ETV Bharat / bharat

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, পাকিস্তানের গোলায় নিহত কাশ্মীরি

author img

By

Published : Feb 14, 2020, 11:58 PM IST

কাশ্মীরে পাকিস্তানের গোলায় নিহত 1 । জখম আরও 4 । পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ভারতীয় সেনারা উপযুক্ত জবাব দেয় ।

file picture
ফাইল চিত্র

কাশ্মীর, 14 ফেব্রুয়ারি: 2019 সালে 14 ফেব্রুয়ারি ৷ পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা । অভিযোগের আঙুল ওঠে পাকিস্তানের বিরুদ্ধে ৷ এই বিস্ফোরণে শহিদ হয়েছিলেন 44 জওয়ান । আজ একই দিনে পাকিস্তানের গোলার আঘাতে প্রাণ হারালেন এক কাশ্মীরি ৷ আজ কাশ্মীরে ফের পাকিস্তানি সেনারা অতর্কিতে গোলাবর্ষণ শুরু করে ৷ তাতে নিহত হন এক সাধারণ নাগরিক । জখম হয়েছেন আরও 4 ।

ভারতীয় সেনা সূত্রে জানা যায়, শুক্রবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর এবং কেরনি সেক্টরে হামলা চালায় পাক সেনারা । কোনও প্ররোচনা ছাড়াই গোলা বর্ষাতে শুরু করে । তাদের লক্ষ্য ছিল, LOC সংলগ্ন এলাকাগুলিতে হামলা চালানো ।

ভারতীয় সেনারা পালটা জবাব দেয় পাকিস্তানকে । সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি রাখার কথা বারবার জানিয়েছে কেন্দ্র ৷ হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানকেও ৷ কিন্তু আজও ফের সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী ৷

কাশ্মীর, 14 ফেব্রুয়ারি: 2019 সালে 14 ফেব্রুয়ারি ৷ পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা । অভিযোগের আঙুল ওঠে পাকিস্তানের বিরুদ্ধে ৷ এই বিস্ফোরণে শহিদ হয়েছিলেন 44 জওয়ান । আজ একই দিনে পাকিস্তানের গোলার আঘাতে প্রাণ হারালেন এক কাশ্মীরি ৷ আজ কাশ্মীরে ফের পাকিস্তানি সেনারা অতর্কিতে গোলাবর্ষণ শুরু করে ৷ তাতে নিহত হন এক সাধারণ নাগরিক । জখম হয়েছেন আরও 4 ।

ভারতীয় সেনা সূত্রে জানা যায়, শুক্রবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর এবং কেরনি সেক্টরে হামলা চালায় পাক সেনারা । কোনও প্ররোচনা ছাড়াই গোলা বর্ষাতে শুরু করে । তাদের লক্ষ্য ছিল, LOC সংলগ্ন এলাকাগুলিতে হামলা চালানো ।

ভারতীয় সেনারা পালটা জবাব দেয় পাকিস্তানকে । সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি রাখার কথা বারবার জানিয়েছে কেন্দ্র ৷ হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানকেও ৷ কিন্তু আজও ফের সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.