ঝাড়খণ্ড, 10 অগাস্ট : ক্লাস ইলেভেনে ভরতির আবেদন করলেন ঝাড়খণ্ডের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জগরনাথ মাহাত ৷ ঝাড়খণ্ডের বোকারো জেলার নাবাডিহ-র সরকার অনুমোদিত দেবী মাহাত ইন্টার কলেজে সোমবার ভরতির আবেদন জানিয়েছেন তিনি ৷
প্রায় 25 বছর পর ফের শিক্ষাজীবনে পা রাখতে যাচ্ছেন 53 বছরের জগরনাথ মাহাত ৷ 1995 সালে তিনি ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন ৷ যবে থেকে ঝাড়খণ্ডের মানবসম্পদ উন্নয়ন সম্পদের মন্ত্রী হিসেবে যোগদান করেছেন সেদিন থেকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভিন্ন সময় তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷ শুধু সাধারণ মানুষ না, মন্ত্রীসভার নির্বাচিত প্রতিনিধিরাও বিভিন্ন সময় তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ব্যঙ্গ করেছেন বা প্রশ্ন তুলেছেন ৷
জগরনাথ মাহাত বলেন, "ক্রমাগত সমালোচনা আমাকে পুনরায় শিক্ষাগ্রহণ সম্পূর্ণ করতে অনুপ্রাণিত করেছে ৷ যবে থেকে আমি ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছি তবে থেকে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আক্রমণের মুখে পড়েছি ৷ এই কারণেই আমি আমার পড়াশোনা সম্পূর্ণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি ৷ এখন থেকে আমি আমার পড়াশোনা পাশাপাশি শিক্ষাদপ্তরের কাজ করব ৷" তিনি জানান, " আমি রাজনীতিবিদ ৷ সেই কারণে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আমার বিভাগে রাখতে চাইব ৷ বাকি বিষয়গুলি খুব শীঘ্রই নির্বাচন করব ৷''
যেহেতু তিনি একাদশ শ্রেণির নিয়মিত ক্লাসে ভরতির জন্য আবেদন জানিয়েছেন সেহেতু তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি কীভাবে দপ্তর পরিচালনার পাশাপাশি নিয়মিত ক্লাস করবেন ? উত্তরে মন্ত্রী বলেন, "আগে আমি ভরতি হয় ৷ সবে মাত্র আবেদন জানালাম ৷ যদি আমার আবেদন গ্রহণ হয় এবং যদি ভরতি হই, তারপরই আমি আমার ক্লাস ও দপ্তরের দায়িত্বভার পালনের মধ্যে কীভাবে ভারসাম্য রক্ষা করব তা নিয়ে চিন্তা করব ৷"
তিনি পরবর্তীকালে গ্র্যাজুয়েশন করবেন কি না জানতে চাওয়া হলে বলেন,"আমার এখন টার্গেট মধ্যবর্তী পরীক্ষা ৷ তারপর আমি পরেরটা ভাবব ।''