শ্রীনগর, 14 অগাস্ট : কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক । তবে 2010 ও 2016 সালের বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে মিথ্যাচার চালাচ্ছে শত্রুপক্ষ । আজ এ দাবি করেন জম্মু ও কাশ্মীর পুলিশের ADGP (আইনশৃঙ্খলা) মুনির খান । আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিরোধী, শত্রু ও প্রতিবেশী দেশ প্ররোচনামূলক প্রচারের চেষ্টা করে । সে জন্য 2010 ও 2016 সালের ভিডিয়ো প্রচার করে মিথ্যাচার করা হচ্ছে । আমরা এই মিথ্যাচার রুখতে সব রকমের পদক্ষেপ করছি ।"
মুনির খান আরও বলেন, "370 ধারা বিলোপ হলেও জম্মু ও কাশ্মীরে একটাও হিংসার ঘটনা ঘটেনি । তবে শ্রীনগরে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে যা সামান্য পুলিশ মোতায়েন করেই সামাল দেওয়া হয় । কাশ্মীর এখন শান্ত । দক্ষিণ কাশ্মীর থেকেও একটা হিংসাত্মক ঘটনার খবর আসেনি ।"
নিরাপত্তারক্ষীরা ছররা ছুড়ছে বলে যে অভিযোগ উঠেছে, তা মেনে নিয়ে তিনি বলেন, "গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেনি । যারা ছররায় জখম হয়েছেন তাদের চিকিৎসা হয়েছে । সাধারণ মানুষের যাতে প্রাণহানি না হয় তা সুনিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার ।"