ্গি । গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি । এরপর চলতি বছর 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালায় জইশ জঙ্গি । শহিদ হন 40 জন জওয়ান । ঠিক 12 দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত । গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিঘাঁটি ।

New York (USA), Sep 25 (ANI): World leaders including Prime Minister Narendra Modi, Bangladesh PM Sheikh Hasina and President of South Korea Moon-Jae-in inaugurated Gandhi Solar Park at the UN headquarters, in New York on Sep 24. PM Modi and other leaders also launched a United Nations (UN) postage stamp of Mahatma Gandhi, at the programme 'Relevance of Mahatma Gandhi in the Contemporary World' at the UN headquarters. While addressing the event PM Modi said, "I'm extremely grateful to the United Nations (UN) for this programme and issuing a special commemorative stamp to mark the 150th birth anniversary of Mahatma Gandhi."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.