ETV Bharat / bharat

জাগতে রহো : সাইবার প্রতারণার নতুন ধরন জুস জ্যাকিং, ফাঁদে পড়তে পারেন আপনিও - ফ্রি চার্জিং পয়েন্টে তথ্য লুট

রাস্তাঘাটে ফ্রি চার্জিং পয়েন্টে চার্জ দেওয়া থেকে সাবধান থাকুন । প্রতারকরা ফ্রি চার্জিং পয়েন্ট ব্যবহার করে আপনার ফোনের সমস্ত তথ্য লুটতে পারে ।

জুস জ্যাকিং
জুস জ্যাকিং
author img

By

Published : Jun 20, 2020, 6:53 AM IST

Updated : Jun 20, 2020, 1:01 PM IST

বেঙ্গালুরু : রাস্তাঘাটে ফ্রি চার্জিং পয়েন্টে চার্জ দিচ্ছেন ? সাবধান । ফাঁস হয়ে যেতে আপনার মোবাইল ফোনের তথ্য । প্রতারকের হাতে চলে যেতে পারে আপনার সোশাল মিডিয়ার পাসওয়ার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস । ফোনের ছবি বা অন্য তথ্যও ব্যবহার করতে পারবে প্রতারকরা । আর এই নতুন প্রতারণার ছকই এখন জুস জ্যাকিং নামে জায়গা করে নিয়েছে সাইবার ক্রাইমের তালিকায় । যার হাত থেকে বাঁচার একমাত্র পথ সতর্ক থাকা । আর কোনও উপায়ে এই হ্যাকিং রোধ সম্ভব নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ।

রাস্তাঘাটে অনেক জায়গায়ই ফ্রি চার্জিং পয়েন্ট দেখা যায় । যেমন বাসস্ট্যান্ড, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, বাস, কোনও পার্ক বা শপিং মল । চার্জিংয়ের জন্য আমরা অনেক সময় এই সব পাবলিক চার্জিং পয়েন্ট ব্যবহার করে থাকি । আর একেই হাতিয়ার করে নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা । চার্জিং কেবলের বদলে ওইসব পয়েন্টে ডেটা কেবিল বসিয়ে ফোনের তথ্য লুটছে তারা । যাতে ফাঁস হচ্ছে সমস্ত ব্যক্তিগত তথ্য । এর ফলে প্রতারকরা সমস্ত পাসওয়ার্ড রিসেট করে ব্ল্যাক মেল করতে পারে আপনাকে ।

CYBER CRIME
দেখে নিন জুস জ্যাকিংয়ের ফাঁদ থেকে বাঁচতে কী করবেন কী করবেন না

এই বিষয়ে পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম) সন্দীপ পাতিল জানান, IT ক্যাপিটাল বেঙ্গালুরুতে এবং কর্নাটকেও সাইবার ক্রাইম বেড়েছে । বলেন, "আমরা স্থানীয় পুলিশ স্টেশনে প্রতিনিয়ত খোঁজ নিচ্ছি, সাইবার ক্রাইম স্টেশনগুলিতেও চেকিং চলছে । সাইবার ক্রাইম বিভাগ এই ধরনের চার্জিং পয়েন্টগুলোয় চেকিং চালাচ্ছে । যখনই কেউ বুঝতে পারবে এই ধরনের কোনও সাইবার ক্রাইম হতে পারে, তখনই দ্রুত ব্যবস্থা নিতে হবে ।"

জুস জ্যাকিংই একমাত্র উপায় যার মাধ্যমে সমস্ত ব্যক্তিগত তথ্য লুট করা সম্ভব । আর এর থেকে বাঁচার একমাত্র উপায় সতর্ক থাকা ।

বেঙ্গালুরু : রাস্তাঘাটে ফ্রি চার্জিং পয়েন্টে চার্জ দিচ্ছেন ? সাবধান । ফাঁস হয়ে যেতে আপনার মোবাইল ফোনের তথ্য । প্রতারকের হাতে চলে যেতে পারে আপনার সোশাল মিডিয়ার পাসওয়ার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস । ফোনের ছবি বা অন্য তথ্যও ব্যবহার করতে পারবে প্রতারকরা । আর এই নতুন প্রতারণার ছকই এখন জুস জ্যাকিং নামে জায়গা করে নিয়েছে সাইবার ক্রাইমের তালিকায় । যার হাত থেকে বাঁচার একমাত্র পথ সতর্ক থাকা । আর কোনও উপায়ে এই হ্যাকিং রোধ সম্ভব নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ।

রাস্তাঘাটে অনেক জায়গায়ই ফ্রি চার্জিং পয়েন্ট দেখা যায় । যেমন বাসস্ট্যান্ড, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, বাস, কোনও পার্ক বা শপিং মল । চার্জিংয়ের জন্য আমরা অনেক সময় এই সব পাবলিক চার্জিং পয়েন্ট ব্যবহার করে থাকি । আর একেই হাতিয়ার করে নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা । চার্জিং কেবলের বদলে ওইসব পয়েন্টে ডেটা কেবিল বসিয়ে ফোনের তথ্য লুটছে তারা । যাতে ফাঁস হচ্ছে সমস্ত ব্যক্তিগত তথ্য । এর ফলে প্রতারকরা সমস্ত পাসওয়ার্ড রিসেট করে ব্ল্যাক মেল করতে পারে আপনাকে ।

CYBER CRIME
দেখে নিন জুস জ্যাকিংয়ের ফাঁদ থেকে বাঁচতে কী করবেন কী করবেন না

এই বিষয়ে পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম) সন্দীপ পাতিল জানান, IT ক্যাপিটাল বেঙ্গালুরুতে এবং কর্নাটকেও সাইবার ক্রাইম বেড়েছে । বলেন, "আমরা স্থানীয় পুলিশ স্টেশনে প্রতিনিয়ত খোঁজ নিচ্ছি, সাইবার ক্রাইম স্টেশনগুলিতেও চেকিং চলছে । সাইবার ক্রাইম বিভাগ এই ধরনের চার্জিং পয়েন্টগুলোয় চেকিং চালাচ্ছে । যখনই কেউ বুঝতে পারবে এই ধরনের কোনও সাইবার ক্রাইম হতে পারে, তখনই দ্রুত ব্যবস্থা নিতে হবে ।"

জুস জ্যাকিংই একমাত্র উপায় যার মাধ্যমে সমস্ত ব্যক্তিগত তথ্য লুট করা সম্ভব । আর এর থেকে বাঁচার একমাত্র উপায় সতর্ক থাকা ।

Last Updated : Jun 20, 2020, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.