ETV Bharat / bharat

"কাশ্মীরের পুরোনো ভিডিয়ো প্রচার করে মিথ্যাচার চলছে" - pakistan

জম্মু ও কাশ্মীর পুলিশের ADGP (আইনশৃঙ্খলা) মুনির খান আজ দাবি করেন, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক । তবে 2010 ও 2016 সালের বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে মিথ্যাচার চালাচ্ছে শত্রুপক্ষ ।

ADGP (আইনশৃঙ্খলা) মুনির খান
author img

By

Published : Aug 14, 2019, 3:29 PM IST

শ্রীনগর, 14 অগাস্ট : কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক । তবে 2010 ও 2016 সালের বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে মিথ্যাচার চালাচ্ছে শত্রুপক্ষ । আজ এ দাবি করেন জম্মু ও কাশ্মীর পুলিশের ADGP (আইনশৃঙ্খলা) মুনির খান । আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিরোধী, শত্রু ও প্রতিবেশী দেশ প্ররোচনামূলক প্রচারের চেষ্টা করে । সে জন্য 2010 ও 2016 সালের ভিডিয়ো প্রচার করে মিথ্যাচার করা হচ্ছে । আমরা এই মিথ্যাচার রুখতে সব রকমের পদক্ষেপ করছি ।"

মুনির খান আরও বলেন, "370 ধারা বিলোপ হলেও জম্মু ও কাশ্মীরে একটাও হিংসার ঘটনা ঘটেনি । তবে শ্রীনগরে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে যা সামান্য পুলিশ মোতায়েন করেই সামাল দেওয়া হয় । কাশ্মীর এখন শান্ত । দক্ষিণ কাশ্মীর থেকেও একটা হিংসাত্মক ঘটনার খবর আসেনি ।"

নিরাপত্তারক্ষীরা ছররা ছুড়ছে বলে যে অভিযোগ উঠেছে, তা মেনে নিয়ে তিনি বলেন, "গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেনি । যারা ছররায় জখম হয়েছেন তাদের চিকিৎসা হয়েছে । সাধারণ মানুষের যাতে প্রাণহানি না হয় তা সুনিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার ।"

শ্রীনগর, 14 অগাস্ট : কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক । তবে 2010 ও 2016 সালের বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে মিথ্যাচার চালাচ্ছে শত্রুপক্ষ । আজ এ দাবি করেন জম্মু ও কাশ্মীর পুলিশের ADGP (আইনশৃঙ্খলা) মুনির খান । আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিরোধী, শত্রু ও প্রতিবেশী দেশ প্ররোচনামূলক প্রচারের চেষ্টা করে । সে জন্য 2010 ও 2016 সালের ভিডিয়ো প্রচার করে মিথ্যাচার করা হচ্ছে । আমরা এই মিথ্যাচার রুখতে সব রকমের পদক্ষেপ করছি ।"

মুনির খান আরও বলেন, "370 ধারা বিলোপ হলেও জম্মু ও কাশ্মীরে একটাও হিংসার ঘটনা ঘটেনি । তবে শ্রীনগরে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে যা সামান্য পুলিশ মোতায়েন করেই সামাল দেওয়া হয় । কাশ্মীর এখন শান্ত । দক্ষিণ কাশ্মীর থেকেও একটা হিংসাত্মক ঘটনার খবর আসেনি ।"

নিরাপত্তারক্ষীরা ছররা ছুড়ছে বলে যে অভিযোগ উঠেছে, তা মেনে নিয়ে তিনি বলেন, "গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেনি । যারা ছররায় জখম হয়েছেন তাদের চিকিৎসা হয়েছে । সাধারণ মানুষের যাতে প্রাণহানি না হয় তা সুনিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার ।"

Kolhapur (Maharashtra), Aug 12 (ANI): The flood situation in Kolhapur district of Maharashtra remained critical. The flood-affected National Highway (NH) 4 re-opened for heavy vehicles and Sport utility vehicle (SUV) at Kolhapur-Sangli Phata on August 12. Earlier, the truck drivers were stuck on road in Maharashtra's Karad for many days due to flood situation in Kolhapur. Around 1,000-2,000 trucks were stuck on the National Highway. The incessant rains have damaged several properties in Kolhapur. Teams from Indian Army, Indian Navy, Indian Air Force National Disaster Response Force (NDRF) and Coast Guard along with the local authorities are still continuing extensive relief efforts in the affected areas. Relief and rescue operations are underway.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.