ETV Bharat / bharat

তীব্র শ্বাসকষ্ট ? কোরোনা চিকিৎসায় অনুমোদন পেল ইটোলিজ়ুমাব

ইটোলিজ়ুমাব ইঞ্জেকশন ব্যবহার করা হয় সোরিয়াসিসের চিকিৎসায় ৷ ক্লিনিকাল ট্রায়ালের পর এই ইঞ্জেকশন ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশের ড্রাগ রেগুলেটর সংস্থা ৷

coronavirus treatment
ইটোলিজ়ুমাব ইঞ্জেকশন
author img

By

Published : Jul 11, 2020, 11:51 AM IST

দিল্লি, 11 জুলাই : ত্বকের চিকিৎসায় ব্যবহৃত ইটোলিজ়ুমাব প্রয়োগ করা যাবে কোরোনা আক্রান্তদের উপর ৷ এই সংক্রান্ত অনুমোদন দিল দেশের ড্রাগ রেগুলেটর৷ কোরোনা আক্রান্তদের মধ্যে যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের উপর প্রয়োগ করা যাবে ইটোলিজ়ুমাব ৷

COVID-19 এর চিকিৎসায় নির্দিষ্ট কিছু ওষুধ ব্যবহার করছেন চিকিৎসকরা ৷ এবার সেই তালিকায় যুক্ত হল- ইটোলিজ়ুমাব ৷ ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া (DCGI) ভি জি সোমানি ইটোলিজ়ুমাব ইঞ্জেকশন ব্যবহারের অনুমোদন দিয়েছেন ৷ এটি একটি মনোক্লোনাল ইঞ্জেকশন ৷ তবে এই ইঞ্জেকশনের ব্যবহার সবক্ষেত্রে করা যাবে না ৷ যেসব COVID-19 আক্রান্ত রোগীর "সাইটোকাইন" এর উপসর্গ রয়েছে তাঁদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে ৷

ড্রাগ কন্ট্রোলের তরফে এক আধিকারিক জানিয়েছেন, ‘‘COVID-19 আক্রান্তদের উপর ক্লিনিকাল ট্রায়ালের পর ইটোলিজ়ুমাব ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে ৷ পালমোনোলজিস্ট, ফার্মাকোলোজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিশেষ কমিটি এই ইঞ্জেকশনের ব্যবহার নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ৷ গত কয়েক বছর ধরে সোরিয়াসিসের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হচ্ছে ৷’’

দিল্লি, 11 জুলাই : ত্বকের চিকিৎসায় ব্যবহৃত ইটোলিজ়ুমাব প্রয়োগ করা যাবে কোরোনা আক্রান্তদের উপর ৷ এই সংক্রান্ত অনুমোদন দিল দেশের ড্রাগ রেগুলেটর৷ কোরোনা আক্রান্তদের মধ্যে যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের উপর প্রয়োগ করা যাবে ইটোলিজ়ুমাব ৷

COVID-19 এর চিকিৎসায় নির্দিষ্ট কিছু ওষুধ ব্যবহার করছেন চিকিৎসকরা ৷ এবার সেই তালিকায় যুক্ত হল- ইটোলিজ়ুমাব ৷ ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া (DCGI) ভি জি সোমানি ইটোলিজ়ুমাব ইঞ্জেকশন ব্যবহারের অনুমোদন দিয়েছেন ৷ এটি একটি মনোক্লোনাল ইঞ্জেকশন ৷ তবে এই ইঞ্জেকশনের ব্যবহার সবক্ষেত্রে করা যাবে না ৷ যেসব COVID-19 আক্রান্ত রোগীর "সাইটোকাইন" এর উপসর্গ রয়েছে তাঁদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে ৷

ড্রাগ কন্ট্রোলের তরফে এক আধিকারিক জানিয়েছেন, ‘‘COVID-19 আক্রান্তদের উপর ক্লিনিকাল ট্রায়ালের পর ইটোলিজ়ুমাব ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে ৷ পালমোনোলজিস্ট, ফার্মাকোলোজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিশেষ কমিটি এই ইঞ্জেকশনের ব্যবহার নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ৷ গত কয়েক বছর ধরে সোরিয়াসিসের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.