কাশ্মীর, 28 অক্টোবর : আজ জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালাল ৷ সূত্রের খবর, আজ সকাল থেকেই NIA-র পক্ষ থেকে শহরের 4টি জায়গায় তল্লাশি চালানো হয় ৷ জানা গেছে, প্রতাপ পার্কের বৃহত্তর কাশ্মীর অফিস, শোনওয়ারের মানবাধিকার কর্মী খুররম পারভেজের বাড়ি, নেহরু পার্কের নিকট মহম্মদ আমিন ডাঙ্গোলার হাউজ়বোট এবং নয়া কাডালের NGO-র আথরোথের অফিসে তদন্তকারীরা অভিযান চালান ৷ তবে, জাতীয় তদন্তকারীদের এই অভিযানের কারণ কী তা এখনও স্পষ্ট নয় ৷
জানা গেছে, NGO-র তহবিল সংক্রান্ত বিষয়ে তদন্তের জন্য একটি নতুন কেস দায়ের হয়েছে ৷ সেই তহবিলের পর্যবেক্ষণের জন্য NIA তদন্ত শুরু করেছে ৷ তারা এই তহবিল কোথা থেকে পাচ্ছে কিংবা কোথায় ব্যয় করছে তার খোঁজখবর চালাচ্ছে NIA ৷ NIA-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হাওলা ব়্যাকেটে অর্থের অপব্যবহার হচ্ছে, কিংবা সন্ত্রাসমূলক কাজে তহবিলের অর্থ ব্যবহার করছে এমন অভিযোগ আগেই উঠেছিল, সে কারণেই তদন্ত শুরু হয়েছে ৷
2016 সালে শ্রীনগরের নিজের বাসস্থান থেকে খুররম পারভেজ গ্রেপ্তার হয়েছিলেন ৷ তাঁকে কোনও গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল ৷ তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল ৷ জনসুরক্ষা আইন অনুযায়ী, তিনি পুনরায় গ্রেপ্তার হন 76 দিনের জন্য, অবশ্য তা তাঁর মুক্তির পরোয়ানার পরই ৷
2019 সালে জাতীয় তদন্তকারী সংস্থা বৃহত্তর কাশ্মীরের চিফ এডিটর ফায়াজ কালুকে জিজ্ঞাসাবাদ চালায়, বুরহান ওয়ানির খুন প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশের জন্য ৷