ETV Bharat / bharat

"অখিলেশ মুসলিম বিরোধী", ভবিষ্যতে একাই লড়বে BSP - মায়াবতী

"অখিলেশ মুসলিম বিরোধী । ভবিষ্যতে বড় হোক বা ছোটো, বহুজন সমাজ পার্টি এখন থেকে সমস্ত নির্বাচনে একাই লড়বে ।" টুইট BSP নেত্রী মায়াবতীর ।

ফাইল ছবি
author img

By

Published : Jun 24, 2019, 6:27 PM IST

দিল্লি, 24 জুন : সম্পর্ক হয়তো ক্রমশ তিক্ত হচ্ছে । ফের তার আঁচ পাওয়া গেল মায়াবতীর কথায় । টুইটে BSP নেত্রী আজ বলেন, "অখিলেশ মুসলিম বিরোধী । ভবিষ্যতে বড় হোক বা ছোটো, বহুজন সমাজ পার্টি এখন থেকে সমস্ত নির্বাচনে একাই লড়বে ।" সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে লড়াই করেছিলেন তাঁরা ।

কয়েকদিন আগের বন্ধুত্বের সম্পর্ক বদলে গেল তিক্ততায় । বহুজন সমাজ পার্টির তরফে করা কয়েকটি টুইট দেখলে বোঝা যাবে অখিলেশের উপর মায়বতীর দল যথেষ্ট ক্ষুব্ধ । মাত্র তিন সপ্তাহ আগে মায়াবতী জানিয়েছিলেন, অখিলেশের সঙ্গে তাঁর সম্পর্কের আন্তরিকতা তিনি নষ্ট করবেন না । চলতি বছরের শেষের দিকেই বিধানসভায় উপনির্বাচন হবে বলে জানা যাচ্ছে ।

একটি টুইটে তিনি লেখেন, "সকলেই জানেন সমাজবাদী পার্টির প্রতি পুরনো ক্ষোভ আমরা সরিয়ে রেখেছিলাম । যার মধ্যে অন্যতম ছিল দলিত-বিরোধী এবং BSP-বিরোধী সিদ্ধান্তগুলি যা ২০১২-১৭ সালের মধ্যে সমাজবাদী পার্টির সরকার নিয়েছিল। সংরক্ষণের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ও আইনশৃঙ্খলার অবনমনের মতো বিষয়কে দূরে সরিয়ে রেখে জনস্বার্থে জোট গড়া হয়েছিল যাকে পূর্ণ সম্মানের সঙ্গে বজায় রাখা হয়েছিল ।''

অন্য একটি টুইটে মায়াবতী লেখেন, "কিন্তু লোকসভা নির্বাচনের পরে সমাজবাদী পার্টির আচরণ BSP-কে ভাবতে বাধ্য করেছে যে ভবিষ্যতে বিজেপিকে জোট বেঁধে হারানো সম্ভব হবে কি না । তাই দলের স্বার্থে BSP এখন থেকে সমস্ত নির্বাচনে একাই লড়াবে ।"

গতকাল দলের বর্ষীয়ান সদস্যদের সঙ্গে বৈঠকের পর মায়াবতী অখিলেশ যাদবের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন ভোটের ফলাফল প্রকাশের পর তাঁর সঙ্গে যোগাযোগ করেননি অখিলেশ । এমনকী তিনি অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন যাদব নন এরকম পশ্চাদপদ সম্প্রদায় ও মুসলিমদের অবহেলা করেছেন অখিলেশ ।

দিল্লি, 24 জুন : সম্পর্ক হয়তো ক্রমশ তিক্ত হচ্ছে । ফের তার আঁচ পাওয়া গেল মায়াবতীর কথায় । টুইটে BSP নেত্রী আজ বলেন, "অখিলেশ মুসলিম বিরোধী । ভবিষ্যতে বড় হোক বা ছোটো, বহুজন সমাজ পার্টি এখন থেকে সমস্ত নির্বাচনে একাই লড়বে ।" সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে লড়াই করেছিলেন তাঁরা ।

কয়েকদিন আগের বন্ধুত্বের সম্পর্ক বদলে গেল তিক্ততায় । বহুজন সমাজ পার্টির তরফে করা কয়েকটি টুইট দেখলে বোঝা যাবে অখিলেশের উপর মায়বতীর দল যথেষ্ট ক্ষুব্ধ । মাত্র তিন সপ্তাহ আগে মায়াবতী জানিয়েছিলেন, অখিলেশের সঙ্গে তাঁর সম্পর্কের আন্তরিকতা তিনি নষ্ট করবেন না । চলতি বছরের শেষের দিকেই বিধানসভায় উপনির্বাচন হবে বলে জানা যাচ্ছে ।

একটি টুইটে তিনি লেখেন, "সকলেই জানেন সমাজবাদী পার্টির প্রতি পুরনো ক্ষোভ আমরা সরিয়ে রেখেছিলাম । যার মধ্যে অন্যতম ছিল দলিত-বিরোধী এবং BSP-বিরোধী সিদ্ধান্তগুলি যা ২০১২-১৭ সালের মধ্যে সমাজবাদী পার্টির সরকার নিয়েছিল। সংরক্ষণের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ও আইনশৃঙ্খলার অবনমনের মতো বিষয়কে দূরে সরিয়ে রেখে জনস্বার্থে জোট গড়া হয়েছিল যাকে পূর্ণ সম্মানের সঙ্গে বজায় রাখা হয়েছিল ।''

অন্য একটি টুইটে মায়াবতী লেখেন, "কিন্তু লোকসভা নির্বাচনের পরে সমাজবাদী পার্টির আচরণ BSP-কে ভাবতে বাধ্য করেছে যে ভবিষ্যতে বিজেপিকে জোট বেঁধে হারানো সম্ভব হবে কি না । তাই দলের স্বার্থে BSP এখন থেকে সমস্ত নির্বাচনে একাই লড়াবে ।"

গতকাল দলের বর্ষীয়ান সদস্যদের সঙ্গে বৈঠকের পর মায়াবতী অখিলেশ যাদবের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন ভোটের ফলাফল প্রকাশের পর তাঁর সঙ্গে যোগাযোগ করেননি অখিলেশ । এমনকী তিনি অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন যাদব নন এরকম পশ্চাদপদ সম্প্রদায় ও মুসলিমদের অবহেলা করেছেন অখিলেশ ।

Lucknow (UP), June 23 (ANI): Bahujan Samaj Party's (BSP) Chief Mayawati chaired a meeting with party leaders at her residence in UP's Lucknow. Mobile phones and other belongings of the leaders were not allowed in the meeting. Members of Parliament were also present in the meeting.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.