দিল্লি, 14 অগাস্ট : বৃহস্পতিবার 73তম স্বাধীনতা দিবস ৷ তার আগেই দেশের মানুষের মন কেড়ে নিলেন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ( ITBP )-এর কনস্টেবল লাভলি সিং । 1997 সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ ছবির ‘সন্দেশ আতে হ্যায়’ গাইলেন তিনি । সেই গান এখন সোশাল মিডিয়ায় ভাইরাল । লাভলির প্রশংসায় পঞ্চমুখ নেটিজনেরা ।
ITBP-এর ভেরিফায়েড টুইটার পেজে লাভলি সিংয়ের কণ্ঠে গানটির এই ভিডিয়োটি পোস্ট হয়েছে । তাতে লেখা হয়েছে, লাভলি সিং গানটি তাঁর সহকর্মীদের জন্যই গেয়েছেন । 3 মিনিট 37 সেকেন্ডের ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক হাজারের বেশি বার দেখা হয়েছে ।
-
'ए गुजरने वाली हवा बता
— ITBP (@ITBP_official) August 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
मेरा इतना काम करेगी क्या'
Constable Lovely Singh of ITBP dedicates song to colleagues on 73rd Independence Day.#IndependenceDay pic.twitter.com/FO1mnSQU5V
">'ए गुजरने वाली हवा बता
— ITBP (@ITBP_official) August 14, 2019
मेरा इतना काम करेगी क्या'
Constable Lovely Singh of ITBP dedicates song to colleagues on 73rd Independence Day.#IndependenceDay pic.twitter.com/FO1mnSQU5V'ए गुजरने वाली हवा बता
— ITBP (@ITBP_official) August 14, 2019
मेरा इतना काम करेगी क्या'
Constable Lovely Singh of ITBP dedicates song to colleagues on 73rd Independence Day.#IndependenceDay pic.twitter.com/FO1mnSQU5V
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও পোস্টটি শেয়ার করেছেন ৷ ভাইরাল হওয়া ভিডিয়োটি আড়াইশোবারের বেশি রিটুইট হয়েছে ৷ কনস্টেবল লাভলি সিংয়ের গানটিকে রেখে একটি ভিডিয়োও তৈরি হয়েছে । সেখানে লাভলি সিংয়ের পাশাপাশি জাতীয় পতাকা, কঠিন পরিস্থিতিতে কর্তব্যরত ITBP জওয়ানদের ছবি আছে । জওয়ানদের প্রশিক্ষণের অংশও ভিডিয়োতে তুলে ধরা হয়েছে । নেটিজেনরা সেনার ভূয়সি প্রশংসা করেছেন ITBP-এর পোস্টে ৷ ITBP-এর জওয়ানরা দেশের জন্য প্রাণপাত করছেন, এমনও লিখেছেন অনেকে ৷